আয়কর কি

আয়কর কি ও আয়কর দিবস কবে?

আয়কর কি ও আয়কর দিবস কবে এই বিষয়ে জানতে হলে আমাদের প্রথমে জানতে হচ্ছে যে আয় কি। তাহলে চলুন জেনে নিন আয় কি?

 

নির্দিষ্ট উৎস থেকে নিয়মিত ভাবে বা আশানুরূপ ভাবে নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে অর্থ পাওয়া যায় তাকে সাধারণত আয় বলে। নির্দিষ্ট আয়ের ওপর একজন ব্যক্তিকে নির্দিষ্ট পরিমাণ কর দিতে হয়।

 

এখানে আপনি আজকের পোস্ট থেকে জানতে পারবেন কবে এই বিষয়গুলো সম্পর্কে। দেরি না করে পড়ে নিন নিচের লেখাগুলো এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করুন।

 

আয়কর কি?

আয়কর কি তা জেনে নিন। কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে বাধ্যতামূলকভাবে যে অর্থ সরকারকে প্রদান করা হয় তাকে আয়কর বলে। 

 

১৯৮৪ সালের আয়কর আইনে আয়করের কোন সুনির্দিষ্ট সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে অত্র অর্ডিন্যান্সের ১৬ ধারায় আয়কর সম্পর্কে বলা হয়েছে যে, “ আয়কর প্রত্যেক ব্যক্তির আয় বর্ষের বা আয় বর্ষ সমূহের মোট আয়ের ওপর করবর্ষে নির্ধারিত কর হার অনুসারে ধার্যকৃত, আরোপিত, প্রদেয় ও আদায়কৃত হবে।”

 

সুতরাং আয়কর আইন অনুযায়ী আয়কর বলতে বোঝায়: 

(ক) কোন ব্যক্তির আয়ের উপর আরোপ যোগ্য বার্ষিক কর।

(খ) আয় বর্ষের মোট আয়ের উপর  করবর্ষের নির্ধারিত হারে ধার্যকৃত কর।।

(গ) আয় ব্যতীত অন্য কোন কিছুর ওপর আয়কর নয়।

(ঘ) আয়ের উপর সরকারকে প্রদেয় অর্থই হলো আয়কর।

(ঙ) আয়কর একটি একক কর পৃথক পৃথক করের সমষ্টি নয়।

 

আয়করের উপরিউক্ত সংজ্ঞার মধ্যে নিম্নোক্ত তিনটি গুরুত্বপূর্ণ শব্দ রয়েছেঃ

(ক) ব্যক্তিঃ ধারা ২ (৪৬) অনুযায়ী ব্যক্তি বলতে একক ব্যক্তি, ফার্ম, ব্যক্তি সংঘ, যৌথ হিন্দু পরিবার, স্থানীয় কর্তৃপক্ষ, কোম্পানি, কৃত্রিম ব্যক্তিসত্তা কে বোঝানো হয়েছে।

(খ) আরোপযোগ্যঃ সরকারই কর আরোপ করে থাকেন।

(গ) বার্ষিক করঃ আয়কর বছরে একবারই প্রদান করা হয়।

আরও পড়তে ভিজিট করুনঃ 

প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর সম্পর্কে বিস্তারিত ধারণা

 

আয়কর দিবস কবে?

২০০৮ থেকে সাল থেকে শুরু হয় দিবস পালন করা। ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আয়কর দিবস উদযাপিত হয়। এর পরের বছর অর্থাৎ ২০১৬ সাল থেকে নভেম্বর এর ৩০ তারিখ থেকে আয়কর দিবস পালন করছে এনবিআর।

 

আয়কর দিবসের দিনে ব্যক্তি শ্রেণীর আয়কর বিবরণী বার রিটার্ন জমা দেওয়ার শেষ দিন হয়ে থাকে। এনবিয়ার তাদের বিশেষ বিবেচনায় আয়কর জমা দেওয়ার সময় বাড়াতে পারে। 

 

২০২৩ সালের ৩০ নভেম্বর শেষ অর্থাৎ ১৬ তম জাতীয় আয়কর দিবস পালিত হয়েছে। ১৬ তম আয়কর দিবসের প্রতিপাদ্য ছিল ‘ কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। এখান থেকে আপনি নিশ্চয় জেনে গেলেন জাতীয় আয়কর দিবস কবে?

 

আয়করকে কেন প্রগতিশীল কর বলা হয়? 

