Bangla caption হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে আসছি বাংলা ক্যাপশন। Bangla caption গুলোকে আপনি আপনার প্রিয় বন্ধু বান্ধবী প্রেমিক-প্রেমিকা এবং আত্মীয়-স্বজনের উদ্দেশ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট হিসেবে দিতে পারেন।
Bangla caption হ্যাঁ বন্ধুরা বাংলা ক্যাপশন গুলোকে আপনি এসএমএস করেও পাঠাতে পারেন আপনার প্রিয় বন্ধু বান্ধবীকে।
প্রিয় বন্ধুরা এখন মানুষ আর কষ্ট করে নিজে লিখতে চাই না। আর নিজে লিখতে না চাওয়া কে আরও সহজ করে দিয়েছে গুগল। তাই এখন সবাই গুগলে সার্চ দিয়ে থাকেন bangla caption সহ যার যা মনে চাই।
আর তাই আপনাদের কথা বিবেচনায় নিয়ে আজকের পোস্টটি আপনাদের জন্য best Bangla caption এবং রোমান্টিক ও স্টাইলিশ ক্যাপশন শেয়ার করব।
অনেক সময় দেখা যায় পছন্দের Bangla caption খুঁজে পাওয়া যায় না। তাই আমরা বিভিন্ন রিসোর্স থেকে ক্যাপশন গুলো খুঁজে একত্রিত করেছি। আশা করছি সম্পূর্ণ পোস্টটি পড়লে আপনি আপনার পছন্দের Bangla caption গুলো খুঁজে পাবেন।
Best Bangla caption
১.আমরা আমাদের প্রিয়জনদের মাঝে একটি অভ্যাস খুব ভালোই দেখতে পাই। আর তা হল মুখের উপর সত্যি কথা বলার মানুষগুলোই আসলে সবার অপ্রিয় হয়।
We see a habit very well in our loved ones. And that is that people who speak the truth on their faces are actually disliked by everyone.
২. তুমি এমন কিছু চেয়ে বসেছো যা তোমার কখনোই ছিল না। কিন্তু এটা পাওয়ার জন্য তুমি এমন কিছু করছো না যা তুমি কখনোই করনি।
You are looking for something you never had. But to get it you’re not doing something you’ve never done.
৩. চাইলে পটিয়ে নিতে পারো। আমি কিছু বলবো না।
৪. আমি সেই পৃথিবীকে ঘৃণা করি। যে পৃথিবীর মানুষ প্রতিনিয়ত তার স্বার্থের জন্য রং পাল্টাই।
I hate that world. The people of the world constantly change colors for their interests.
৫. প্রতিদিনের সূর্য ডোবার মতো যে মানুষগুলো হারিয়ে যায় ।তাকে যত্ন করে বুকের মধ্যে আগলে রাখতে নেই।
The people who disappear like the daily sunset, cannot be kept in the chest with care.
৬. তোমাকে নিজে নিজেই হাসতে শিখতে হবে। কিন্তু কান্না ? কান্না, তোমাকে সবাই শিখিয়ে দিবে।
You have to learn to laugh at yourself. But crying? Everyone will teach you to cry.
৭. অন্যের জন্য নিজেকে পরিবর্তন করার কোনই প্রয়োজন নেই। যে পছন্দ করবে, সে না হয় একটু খাপ খেয়ে নিবে।
There is no need to change yourself for others. Whoever chooses, he will eat a little.
৮. কারো জন্য নয় নিজের জন্যই পারফেক্ট হও।
Be perfect not for anyone else but for yourself.
৯. সব অনুভূতি হয় না প্রকাশিত। থাক না কিছুটা ব্যক্তিগত।
Not all feelings are expressed. Don’t be a bit personal.
১০. ছেলে হওয়া অতটা সহজ নয়। কারণ এখানে আছে ডিপ্রেশন, ফ্যামিলি প্রবলেম, ক্যারিয়ার সবকিছু মাথায় নিয়েও হাসিমুখে বলতে হয় আমি ভালো আছি।
Being a boy is not that easy. Because there is depression, family problems, career, I have to say with a smile that I am fine.
১১. আমাকে বুঝতে হলে বুদ্ধিমত্তা নয়। তোমার বুদ্ধিতে আমাকে বোঝ সম্ভব না। তাই আমাকে বুঝতে হলে ভালবাসার প্রয়োজন।
You don’t have the intelligence to understand me, understand me with your intelligence. So love is needed.
১২.অভিমান ভোলা সম্ভব হলেও, অপমান কখনোই ভোলা যায় না।
While an insult can be forgotten, an insult can never be forgoatten.
