স্ত্রীকে খুশি করার মেসেজ — দাম্পত্য জীবনে আবদ্ধ প্রত্যেক স্বামী চায় তার স্ত্রীকে খুশি রাখতে। এজন্য সে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে থাকে। আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য মেসেজ অথবা তার জন্য ভালোবাসার SMS পাঠাতে পারেন। এই পৃথিবীতে একজন পুরুষের জীবন সঙ্গিনী হিসেবে তাদের স্ত্রীর ভূমিকা অপরিসীম। স্ত্রী তার স্বামীকে সকল বিপদে সহযোগিতা করে থাকে। স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো সবচেয়ে পবিত্র এবং মধুর সম্পর্ক।
একজন স্বামীর তার স্ত্রীর প্রতি অনেক দায়িত্ব থাকে। তার মধ্যে প্রধান দায়িত্ব হলো স্ত্রীকে খুশি রাখা। আপনি বিভিন্ন ধরনের মেসেজ দিয়ে আপনার স্ত্রীকে খুশি রাখতে চাইলে আমাদের এই পোস্টটি পুরোটাই পড়তে পারেন।
আজকের এই পোস্টটি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু মেসেজ উল্লেখ করা হলো। এই মেসেজগুলো দিয়ে আপনি আপনার স্ত্রীকে খুব সহজেই খুশি করতে পারবেন।
স্ত্রীকে খুশি করার মেসেজ
স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভালোবাসা থাকবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। পৃথিবীর সমস্ত স্বামী তাদের স্ত্রীদেরকে ভালোবাসেন। এজন্য স্ত্রীকে খুশি করার মেসেজ দিয়ে যারা তাদের স্ত্রীকে খুশি করতে চান তারা আজকের এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
কারণ এখানে আপনি আপনার পছন্দমত কিছু মেসেজ পেয়ে যাবেন যার দ্বারা আপনি আপনার স্ত্রীর কাছে নিজের ভালোবাসা সুন্দরভাবে প্রকাশ করতে পারবেন। করে আপনার স্ত্রী খুশি হয়ে যাবে।
✓✓ তুমি হলে আমার আকাশ ভরা তারা, তোমার চাঁদ মুখটি দেখলে আমি হয়ে যাই দিশেহারা।
✓✓ মনে পড়ে যখন তোমার কথা কষ্ট লাগে খুব, তখন শুধু মন দেখতে চাই তোমার ওই চাঁদ মুখ।
✓✓ তুমি হলে আমার ফুলবাগানের সেরা গোলাপ ফুল, তুমি ছাড়া আমার তুমি বেঁচে থাকার কুল।
✓✓ কত ভালোবাসি তোমায় জেনে রেখো তবে, তুমি ছাড়া এই পৃথিবীতে প্রিয় কেউ নেই আমার জানবে।
✓✓ সকালে উঠিয়া আমি মনে মনে ভাবি, সারাদিন আমি যেন শুধু তোমাকেই দেখি।
✓✓ সমস্ত কাজের মাঝে আমি শুধু তোমাকেই ভাবি, তুমি হলে আমার সুখের তালার একমাত্র চাবি।
✓✓ তুমি আমার জীবন সাথী কখনো যেওনা ছেড়ে, তুমি তো আমার সব সুখ কখনো নিও না কেড়ে।
✓✓ তুমি যে আমার মনের মানুষ শুধু মনের মাঝেই থেকো, মনের মধ্যে থেকে তুমি আমায় শুধু দেখো
বউয়ের মন ভালো করার মেসেজ
আপনার স্ত্রী যদি কোন কারনে মন খারাপ করে থাকে, তাহলে তোর মন ভালো করার জন্য তাকে সুন্দর সুন্দর মেসেজ করতে পারেন। এসএমএস এর মাধ্যমে আপনি আপনার ভালোবাসা প্রকাশ করতে পারেন।
