করের উদ্দেশ্যসমূহ এবং পরের গুরুত্ব সমূহ

করের উদ্দেশ্যসমূহ এবং পরের গুরুত্ব সমূহ

 

প্রত্যেকটি রাষ্ট্র তার অর্থনৈতিক উন্নতির জন্য। রাষ্ট্রের সরকার প্রধান প্রচুর অর্থ ব্যয় করে। আর এই সমস্ত অর্থ সরকার যে সমস্ত উৎস থেকে সংগ্রহ করে তার প্রধান উৎস হচ্ছে কর। এছাড়াও রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা এবং বহিঃশূদ্রের আক্রমণ থেকে রক্ষা করার জন্য সরকার অর্থ ব্যয় করে থাকে। 

সাধারণত যে যে উদ্দেশ্য সাধনের জন্য কর ধার্য করা হয় তার কিছু অংশ নিচে তুলে ধরা হলো: 

 

১. রাজস্ব আদায়

কর ধার্যের প্রধান উদ্দেশ্য হল রাজস্ব আদায় করা । সরকার বিভিন্ন কার্যাবলী সম্পাদনের জন্য যে অর্থ প্রয়োজন হয় তা রাজস্ব আদায়ের মাধ্যমে সংগ্রহ করে।

 

২. শিল্প সংরক্ষণ 

দেশীয় শিল্পের বিকাশ ঘটানোর জন্য দেশীয় শিল্পে উৎপাদিত পণ্যের উপর কম কর ধার্য করা হয়। অপরদিকে একই পণ্য বিদেশ থেকে আমদানি করা হলে তার ওপর অনেক বেশি হারে কর ধার্য করা হয়। এর ফলে দেশীয় শিল্প টিকে থাকে এবং দেশীয় শিল্পের প্রতি আগ্রহ করে। 

 

৩. ভোগ নিয়ন্ত্রণ 

বিলাস দ্রব্য এবং মদ গাজা আফিম প্রভৃতি ক্ষতিকর দ্রব্যের ভোগ কমানোর জন্য কর আরোপ করা হয়। এ সকল পণ্যের উপর বেশি মাত্রায় করার ফলে এর ব্যবহার এবং ভোগ নিয়ন্ত্রণ করা যায়। 

৪. আই পোনো বন্টন 

দেশীয় সম্পদ এবং আয়ের সুষম বন্টন প্রয়োজন। সর ধার্যের ফলে আয়ের কোন বন্টন সম্ভব হয়। কেননা ধনীদের উপর ক্রমবর্ধমান হারে কর ধার্য করে ধনী দরিদ্রের মধ্যে আয়ের বৈষম্য দূর করা হয়। উদাহরণস্বরূপ ধনীদের উপর ক্ষমবর্ধমান হারে আয়কর সম্পদগড় ইত্যাদি পর ধার্যের মাধ্যমে যে অর্থ আদায় হয় তা আবার জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয় । এর ফলে আয়ের সুষম বন্টন নিশ্চিত হয়। 

 

৫. অর্থনৈতিক উন্নয়ন 

উন্নয়নশীল প্রতিটি দেশের জন্য কর ধার্যের মাধ্যমে সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়। কেননা উন্নয়নশীল দেশে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এই অর্থ সরকার কর ধার্যের মাধ্যমে সংগ্রহ করে। 

 

৬. সঞ্চয় বৃদ্ধি 

করার ফলে সরকার যে অর্থ আয় করে তা দেশের সঞ্চয় বৃদ্ধি পায়। তা জনসাধারণের জন্য বিনিয়োগ করা হয়। 

 

৭. অবকাঠামো উন্নয়ন 

উন্নয়নশীল দেশের জন্য অবকাঠামো একটি গুরুত্বপূর্ণ এসো। পাঠাও অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। অবকাঠামোগত উন্নয়নের জন্য সরকার যে অর্থ ব্যয় করে তা কর আদায়ের মাধ্যমে সংগ্রহ করা হয়। 

 

শেষ কথা: 

উপরোক্ত আলোচনা থেকে আমরা রাজস্ব আদায় ছাড়াও দেশের শিল্প সংরক্ষণ জাতীয় রাজস্ব আয়ের পুনঃ বন্টন এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করার জন্যই করার উপরে থাকেন। আমরা এই পোস্টটি করের উদ্দেশ্য সমূহ জানলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।