আয়কর হল সরকার কর্তৃক আরোপিত একজন ব্যক্তির আয়ের ওপর আরোপিত কর। এই কর ব্যক্তির লভ্যাংশের পরিমাণ ভেদে পরিবর্তন হয়ে থাকে। একেক ব্যক্তির আয়করের পরিমাণ এক এক রকম হয়। 

 

আর প্রগতিশীল কর বলতে সেই কর ব্যবস্থা কে বোঝায় যেখানে পর্দা তার আয় বৃদ্ধির সাথে সাথে তার কর হার ও বৃদ্ধি পায়। যেহেতু আয় করে পর্দা তারায় বৃদ্ধির সাথে সাথে তারপর হার ও বৃদ্ধি পায় সেহেতু আয়কর কে প্রগতিশীল কর বলা হয়ে থাকে।। মূলত আয়কর আরোপিত হয়ে থাকে একজন ব্যক্তির গড় পরিশোধ করার ক্ষমতার উপর।

 

প্রগতিশীল কর উৎপাদনশীল হয়ে থাকে। এর মাধ্যমে  সরকার প্রচুর পরিমাণে রাজস্ব সংগ্রহ করতে পারে। যাদের আয় বেশি তাদের কর প্রদানের সামর্থ্য বেশি এই নীতির ভিত্তিতে প্রগতিশীল কর ধার্য করা হয়। ফলে কম আয়ের লোকজন কম হারে এবং বেশি আয়ের লোকজন বেশি হারে কর প্রদান করে।

 

তবে প্রগতিশীল কর ব্যবস্থা সঞ্চয় বিনিয়োগ ও মূলধন গঠন কে নিরুউৎসাহিত করে। তাহলে জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও গতিশীলতা ব্যাহত হয়।

 

মূল্য সংযোজন কর দিবস 

প্রতি বছর ১০ ডিসেম্বর তারিখে মূল্য সংযোজন কর দিবস পালন করা হয়। মূল্য সংযোজন করে এর সংক্ষিপ্ত রূপ হল মূসক। এর ইংরেজি রূপ হল Value Added Tax (VAT).

 

মূল্য সংযোজন কর হল স্ব নির্ধারণী পরোক্ষ কর। সরবরাহকৃত পণ্য বা সেবার উপর প্রদেয় করের বিপরীতে উপকরণ কর সমন্বয় পূর্বক আরোপিত করে ওই পণ্য বা সেবার মূল্য  সংযোজন কর।

 

মূল্য সংযোজন হচ্ছে উৎপাদক বা আমদানি কারক বা বিক্রেতা উৎপাদন মূল্য, আমদানি মূল্য বা ক্রয় মূল্যের সাথে যে মূল্য যুক্ত করে বিক্রি করে তাকে বোঝায়। এবং সংযোজিত মূল্যের উপর যে কর প্রদান করা হয় তাকে মূল্য সংযোজন কর বলে।

 

অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ এবং রাজস্বের ব্যাপক বৃদ্ধির জন্য ১৯৯১ সালের ৯ জুলাই বাংলাদেশের ভ্যাট বিল জাতীয় সংসদে পাস করা হয়। যা ১লা জুলাই ১৯৯১ তারিখ থেকে কার্যকর করা হয়।

 

১৯৯১ সালের ভ্যাট আইন কে আর ও যুগ উপযোগী করার লক্ষ্যে “মূল্য সংযোজন কর আইন, ২০১২” এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ প্রবর্তন করা হয়।

 

জাতীয় কর দিবস ২০২৪

প্রতিবছর ৩০ অক্টোবর তারিখ থেকে জাতীয়করণ দিবস ঘোষণার প্রস্তাবকরা হয়েছে। জুন মাসের ২ তারিখ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-২০১৭ বাজেট বক্তব্যে জাতীয় সংসদে এ ঘোষণার কথা জানান।

 

৩০ অক্টোবর সরকারি ছুটির দিন হলে তারপর ভর্তি কার্য দিবসে এ দিবস পালিত হবে। অর্থমন্ত্রী মনে করেন, দেশের সংস্কৃতিতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসতে পারবে এই কর দিবস।

 

বর্তমানে ৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়ে থাকে। বিশ্ব আয়কর দিবস পালিত হয়ে থাকে সারা বিশ্বে।

আরও পড়তে ভিজিট করুনঃ 

করঘাত ও করপাত কি || কর ও ফি কি

 

শেষ কথা 

আয়কর কি ও আয়কর দিবস কবে নিশ্চয়ই আপনারা সঠিক ধারণা পেয়ে গেছেন। আয়কর আইনের আওতায় আয় বলে গণ্য মোট আয় এর উপর কোন রূপ প্রত্যক্ষ সুবিধা আশা না করে বাধ্যতামূলক সরকারকে যে অর্থ প্রদান করা হয় তাকে আয়কর বলে।

 

এখান থেকে আপনি আরো জানতে পেরেছেন জাতীয় আয়কর দিবস, বিশ্ব আয়কর দিবস, মূল্য সংযোজন কর দিবস ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে। আশা করি এখান থেকে আপনি প্রয়োজনীয় তথ্য পেয়ে উপকৃত হতে পারবেন। 

 

পোস্টটি ভালো লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন।  আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ।। ধন্যবাদ।।