স্ত্রীকে খুশি করার মেসেজ পাঠাতে চাইলে আপনি আমাদের এই পোস্টে আপনার পছন্দ মত মেসেজ পেয়ে যাবেন। এজন্য মেসেজ গুলো সংগ্রহ করুন এবং স্ত্রীকে আপনার ভালোবাসার কথা গুলো জানন।
✓✓ আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন তোমাকে ভালবেসে যাবো।
✓✓ তুমি আমার জীবনসঙ্গী। তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু।
✓✓ তুমি হলে এমন কেউ যেন আমার হৃদয়ের সর্বদা প্রয়োজন ছিল, তুমি আর আমি একসাথে বাড়িতে দুইটা আত্মা এক হিসাবে থাকতে চাই।
✓✓ তোমার খুশি আমার জীবনের সুখের কারণ।
✓✓ তোমাকে একটু আমার বাহুতে ধরে রাখার যে ভালো অনুভূতি আর কিছু নেই
✓✓ সবচেয়ে উত্তম ভালোবাসা হলো সেই ধরনের ভালোবাসা যা আত্মাকে জাগ্রত করে। এই ভালোবাসা আমাদের আরো বেশি কিছুর জন্য পৌছায়, আমাদের হৃদয়ে আগুন লাগায় এবং আমাদের হৃদয়ের শান্তি এনে দেয়।
✓✓ আমার কাছে সবকিছুর মানে হল তোমার সুখ।
✓✓ তোমার ভালোবাসার জন্য আমার পুরো জীবন আনন্দ বদলে গেছে।
✓✓ তুমি আমার জীবনে আসার আগে আমার জীবন পুরোপুরি অগোছালো ছিল।
আরও পড়তে নিচের লিঙ্কে ভিজিট করুনঃ
বন্ধুর বিবাহ বার্ষিকী ফেসবুক স্ট্যাটাস||Anniversary wishes for friend
স্ত্রীকে খুশি করার মেসেজ ও বউকে খুশি করার কথা
স্ত্রীকে খুশি করার মেসেজ গুলো পড়ার সাথে সাথে আপনি পড়ে নিতে পারেন বউকে খুশি করার কথা। কথাগুলো পড়ে থাকলে আপনি আপনার বউকে যে কোন মুহূর্তে খুশি করে দিতে পারেন।
✓✓ তোমার জন্য আমার ভালোবাসার কোন সীমানা যায় না। তোমার জন্য আমার ভালোবাসা চিরকালের স্থায়ী হবে এবং তা কখনো বিবর্ণ হবে না।
✓✓ রাতে যখনই আমি চোখ বন্ধ করি তখনই আবার জেগে ওঠার জন্য অপেক্ষা করতে থাকি। চোখ বন্ধ করলে তো আমি তোমাকে দেখতে পাই না। স্বপ্নের মধ্যে ও তোমাকে দেখতে চাই আমি।
✓✓ তোমার মুখের মিষ্টি মধুর হাসি আমার জীবনের সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়।
✓✓ তুমি হলে আমার অক্সিজেন যার মাধ্যমে নিঃশ্বাস নেই।
✓✓ আমি তোমাকে কতটা ভালবাসি তা জানার জন্য শুভ সকাল।
✓✓ আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা শুধু মাত্র তোমার জন্য।
✓✓ তোমাকে খুব ভালোবাসি। কখনো ছেড়ে চলে যেও না যেন।
✓✓ ভালোবাসি তোমাকে এত বেশি যা বলে শেষ করা যাবে না।
✓✓ এটি হলো আমি কৌতুক হলে চিন্তা, এখন আপনি লোকদের কে হাসতে দেখেন, তখন আপনি বুঝে যাবেন যে আপনি তাদের কতটা ভালোবাসেন।
✓✓ আমার হৃদয়ের সমস্ত জায়গা শুধু তোমার জন্য।
বউকে খুশি করার স্ট্যাটাস
স্ত্রীকে খুশি করার মেসেজ এর সাথে সাথে এখানে আপনাদের জন্য খুশি করার স্ট্যাটাস দেওয়া হলো।
✓✓ বিয়ের এত বছর পরেও আমাদের ভালোবাসা এখনো এমন আছে যা অন্য সবাইকে ঈর্ষান্বিত করে। আমার জীবনের ভালবাসার সাথে চিরকালের জন্য তোমার সাথে থাকতে চাই।