১৩.যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয়, তবে চুপ থেকে তাকে খুশি করে দাও।
If someone doesn’t like what you’re talking about, please keep quiet.
১৪. সৌন্দর্যের কোন সংজ্ঞা হয় না। মানুষ যে বর্ণেরই হোক না কেন সে তার সেই বর্ণেই সুন্দর।
Beauty has no definition. No matter what color a person is, he is beautiful in that color.
১৫. পাঁচটা মিনিট কাটতে চাইতো না। কিন্তু দেখুন কতটা বছর কেটে গেল।
I didn’t want to spend five minutes. But look how many years have passed.
১৬. সমাজে অনেক মানুষ আছে যারা হাসতে হাসতে বুকের ভেতর আকাশ সমান কষ্ট পুষে রাখে।
There are many people in society who smile and carry pain equal to the sky in their chest.
১৭. সারাটা জীবন শান্তি খুঁজে আসছি আর সারাটা জীবন দুঃখ আমায় খুঁজে।
All my life I have been looking for peace and all my life sorrow has been looking for me.
১৮. যে সম্পর্ক নিবিড় হবে না সে সম্পর্কের মধ্যে কোন জিজ্ঞাসা থাকে না।
A relationship that is not intimate has no questions.
১৯. তোমার ওই ঠোঁটের কোণের তিল। আমার বুকের মাঝে ছুঁয়েছে ঢিল।
Mole on the corner of your lips. The rock touched my chest.
২০. আকাশ ভাঙ্গা মেঘ শরতের কাজ তোমার যোগ্যতার গোধূলির রংতুল
The sky is broken, the clouds of autumn are the twilight hues of your merit
আরও পড়ুনঃ
কষ্টের স্ট্যাটাস: আমাদের জীবনে দুঃখের সাথে সম্পর্ক ও সম্ভাবনা
Bangla caption for Facebook
প্রিয় বন্ধুরা আপনি কি ফেসবুক ইনস্টাগ্রাম অথবা বন্ধু বান্ধবীকে Bangla caption for Facebook ক্যাপশনগুলো পাঠাতে চান? আপনি কি ইন্টারনেট ব্যবহার করে গুগলে Bangla caption for Facebook কথাটি লিখে সার্চ দিয়ে থাকেন? আপনি কি মন মত ক্যাপশন পাচ্ছেন না?
তাহলে আর দেরি না করে আমাদের লেখা আর্টিকেলটি পড়ুন। হয়তো এখানে আপনি পেয়ে যেতে পারেন আপনার মনের মত Bangla caption for Facebook ক্যাপশনগুলো।
এই Bangla caption গুলো আপনি ছবির মধ্যেও ব্যবহার করতে পারবেন। Bangla caption গুলো ছবির মধ্যে ব্যবহার করলে সবার নজরে আসবে এবং লাইক কমেন্ট বেশি পাবেন।
১. মানুষ প্রায় প্রতিনিয়তই কথা আর শব্দের ভুল ধরে। তাই চুপ থাকা অনেক ভালো।
People almost always get words and words wrong. So it is better to keep quiet.
২. মানুষ কিছুটা সাগরের মতই। যাকে তুমি দেখে তার গভীরতা প্রমাণ করতে পারবে না।
Humans are somewhat like the ocean. You cannot prove the depth of what you see.
৩. তোমাকে ডুবিয়ে দেওয়ার মত অনেকেই পাবে। কিন্তু সাঁতার শিখিয়ে দেওয়ার কত কাউকে খুঁজে পাবেনা।
There will be many to drown you. But you won’t find anyone to teach you how to swim.
৪. আমি হারিয়ে গিয়ে এটা প্রমাণ করতে সক্ষম হয়েছি । এই পৃথিবীতে আমাকে খুঁজে নেওয়ার মতো কেউ নাই,।
I was able to prove it by getting lost. There is no one in this world to find me.
৫. আমি তো আর তবলা নই। যে সবার সাথে তাল মিলিয়ে চলবো।
I’m not a tabla anymore. I will keep up with everyone.
৬. একটা কথা মনে রেখো। তোমার ভেতরে জমে থাকা অভিমানগুলো অনেক গভীর দূরত্বের সৃষ্টি করবে।
Remember one thing. The resentments that accumulate inside you will create a very deep distance.
৭. স্বার্থহীনভাবে যারা এই পৃথিবীতে কাউকে ভালবেসেছিল। তুমি চাইলে খুঁজে দেখতে পারো। তারা আজকে ভালো নেই।
Selflessly who loved someone in this world. You can find it if you want. They are not well today.
