Literature (সাহিত্য)
সাহিত্য
সাহিত্য বলতে সাধারণত কোন লিখিত বিষয়বস্তুকে বোঝানো হয়। সাহিত্য শিল্পের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। সাহিত্য হলো এমন কোন লেখনি যেখানে শিল্পের বা বুদ্ধিমত্তার আঁচ পাওয়া যায়। এই লেখনি বিশেষ কোনো প্রকারের সাধারণ লিখনী থেকে আলাদা হয়ে থাকে।
আসল কথা হলো, ইন্দ্রিয় দ্বারা জাগতিক বা মহাজাগতিক চিন্তা চেতনা, আবেগ অনুভূতি সৌন্দর্য ও শিল্পের লিখিত বা লেখক এর বাস্তব জীবনের অনুভূতি হল সাহিত্য। সাহিত্যকে তার ধরন অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায় । এরমধ্যে একটি হলো গদ্য এবং আরেকটি হলো পদ্য।
সাহিত্য হলো ব্যাপক ও বিচিত্র একটি ধারণা। সাহিত্যের স্বরূপের বহুমুখীতা এর বৈশিষ্ট্য নির্ণয়ের ক্ষেত্রে কিছুটা জটিলতার সৃষ্টি করেছে। পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষই একে অপরের থেকে অনুভূতি, চিন্তা, ও কল্পনা শক্তির বিচারে আলাদা হয়ে থাকে। চিন্তাশক্তি, অনুভূতি সংবেদন ও কল্পনাচারিতায় সাধারণ মানুষ অপেক্ষা সাহিত্যিকগণ অনেক বেশি অগ্রসর।
সাহিত্যিকদের বলা হয়ে থাকে সমাজের অগ্রসর চেতনার প্রতিভু। অধীত জ্ঞান, অতীত স্মৃতি, বাস্তব অভিজ্ঞতা এবং সমকালীন জীবন থেকে উপকরণ আহরিত হলেও একজন সাহিত্যিকের লক্ষ্য থাকে ভবিষ্যৎ কে স্পর্শ করা। মানুষের নিজেদের মনের কথা প্রকাশ আকাঙ্ক্ষা মানুষের মৌলিক প্রবণতা গুলোর মধ্যে অন্যতম।
এই প্রবণতা গুলো মানুষকে সামাজিক জীব হতে সহায়তা করে আসছে। এজন্য একজন সাহিত্যিক তার অন্তর্গত ভাব প্রকাশের ইচ্ছা সাহিত্যের মাধ্যমে প্রকাশ করে থাকেন।
গদ্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকে গল্প, উপন্যাস, প্রবন্ধ, নিবন্ধ ইত্যাদি। অপরদিকে পদ্যের মধ্যে ছড়া, কবিতা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। গদ্য ও পদ্য ছাড়াও নাটককে অনেকে আলাদা প্রধান শাখা হিসেবে অন্তর্ভুক্ত করেন। নাটকের মধ্যে অন্তর্ভুক্ত থাকে নাটিকা, মঞ্চনাটক ইত্যাদি।
সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিষয়বস্তু হয় মানুষের বহুধাবিস্তৃত জীবন। সাহিত্যের বিষয়বস্তু (content )ও আঙ্গিক (form) পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এজন্য আঙ্গিক সৃষ্টিতে ব্যর্থ হলে সেই সাহিত্য দীর্ঘস্থায়ী হতে পারেনা। কবিতার মাধ্যমে মানুষের আবেগ কল্পনা অনুভূতির সূক্ষ্মতার বিন্যাস নিহিত করা হয়।
নাটকে দেখা যায় যে অভিনেতা, নাট্যকার, মঞ্চ ও দর্শক একটা সময় শিল্পক্ষেত্র রচনা করে। গল্প এবং উপন্যাস সাহিত্যের সকল ক্ষেত্রের স্বভাব নিয়ে জীবনকে ব্যাপক ও গভীর রূপে উন্মোচন করতে পারে।
আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কগুলোতে
স্ট্যাটাস, শুভেচ্ছা, বিড়াল, উক্তি, ইসলামিক, Review, How to earn money, bangla caption