✓✓ তোমাকে ছাড়া আমি হয়তো হারিয়েই যেতাম।
✓✓ সত্যি কারের ভালোবাসার গল্পের কখনো শেষ হয় না।
✓✓ আমি তোমার সাথে একটু পরিবর্তন করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।
✓✓ তোমার প্রতি আমার যে অগাশ ভালোবাসা রয়েছে তার পরিমাপ করা অসম্ভব।
✓✓ আমি হয়তো তোমাকে কখনো বলিনি যে আমি তোমাকে ভালোবাসি। শুনে নাও আমি তোমাকে অনেক ভালোবাসি আর তুমি হলে আমার জীবন।
✓✓ তোমাকে প্রথম দিন দেখার মুহূর্ত থেকেই তোমাকে ভালোবাসি আমি।
✓✓ আমি তোমাকে হয়তো এখন বেশি ভালবাসতে পারিনি, তবে আমি আগামীকাল থেকে অবশ্যই বেশি ভালোবাসবো।
আরও পড়তে নিচের লিঙ্কে ভিজিট করুনঃ
১ম বিবাহ বার্ষিকী স্ট্যাটাস বাংলা ও ইংরেজী
বউকে খুশি করার চিঠি
স্ত্রীকে লেখা রিচার্ড ফাইনম্যানের এর একটি চিঠি জন্য দেওয়া হলো। আশা করি চিঠিটি পড়ার পর আপনিও আপনার স্ত্রীকে একটি সুন্দর চিঠি লিখবেন। এবং আপনার স্ত্রীকে খুশি করার মেসেজ দিবেন।
তাই আর দেরি না করে রিচার্ড ফাইনম্যানের লিখা চিঠিটা পড়ে নিন।
প্রিয় আর্লাইন,
আমার প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য অনেকখানি আদর,
আমি জানি তুমি এই কথাটা শুনতে কতটা ভালোবাসো- কেবল তুমি শুনতে ভালোবাসো বলেই আমি এটা লিখছি তা কিন্তু নয় – আমি লিখছি কারণ তোমাকে এই কথা কটা বলতে গিয়ে প্রত্যেকবার আমি বুকের মধ্যে অদ্ভুত এক উষ্ণতা অনুভব করি।
শেষবার তোমায় চিঠি লিখেছিলাম – তাও প্রায় দুই বছর আগে। জানি আমায় ক্ষমা করে দেবে তুমি কারণ তুমি তো জানো, আমি মানুষটাকে কেমন একগুঁয়ে, বাস্তববাদী। আসলে আমি ভেবেছিলাম তোমাকে চিঠি লেখার আদৌ কোন যৌক্তিকতা নেই।
কিন্তু আজ বুঝতে পেরেছি প্রিয় তোমার যা করে উঠতে পারিনি এখনো, যা করতে দেরি করেছি তা এখনো করা যায় এবং এটা আমি আগেও বহুবার করেছি। আমি তোমায় বলতে চাই – আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে ভালবাসতে চাই। আমি চিরকাল এভাবেই তোমাকে ভালবেসে যেতে চাই।
আমি নিজেকে অনেক কষ্টে বোঝাতে চেষ্টা করছি মৃত্যুর পরে তোমাকে ভালোবাসার অর্থ কি – কিন্তু বিশ্বাস করো আমি এখন তোমার যত্ন নিতে চাই, তোমাকে দু-দন্ড শান্তি দিতে চাই। আমি প্রবল কোন সমস্যাই করতে চাই জানিনা তোমার সাথে আলোচনা করতে পারি – তোমার সাথে ছোট হলেও কোন একটা প্রকল্প প্রস্তুতিতে মেতে উঠতে চাই। আমি অবশ্য ভাবিনি কখনো আমরা একসাথে আবার আগের মত কাজ শুরু করতে পারি।
আচ্ছা দুজনে কি কাজ করা যায় বলোতো? আমরা তো একসাথে প্রসাদ তৈরি শিখতে পারি বা ধরো একসাথে চাইনিজ শিখতে পারি কিংবা প্রযুক্তরের কোন সিনেমা ও দেখতে পারি! এখন কি আর নতুন করে কিছুই শুরু করতে পারি না বলো? না । না পারি না। বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া আমি সম্পূর্ণ একা। তুমিই তো আমার সমস্ত ভাবনা চিন্তার উৎস। আমাদের সমস্ত রোমাঞ্চকর যে তুমি তার এক এবং অবিচল অনুপ্রেরণাদাত্রী ছিলে।