৮. আমি তোমাকে সারা জীবনের জন্যই চাই। কখনো ক্ষণিকের জন্য চাইনি।
I want you for the rest of my life. Never wanted for a moment.
৯. যে মন থেকে ভালবাসতে পারে। সে অপেক্ষাও করতে পারে।
Who can love from the heart. He can wait.
১০. আমি বিশ্বাস করি ভালোবাসায়। অপরদিকে তুমি বিশ্বাস করো প্রেম।
I believe in love. On the other hand, you believe in love.
১১. সফলতা কখনো এমনিতেই হাতে ধরা দেয় না। সফলতার পেছনে থাকে কঠোর পরিশ্রম, সহ্য শক্তি মেধা এবং ত্যাগ।
Success is never a given. Behind success lies hard work, perseverance, talent and sacrifice.
১২. তোমার প্রোফাইল পিকচারে যদি হা হা রিয়েক্ট না থাকে তাহলে বুঝবে তোমার কোন বন্ধু নাই।
If your profile picture doesn’t have haha react then you don’t have any friends.
১৩. প্রেমের নামে গাঁজাখোর বানিয়ে দেওয়ার নামই এই যুগের ভালোবাসা।
Making cannabis in the name of love is the name of the love of this era.
১৪. হারিয়ে যাওয়াই ভালো । কারো কাছে অসহ্য হয়ে যাওয়ার চেয়ে।
It’s better to get lost. Rather than becoming intolerable to someone.
১৫. সম্পর্ক নষ্ট হবে এটাই স্বাভাবিক। অভিমানকে পুষে রাখলে যেমন দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখলে প্রতিটি সম্পর্ক স্থায়িত্ব পায়।
It is normal that the relationship will fail. Just like harboring pride creates distance. But every relationship can be sustained by looking at mistakes with forgiveness.
১৬. আপনজনের মূল্য তখনই বুঝবে। তৃষ্ণার্ত অবস্থায় যেমন জলের মূল্য বোঝা যায়।
You will understand your value only then. The value of water is understood as in the state of thirst.
১৭. তুমি যাকে চেয়েছো সেটা যদি পেয়ে যাও সেটা হল ভাগ্য।
If you get what you want, that’s luck.
১৮. অনেক মানুষ থাকে কিন্তু মন থাকে না।
১৯. যারা আমার বাবা, মাকে কষ্ট দেয়। তাদের প্রতি আমার কোন সম্মান নেই।
Those who hurt my father, and mother. I have no respect for them.
২০. কেউ আপনার খারাপ দিকগুলো তুলে ধরবে অন্যের কাছে আর কেউ এগুলো তোয়াক্কা না করে ভালোবেসে যাবে।
Some will highlight your bad sides to others and some will ignore them and fall in love.
আরও পড়ুনঃ
বন্ধুত্বের সম্পর্ক: এক অমূল্য সম্পদ যা জীবনকে সুন্দর করে
Unique Bangla caption
আপনি হয়তো unique Bangla caption খুঁজছেন। আর সেই সুবাদেই আপনি আমাদের খুঁজে পেয়েছেন। এখানে রয়েছে অনেকগুলো unique Bangla caption। যেগুলোর মধ্যে থেকে আপনি আপনার পছন্দের বাংলা ক্যাপশন গুলো বেছে নিতে পারেন।
১. তোমার সফলতা তখনই দীর্ঘস্থায়ী হবে। যখন তুমি তোমার অতীত ভুলে না গিয়ে যারা তোমার দুঃখের সময় ছিল তাদের যথাযথ মূল্য দিবে।
Your success will last forever. When you don’t forget your past and give due value to those who were in your time of sorrow.
২. তুমি হাজার মাইল দূরে থাকলেও তোমার চেয়ে আমার হৃদয়ের কাছাকাছি আর কেউ নেই।
No one is closer to my heart than you even if you are thousands of miles away.
৩. পরিস্থিতি আমাকে শান্ত করে দিয়েছে। যদিও আগে অনেক চঞ্চল ছিলাম।
This situation claimed me down. Although I was very nervous before.
৪.যেটা চাইবে সেটাই পাবে এরকম ভাবাটাও একটা বোকামি। তোমাকে আগে এটা ভাবতে হবে যে এটা পৃথিবী। এখানে সব চাওয়া পূর্ণ হয় না।
It is also foolish to think that you will get what you want. You must first think that this is the world. Not all requests are fulfilled here.
৫. পরকালে যেহেতু হিসাব হবেই। তাই সবকিছুই দুনিয়ার জন্যই করো না। পরকালের জন্য কিছু করে রাখো।
Since the account will be in the hereafter. So don’t do everything for the world. Do something for the hereafter.
৬. পৃথিবীতে একটি নিখুত জীবন পাওয়া সম্ভব না। আর আমি নিখুত জীবনও চাই না। আমি শুধু চাই একটি সুখী জীবন।
Yeah perfect life is not possible on Earth. And I don’t want a perfect life either. I just want a happy life.
৭. মেনে নিলেই শান্তি আর মেনে না নিলেই অশান্ত।
৮. পৃথিবী আসলেই সুন্দর। যদি সুন্দর চোখ দিয়ে দেখো। ঠিক তেমনিভাবে জীবনটা অনেক সহজ যদি সহজ ভাবে নিতে পারো।
The world is really beautiful. Iflok with beautiful eyes. Similarly, life is much easier if you can take it easy.
৯. স্ত্রীর সাথে লড়াই করে কি লাভ? স্ত্রীকে আঘাত দিলেও নিজের কষ্ট আবার স্ত্রীর কাছ থেকে আঘাত পেলেও কষ্ট।
What is the point of fighting with his wife? If you hurt your wife, you will suffer from yourself, and if you are hurt by your wife, you will suffer.
১০. কাউকে দোষ দিয়ে লাভ কি। কারণ খারাপ মানুষ গুলো আপনাকে অভিজ্ঞতা দেবে। আর ভালো মানুষগুলো আপনাকে সুখ দিবে। আজ যারা খুবই খারাপ তারা আপনাকে শিক্ষা দেবে। আর কাছের মানুষগুলো স্মৃতিই দেবে।
What is the use of blaming someone? Because bad people will give you experience. And good people will make you happy. Today those who are very bad will teach you. And the close people will give memories.
১১. সব পাওয়ার যেমন তৃপ্তি নেই। সেরকম সব চাওয়ারও প্রাপ্তি নেই।
১২. তোমার সব কাজেই বরকত হবে যদি আল্লাহর নামে থেকে শুরু এবং আল্লাহর নামে শেষ করো।
১৩. আল্লাহ চাইলে যেকোনো সময় তোমার মুখের উন্মুক্ত করে দিতে পারে। তাই গোপনে কোন পাপ করে ভেবো না কেউ দেখে নাই।
১৪. চুপ থাকাটাই আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে।
১৫. বিকল্প আছেই। বিকল্প থাকবেই। আজ আর বিকল্প আসলেও আমি তোমাকেই চাই।
১৬. আর যত বড়ই হোক না কেন আল্লাহর রহমতের প্রতি ভরসা রাখো।
১৭. সবকিছুই নিজের জন্য না করে অন্তত কিছু তোমার সৃষ্টিকর্তার জন্য করো। আর এখান থেকেই তুমি তোমার উত্তম প্রতিদান পাবে।
১৮. কারো মন খারাপের সময় যদি তাকে হাসাতে পারো। তবে তুমি নিশ্চিত থাকো সে তোমাকে বিশ্বাস করবে।
১৯. নিজের জীবনকে অন্যের নিয়ন্ত্রণ থেকে বাঁচান। দেখবেন জীবন আপনাকে বাঁচিয়ে দেবে।
২০. যার কাছে ঘুম আনন্দময় সেই পৃথিবীর সুখী মানুষ। প্রতিদিনের ভালো ঘুম তোমাকে সুস্থ রাখতে পারে দিনের পর দিন।
আরও পড়ুনঃ
বন্ধু নিয়ে স্ট্যাটাস: আমাদের অবিচ্ছিন্ন সম্পর্কের গল্প
Bangla caption attitude
আমাদের ওয়েব পেজে আপনাকে স্বাগতম। Bangla caption attitude। এখানে আমরা বিভিন্ন সুর থেকে সংগ্রহ করে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু Bangla caption attitude. আশা করছি এগুলোর ভিতর থেকে আপনার পছন্দের Bangla caption খুজে পেয়ে যাবেন।
১. যেটা অন্য কারো সেদিকে আমি তাকাই না। আর যেটা আমার সেটা অন্য কারো হতে দেয় না। এই দুটো জিনিস আমি ছোটবেলা থেকেই ভাল মতোই মেন্টেন করে চলি।
২. আপনার ততক্ষণ পর্যন্তই ভদ্র থাকা উচিত। যতক্ষণ পর্যন্ত পাশের মানুষটিও ভদ্রতা দেখায়।
৩. অন্যের বিচার করার আগে নিজেকে একবার জাজমেন্ট করে দেখুন। নিজের বিচার যদি সঠিকভাবে করতে পারেন। তাহলে অন্যের বিচার করার ইচ্ছা কোনদিনও জাগবে না আপনার মনে।
৪. একটি পরিষ্কার মন বোঝার জন্য পরিষ্কার মনেরই প্রয়োজন।
৫. যারা অন্যকে নিয়ে সমালোচনা করে দেখবেন তারা নিজেকে নিয়ে কম ভাবে। তাইতো তাদের আমি পছন্দ করি যারা আমার সমালোচনা করে।
৬. তখনই ভুলটা বুঝতে পারি যখন আর কিছু করার থাকে না।
৭. আমি কখনোই তোমাকে ব্যথা দেবো না। আমি তোমাকে দেখিয়ে দেবো তুমি কাকে হারিয়েছো।
৮. যেদিন আসল এবং নকলের অর্থ বুঝতে পেরেছি। ঠিক সেদিনই আমার প্রিয় জন ভেবেছে আমি বদলে গেছি।
৯. আফসোস আমার একটাই। মুচকি হাসির মাঝে যে লুকানো বেদনা তা কেউ কখনো আর দেখবে না।
১০. অন্যের উপর অপবাদ দেওয়ার আগে ই নিজের অন্দরমহলে হিসাবটা খুলে দেখুন।
১১. নিজের অন্দরমহলের সৌন্দর্যতা নিজেকে আরও সুন্দর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১২. আমার অনেক বন্ধু আছে যারা বলে আমি অনেক ভালো। আবার অনেক বন্ধু আছে যারা বলে আমি অনেক খারাপ। আসলে যার মানসিকতা যেমন সে তেমনই ভাববে।
১৩. লোক দেখানো ভদ্রতার থেকে স্পষ্টবাদী অবাধ্য হওয়া অনেক শ্রেয়।
১৪. আমি তোমার দুষ্টুমি সহ্য করব কিন্তু শয়তানি সহ্য করা আমার পক্ষে সম্ভব না।
১৫. তুমিও বোঝো আমিও বুঝি আবার বুঝেও কেউ বুঝিনা। আমিও বলি তুমিও বলো তবে সোজাসুজি না।
১৬. স্বপ্ন ছিল জীবনে অনেক কিছুই করব কিন্তু জানা ছিল না প্রেম নামক একটা ধ্বংস নীলার চ্যাপ্টার যুক্ত হয়েসে সিলেবাসে।
১৭. পিছনে গালি আর সামনে কালী এটা আমার অভ্যাস না যা বলার সামনাসামনি বলে দেই।
১৮. আমি জানি তুমি আমাকে ভালবাসতে জন্যেই বাগানে প্রতিদিনই ফুল তুলতে আসতে।
১৯. অন্ধকার যতই ঘন হোক না কেন সামান্য একটু আলোর সংস্পর্শে আসলেই তা বিলীন হয়ে যায়। এটাই আলোর শক্তি।
২০. আমি ভালো আছি এটাই তার ধারণা। তাই আমি কখনো চেষ্টাও করিনি এই ভুল ধারণাটা ধারণাটা ভেঙ্গে দেওয়ার।
আরও পড়ুনঃ
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস যা আপনাকে করে তোলে আরও স্মার্ট
Facebook Status Bangla ||ফেসবুক স্ট্যাটাস বাংলা
Romantic Bangla caption
রোমান্টিক বাংলা ক্যাপশনে আপনাকে স্বাগতম। বাংলা ভাষায় romantic Bangla caption বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি যদি আপনার কষ্টের বোঝা কিছু কমাতে চান তাহলে পড়ে দেখতে পারেন আমাদের রোমান্টিক বাংলা ক্যাপশন নামক আর্টিকেল টি।
১. আমি তোমার হাত শক্ত করে চাই কারণ আমি তোমার প্রেমে পড়ে গেছি।
২. কিছু পাই আর না পাই। তোমার সাথে থাকা, তোমার সাথে কথা বলা তোমার সাথে হাটা এটাই আমার সবচেয়ে বড় সুখ।
৩. আমি তোমার সাথে থাকতে পেরেছি তোমার প্রেমের স্বাদ নিতে পেরেছি এটাই তো মধুর ।
৪. বুঝেছ কি প্রিয়া, তুমি আমার জীবনের আনন্দ ও উৎসাহের উৎস।
৫. একটি প্রেম একটি প্রেমের কাহিনী গড়ে তুলেছে তোমার আমার মাঝে।
৬. তুমি আমার প্রেমের প্রতি কেননা তোমার সাথে আমার জীবন পূর্ণতা পেয়েছে।
৭. বিশ্বাস করি তোমার প্রতি আমার ভালোবাসা তোমার কাছে পৌঁছে দেয়া হবে। যদিও তুমি এখন অনেক দূরে।
৮. ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে কখন যে সত্যি সত্যি ভালোবেসে ফেলে রাতের নিজেও জানে না। অন্যদিকে মেয়েরা সত্যি কারের ভালোবাসতে বাসতে কখন যে অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না। সমরেশ মজুমদার।
৯.বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, শিব প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নিরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। কাজী নজরুল ইসলাম।
১০. প্রেম হয় শুধু দেখা ও চোখের ভালোলাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি লজ্জা থেকেও প্রেম হয়। প্রেম আসলে লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রোমোজোমে। একটু সুযোগ পেলেই সে জেগে ওঠে। হুমায়ূন আহমেদ।
১১. প্রেমের আনন্দ থেকে সর্বক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর।
১২. মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়ে বিষয়টি চট করে বুঝে ফেলে। হুমায়ূন আহমেদ।
১৩. নারীর প্রেম ে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। রবীন্দ্রনাথ ঠাকুর।।
১৪. ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। লুইস মেকেন।।
১৫. সোনাই যেমন একটু পানি মিশিয়ে না নিলে গয়না মজবুত হয় না, সেই রকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশলে সে ভালোবাসা ও দীর্ঘস্থায়ী হয় না। নিমাই ভট্টাচার্য ক্রোধ।।প্রেম লুকানো পথ চেনে (জার্মান প্রবাদ)
১৭. কাউকে দেখার পর যদি আপনার বুকের ভেতর ধরফর করে তাহলে বুঝবেন সে আপনার ভালোবাসার মানুষ। কিন্তু কুকুর দেখলে সেটা আলাদা ব্যাপার।
১৮. ভেবেছিলাম তোমাকে নিয়ে বারবার। আমার এই স্বপ্ন পূরণের জন্য কতটুকুই যাচ্ছ। তোমার আচরণ দেখে মনে হচ্ছে বারান্দায় কথা হবে না।।
১৯. পিস পিস কেউ যদি বলত তোমাকে পেলে আর কিছু লাগে না।
২০. আমার সুখের দরকার নেই। যদি তুমি আমার পাশে থাকো।
আরও পড়ুনঃ
শুভ জন্মদিন ।। প্রিয় জনের কাছে পাঠানোর জন্য সেরা শুভেচ্ছা বার্তা
Bangla caption love
Bangla caption love SMS লেখার সময় মনে পড়ছিল পুরনো দিনের কথা গুলো। তাই আপনি কাউকে যখন থেকে ভালোবেসে ফেলেন তখন তা শব্দের মাধ্যমে প্রকাশ করা কঠিন। এটি ভালোবাসার সম্পর্কের ভালো এবং সবচেয়ে খারাপ দিক।
Bangla caption love এর মাধ্যমে আপনি আমাদের সাইট থেকে সেরা কিছু উক্তি এসএমএস সহজেই পেয়ে যাবেন। Bangla caption love এর মাধ্যমে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে আপনার মনের অনুভূতি প্রকাশ করতে পারবেন খুব সহজে।
আপনি যদি একটি সুন্দর লাভ ক্যাপশন দিয়ে আপনার প্রেমিকার মন ভাঙ্গাতে বা তাকে মুগ্ধ করতে চান তাহলে আমাদের আর্টিকেলটি পুরোটাই পড়ে দেখুন। হয়তো পেয়ে যেতে পারেন আপনার মনের মত Bangla caption love।
১. আপনার কখনো উচিত হবে না কাউকে আবেগ দিয়ে ভালোবাসা। কেন আবেগের ভালোবাসা বেশিদিন টিকে না। যদি তাকে ভালোবেসেই থাকেন তাহলে মন দিয়ে ভালোবাসো।
২. একজনের সাথে পথ চলতে চলতে যখন একা হয়ে যান তখন পথ চলা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু এর আগে যখন একা ছিলেন তখন এই পথকে কঠিন মনে হতো না। তাই কিছু পাওয়ার পরে সেটা আবার হারিয়ে যাওয়ার বেদনা অনেক বেশি।
৩. অনেকদিন পর তোমাকে দেখলাম। তোমার কি মনে হয় নিজেকে কন্ট্রোল করতে আমার কষ্ট হয় নাই। অনেক কষ্টে যখন নিজেকে কন্ট্রোল করলাম তুমি আমাকে এড়িয়ে গেলে। না দেখার ভান করলে। শেষ কর সে অনুভূতির কথা তোমাকে আমি বোঝাতে পারবো না।
৪. সে মানুষ যত গম্ভীর সে মানুষ তত রাগী। তাই বলে কি তার ভেতর ভালোবাসা নেই।
৫. আমি তোমাকে সারাটা জীবন এভাবেই ভালোবেসে যাবো যদি তুমি আমাকে কখনো ভুলে ভুলেও যাও। বিশ্বাস করো তোমার দুঃখকে আমি সুখভাবেই আপন করে নেব।
৬. তুমি আমার সেই কবিতা যাকে আমি প্রতিদিন মনের মধ্যে পড়ি। এই কবিতা লিখা যায় না। তুমি আমার সেই ছবি যে প্রতিনিয়তই মনের মধ্যে কল্পনা করি। কিন্তু অংকন করতে পারিনা।
৭. ভালোবাসা পাওয়ার চেয়ে ভালোবাসা দেওয়াতে মনোযোগ দাও বেশি। এটি তোমার সম্পর্কে গভীর করে তুলবে।
৮. লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখব তোমার নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো প্রেমের গান।
৯. তোমাকে রাগিয়ে যে ভালোবাসা তাইতো তোমাকেই এত রাগাই।
১০. সেই প্রেমই তো শ্রেষ্ঠ যেখানে ভালবাসার মানুষ এবং বেস্ট ফ্রেন্ড একজনই হয়।
১১. ভালোবাসার গুণাবলিত সেখানেই প্রকাশ পাই যেখানে রাগ করতেও সময় লাগে না রাগ ভাঙতেও সময় লাগে না।
১২. গুডবাই বলার পরেও সেলফোনের দিকে তাকিয়ে রিপ্লে পাওয়ার আশা করাটাই হয়তো ভালোবাসা।
১৩. বিশ্বাস করো আর না করো আমি তোমাকে এটা বলতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসি তোমাকে। শুধু তোমাকে।
১৪. তাইতো তোমার সাথে যতই অভিমান করি না কেন তোমাকে ছাড়া ভালো থাকতে পারিনা।
১৫. ভালোবাসা এটি তৈরি করতে দুজনের বিশ্বাসের প্রয়োজন হয়। আরেকটি ভাঙ্গার জন্য একজনের অবিশ্বাসী যথেষ্ট।
১৬. সময় কারো পছন্দ হওয়াটা খুবই সহজ। কিন্তু সারা জীবনের পছন্দের ব্যক্তি হয়ে বেঁচে থাকাটা খুব কঠিন।
১৭. আমাকে রেখে দেনা তোর কাছে, কেউ চাইলে শুধু তাকে বলবি আমি শুধু তরী।
১৮. মেয়েরা যদি কাউকে দামি কিছু দিতে চাই তাহলে সে যেন সম্মান দেয়।
১৯. জানিনা কেন শুধু তোমাকেই ভাবি কেন এত মনে পড়ে তোমাকে? তবে একটা বিষয় জানি আমার এই আজব মন ভালোবাসি তোমাকে।
২০. আমাকে বোঝার কি আছে যদি তুমি না বোঝো। আপন ভেবে সুখ দিও কষ্ট দিও নাকো।
আরও পড়ুনঃ
জীবন নিয়ে উক্তি হলো অস্ত্বিত্বের প্রতিধ্বনি
Sad Bangla caption
Bangla caption লিখতে গিয়ে জীবনের অনেক অতীত ইতিহাস গুলো মনের মাঝে উঁকি দেয়। আর ওই মুহূর্তগুলো কিছুটা সময়ের জন্য আমার লেখা স্তম্ভিত করে দেয়। সুখ সবাইকে নিয়ে হয় সবাইকে নিয়ে হাসিখুশি ও থাকা যায়।
কিন্তু দুঃখ, দুঃখ কি ভাগাভাগি করে নেওয়ার মতো কেউ থাকে। কেউ কি কারো দুঃখ ভাগাভাগি করে নিতে চাইবে? না বন্ধুরা চাইবে না। তাইতো আমরা sad Bangla caption গুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ছাড়াও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে পোস্ট করে থাকি।
আর আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করে গুগলে sad Bangla caption গুলো সার্চ করে থাকেন তাদের জন্যই আজকের এই লিখা।
১. পৃথিবীটা বড়ই অদ্ভুত এখানে যারা ভালো অভিনয় করতে পারে তারাই টিকে যায়। চিন্তা নাই প্রিয়া। তাই আমি আর ফিরবো না তোমার অভিনয়ের নগরে।
২. জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলেনা। কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। হুমায়ূন আহমেদ।।
৩. এতটা নিঃশব্দে জেগে থাকা যায় না। তবুও জেগে আছি। আরো কত শব্দহীন হাঁটবে তুমি। আরো কত নিভৃত চরণে আমি কি কিছুই শুনবো না। আমি কি কিছুই জানবো না! রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
৪. প্রত্যেকের বুকের নিভৃতে কিছু দগ্ধ ক্ষত থাকে লুকানো। কিছু অসম্পূর্ণ নির্মাণ। ভাঙাচোরা গেরস্থালি। প্রত্যেকের নিজস্ব কিছু নিদ্রাহীন রাত্রি থাকে যাকে চিরদিন নষ্ট নখের মতো রেখে দিতে হয়। কোমল অনিচ্ছার বাগানে যাকে শুধু লুকিয়ে রাখতেই সুখ। নিজের নিভৃতে রেখে গোপনে পোড়াতেই একান্ত পাওয়া। রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।
৫. টেলিফোন ঘোরাতে ঘোরাতে আমি প্লান ডাকতে ডাকতে আমি শেষ। কেউ ডাক শোনে না, কেউ ফিরে তাকাই ও না। এই হিম ঘরেই ভাঙা চেয়ারে একা বসে আছি। এ কি শাস্তি তুমি আমাকে দিচ্ছ ঈশ্বর, এভাবে দগ্ধ হওয়ার নাম কি বেঁচে থাকা। মহাদেব সাহা।।
৬. বিদায়ের সানাই বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে এই যে বেঁচে ছিলাম দীর্ঘ শেষ নিয়ে যেতে হয় সবাইকে অজানা গন্তব্যে। হঠাৎ ডেকে ওঠে। নাম না জানা পাখি। অজান্তেই চমকে উঠি । জীবন ফুরালো নাকি। এমনি করেই সবাই যাবে। যেতে হবে…. রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ।।
৭. আচ্ছা আবার যেদিন শিউলি ফুটে ভোরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাতে মালা কাপ বে তোমার কঙ্কন। কাঁদবে কুটি রঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি পড়বে মানে, উঠবে কাঁদি। বুকের মালা করবে জালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে। বুঝবে সেদিন বুঝবে। কাজী নজরুল ইসলাম।
৮. ধনীরা যে মানুষ হয় না, তার কারণ ওরা কখনো নিজের অন্তরে যায় না। দুঃখ পেলে ওরা ব্যাংকক যাই। আনন্দে ওরা আমেরিকা যায়। কখনো ওরা নিজের অন্তরে যেতে পারেনা। কেননা অন্তরে কোন বিমান যায় না। হুমায়ুন আজাদ।।
৯. মেয়েদের চোখে দুই ধরনের অস্ত্র থাকে, একটি দুঃখের অপরটি ছলনার। পিথাগোরাস।
১০. I love my life. Because eat gave me you. I love you. Because you are my life.
১১. তুমি চিরকাল দুঃখ থাকবে না আবার সুখেও থাকবে না। কেননা কোন কিছুই সব সময় একই রকম থাকে না।
১২. সবাই জানে তোমার সাথে ভালই হয়েছে। কিন্তু সবাই কি একথা জানে যে তোমার আমার ভেতর কি ঘটেছে।
১৩. আমি জানি আমার চোখের জল, আমার নীরবতা একদিন প্রমাণ করবে আমি তোমাকে কতটা ভালবাসতাম।
১৪. হঠাৎ আমার নীরবতা, আমার ব্যর্থতার আরেকটি কারণ।
১৫. আমি আমার কষ্টগুলো ভালোমতোই বহন করতে পারি তার মানে কি এই যে আমি কখনো ক্লান্ত হইনা আমি এর ওজন অনুভব করি না।
আরও পড়ুনঃ
ইসলামিক স্ট্যাটাসঃ ইসলামের পথে শান্তি ও হেদায়াতের চাওয়া
Freelancing in Bangladesh and marketplace list
বাংলাদেশের মানচিত্র: এক দেশ, অনেক গল্প
শেষ কথা
আশা করি আজকের Bangla caption গুলো আপনাদের পছন্দ হবে। আপনারা এখানে একটি আর্টিকেলের ভেতরে পেয়ে যাবেন Bangla caption, best Bangla caption, Bangla caption for Facebook, Bangla caption সহ আরো কয়েকটি Bangla caption। আর হ্যাঁ কনটেন্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন।
আর Bangla caption নিয়ে যদি কোন মতামত থাকে তাহলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। এ ধরনের আরো লেখা পেতে আমাদের সঙ্গেই থাকুন।