স্ত্রীকে খুশি করার মেসেজ
তুমি যখন অসুস্থ ছিলে আমার মনে আছে তুমি খুব চিন্তিত হয়ে পড়েছিলে এই ভেবে যে অনুপ্রেরণা তুমি আমাকে এতদিন দিয়ে আসতে তা এখন দিতে পারছ না। তোমার এই অহেতুক দুশ্চিন্তার কোন যৌক্তিকতাই আমি খুঁজে পাইনি কারণ তোমার আমার মধ্যে এক অনন্ত অকৃত্রিম প্রেম রয়েছে।
আমি বিশ্বাস করে এসেছি চিরকাল তোমার প্রতি আমার অন্তরের অনুভূতি প্রকাশের অজস্র মাধ্যম রয়েছে। এই মুহূর্তে এটা আরো স্পষ্ট হয়ে উঠেছে – তুমি আমায় এখন আর কিছুই দিতে পারবে না এটা জেনেও আমি তোমাকে ভালোবেসে চলেছি যাতে আমি অন্য কারো প্রতি অনুরক্ত না হয়ে পড়ি। আমি তোমাকে ভালবেসে ফেলেছি কারণ আমি চাই আমার মন বিপথগামী হওয়ার আগে তুমি সেই রাস্তা জুড়ে দাঁড়িয়ে থাকো। তুমি নেই আজ, কিন্তু জীবনের চেয়েও বেশি প্রতিভাতা হয়ে আমার বুকের গভীরে তুমি বিরাজ করছ আর্লাইন।
আমি জানি, আমি জানি তুমি আমাকে বোকা বলবে, বলবে তুমি চাও আমি যেন সুখী থাকি, বলবে তুমি আর আমার জীবন প্রবাহে বাধা হয়ে দাঁড়াতে চাও না। আমি বাজি রেখে বলতে পারি তোমার না থাকার 2 বছর বাদেও আমার কোন বান্ধবী (একমাত্র তুমি) নেই এই কথাটা তুমি বিশ্বাস করবে না। কি করবো বলো, এটা না তোমার হাতে আছে না আমার হাতে – আমি নিজেও জানিনা কেন আমি এখনো কাউকে ভালবেসে উঠতে পারলাম না।
জীবনে অনেক নারীর সাথে আলাপ হয়েছে – প্রকৃত অর্থে তারা অনন্যা আর এটাও সত্যি আমি জীবনে প্রতি বাঁচতে চাই না। কিন্তু দু তিনটে সাক্ষাতে তাদের প্রতি আমার সমস্ত উন্মাদনা স্থিমিত হয়ে গেছে। রয়ে গেলে কেবল তুমি … আমার মন জুড়ে আমার হৃদয় জুড়ে আমার সমস্ত সত্তা জুড়ে আদি ও অকৃত্রিমভাবে। আমার আদরের স্ত্রী, তোমার জন্য অনেক অনেক আদর রইল।
আরও পড়তে নিচের লিঙ্কে ভিজিট করুনঃ
অবাক করা ফেসবুক স্ট্যাটাস দিতে বেছে নিন আধুনিক স্ট্যাটাস
শেষ কথা
স্ত্রীকে খুশি করার মেসেজ ও স্ত্রীকে লেখা চিঠি এগুলো নিয়ে লেখা হয়েছে আমাদের আজকের এই পোস্ট। আশা করি আপনাদের আজকের এই পোস্টটি খুবই ভালো লেগেছে। নিজের স্ত্রীকে কে বা না খুশি করতে চায়। যারা স্ত্রীকে খুশি করার জন্য ফেসবুক স্ট্যাটাস অথবা মেসেজ দিতে চান তারা আমাদের এই পোস্টটি থেকে উপকৃত হবেন।
আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে আপনার মনের কথা মেসেজের মাধ্যমে জানান এবং তার মন আনন্দে ভরে তুলন। দাম্পত্য জীবনে সুখের সময় কাটান এই আশা করি।
আজকের এই পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন।