বন্ধুত্বের-সম্পর্ক

বন্ধুত্বের সম্পর্ক: এক অমূল্য সম্পদ যা জীবনকে সুন্দর করে

একজন মানুষের জীবনে যেকোনো মুহূর্তে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে। তবে স্কুল জীবনের বন্ধুত্ব এবং বন্ধুত্বের আস্থা নির্ভরতা ভালোবাসা টিকে থাকে শেষ পর্যন্ত।  বয়স অল্প সময়ের প্রচুরতা ইত্যাদিকে সামনে রেখেই হাসি ঠাট্টা গল্প আড্ডা খেলাধুলা বিভিন্ন তর্ক বিতর্ক এবং আড্ডায় কেটেছে স্কুল জীবনের বন্ধুত্বের সম্পর্ক।

আর কথায় আছে বন্ধুত্ব যত পুরাতন হয় বন্ধুত্বের সম্পর্ক তত দৃঢ হয়। তাইতো স্কুল জীবনের বন্ধুত্ব শ্রেষ্ঠ বন্ধুত্বের ভেতর অন্যতম। বন্ধু মানে বন্ধুর পথে পথ চলার চালিকা শক্তি হওয়া। বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে বন্ধুকে সফলতার পথে এগিয়ে দেওয়া। 

বন্ধুত্বের সম্পর্ক কোন সূত্রের মাপকাঠিতে মাপা যায় না। বন্ধুত্বের সম্পর্কে কোন স্বার্থ থাকে না।

আবার সব বন্ধুত্বের সম্পর্ক একই হয় না। সব বন্ধু একই হয় না। সব বন্ধুর গুরুত্ব ও একই হয় না। তাই তো সত্যিকারের বন্ধু নিয়ে নানান মত থাকলেও একটি ব্যাপার সবাই একমত বন্ধু ছাড়া জীবনের অসম্ভব। 

আজ আমার লিখার বিষয় হল বন্ধুত্বের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক কেমন হওয়া উচিত, এবং বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কিছু উক্তি। চলুন দেরি না করে শুরু করা যাক।

বন্ধুত্বের সম্পর্ক কেমন হওয়া উচিৎ 

 

বন্ধুত্বের সম্পর্ক কেমন হওয়া উচিৎ 

পথ চলার সঙ্গী হিসেবে প্রায় সবারই একজন বন্ধু থাকেন। বন্ধুত্বের সম্পর্ক কেমন হওয়া উচিত এ নিয়ে আছে  নানান জনের নানান মত। প্রত্যেকে একজন ভালো বন্ধুকে পেতে চান। এমন একজন বন্ধু যার সঙ্গে মন খুলে প্রতিটি কথা বলা যায়। 

কিন্তু সব সময় কি তা হয়ে ওঠে? আপনার পথ চলার সঙ্গী যা করতে পারে না সেটি হয়তো পারেন আপনার কোন  বন্ধু। 

কিন্তু সমস্যা একটা সময় বড় আকারে দেখা দেয় যখন নিজের কাছের মানুষ নিষেধাজ্ঞা দিয়ে বসেন বন্ধুর উপর। বন্ধুত্বের সম্পর্ক কেমন হওয়া উচিত এ নিয়ে তখন দোটানায় পড়তে হয়। আমরা আমাদের জীবনের দীর্ঘ সময়ে বন্ধুত্বের সারি যেমন দীর্ঘ হয়।  তেমনি বাড়তে থাকে বন্ধুত্বের পরিসর। দায়িত্ব কম বৃদ্ধি পায় না! 

তা ছাড়া বন্ধুত্ব বন্ধুই। তবে বন্ধুত্বের মধ্যে আন্তরিকতা থেকে যদি প্রেমের জন্ম নেয় তা দোষের কিছু নাই। কিন্তু কোন ভাবেই একতরফা প্রেমের জন্য বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে দেওয়া ঠিক নয়। 

বন্ধুত্বের সঙ্গে কেবল আনন্দই যে মূল তাও নয়। বন্ধুর পথ চলার সঙ্গী হওয়া পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ সবই থাকতে হবে। বন্ধুত্বের সম্পর্ক কেমন হওয়া উচিত দেখুন পরের লাইন গুলো কতটা গুরুত্বপূর্ণ। 

আমরা অনেক সময় দেখতে পাই সব সম্পর্ককে হার মানিয়ে যেটি টিকে মৃত্যু পর্যন্ত সেই সম্পর্কের নামই বন্ধু। 

কখনো কোনদিন বন্ধুর ব্যক্তিগত মতামতকে অসম্মান দেওয়া উচিত নয়। কখনো যদি কেউ তার ব্যক্তিগত কথা বলেই ফেলে কোনভাবেই তার কথা অন্যদের সঙ্গে আলোচনা করা উচিত নয়। আমাদের জীবনকে সমৃদ্ধ করার জন্য প্রকৃত বন্ধুর উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ

বন্ধু নিয়ে স্ট্যাটাস: আমাদের অবিচ্ছিন্ন সম্পর্কের গল্প

জীবন নিয়ে উক্তি হলো অস্ত্বিত্বের প্রতিধ্বনি 

১০০+ Unique Bangla caption যা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য উপযোগী

জেনে নেওয়া যাক বন্ধুত্বের সম্পর্ক আজীবন টিকিয়ে রাখার কিছু উপায়

বন্ধুকে কখনোই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন না। এটিকে জাজমেন্ট ফ্রী রাখুন। কখনোই সবার মতামতকে মেনে নিতে পারে না। আর এটি বন্ধুর ক্ষেত্রেও হয়ে থাকে। আপনি হয়তো বন্ধুর অনেক সিদ্ধান্তের ব্যাপারে একমত নাও হতে পারেন। 

 

তাই বলে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এরকম কোন ঝগড়া বাধাবেন না বা নিজের সিদ্ধান্তকে অনুর সিদ্ধান্ত হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বন্ধু সিদ্ধান্তকে সম্মান করুন তাকে বিচার করতে যাবেন না। বন্ধুকে বন্ধুর জায়গাতেই রাখুন।

২. আপনার কথা বসে বসে কে শুনতে চাই বলুন তো? হ্যাঁ একমাত্র বন্ধুই আপনার শ্রোতা হয়ে আপনার কথাগুলো শুনে। তাই বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন ভালো শ্রোতা হওয়া।

 বন্ধু অনেক সময় চাই যে সে যা বলে অন্তত যেন শুধু তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা হয়। এক্ষেত্রে আপনার মতামত দেওয়ারও কোন দরকার নাই। কেননা বোন আপনার বন্ধুটি চাই তার মনের কথাগুলো ভাগাভাগি করে নিতে। আপনি শুধু এটুকুই করতে পারলে বন্ধুত্বের সম্পর্ক টিকে যেতে পারে আজীবন। 

আপনি কি এইটা জানেন কখনো বা শুনেছেন কখনো কেবল মনের কথা ভাগ করে নেওয়ার কেউ নেই বলেই মানুষ মানসিক সমস্যায় ভোগে হতাশায় পড়ে। তাই একটা সুষ্ঠু সম্পর্ক চালিয়ে নেওয়ার জন্য অপর পক্ষের কথা শোনার কোন বিকল্প নেই।

৩. সবাই একজন ভালো বন্ধু চাই। কিন্তু আপনি এটা কি জানেন আপনি যদি একজন ভালো বন্ধু চান তাহলে আপনাকেও একজন ভালো বন্ধু হতে হবে। কেননা, যে কোন সম্পর্কের ক্ষেত্রেই একে অপরের প্রতি সৎ মনোভাব থাকার বিকল্প নেই। 

বন্ধুত্বের মাঝে ভুল বোঝাবুঝি হবেই তবে এখানে যদি সততা থাকে তাহলে সেটা অনেকটাই শুধরে নেওয়া যায়।

৪. যার মাঝে আছে ইতিবাচক চিন্তা চেতনা তাকেই বন্ধু হিসেবে বাছাই করতে হবে। আপনার শত শত বন্ধুর মাঝে থেকে কোন বন্ধুর মন মানসিকতা যদি নেতিবাচক হয়ে থাকে তাহলে তার সঙ্গে সুসম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব। আপনি যদি ইতিবাচক হয়ে থাকেন তাহলে ইতিবাচক বন্ধুকেই বেচলেন। 

আপনি যদি নেতিবাচক হয়ে থাকেন তাহলে আপনাকেও নেতিবাচক বন্ধই বেছে নিতে হবে।

৫. অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধু প্রবাসে থাকে। অথবা দেখা যায় নতুন জীবন অথবা পরিবারের জন্য ব্যস্ত থাকে। তারপরেও পুরনো বন্ধুর মত আর কেউ নেই। তাই বন্ধু যখন ব্যস্ত থাকবে তখন তাকে সময় নিতে দিন। সে অবশ্যই আপনাকে সময় দিবে। 

সে নিশ্চয়ই বুঝে যাবে যে সে ব্যস্ত জন্যেই আপনি তাকে জ্বালাতন করছেন না। এটা আরো পাকাপোক্ত করার জন্য আপনি তাকে একটি বার্তা পাঠিয়ে জানাতে পারেন যা আপনি তাকে নিয়ে ভাবছেন।

৬. বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে আত্মসম্মান বজায় বজায় রেখে কখনোই বন্ধুত্ব হয় না। 

৭. মানুষের ভিতরে দোষ গুণ সবই আছি কারণ আমরা মানুষ। আর এজন্যই বন্ধুর কাছে এমন কোন ব্যক্তিগত কথা বলা যাবে না যা পরবর্তীতে নিজেরই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতি তৈরি হলে বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হতে পারে।

৮. ভবিষ্যতের সর্বদা ভালো ব্যবহার করুন বন্ধুকে বোঝার চেষ্টা করুন ঠান্ডা মাথায় বন্ধু কে বলুন বন্ধুর সঙ্গে কখনোই মেজাজ নিয়ে কথা বলবেন না।

৯. বন্ধুত্বের সম্পর্কে স্বার্থ থাকতে পারে না। হিংসা বিদ্বেষীর শাহ সবকিছুর ঊর্ধে বন্ধু। বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে বন্ধুর যেকোনো অসুবিধায় পাশে থাকুন।

১০. যোগাযোগ হ্যাঁ বন্ধুরা বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখার এক মহসদ হচ্ছে যোগাযোগ। যদি আপনি বন্ধুর সাথে সঠিকভাবে যোগাযোগ গড়ে তুলতে না পারেন তবে বন্ধুত্বের সম্পর্ক টিকে না বেশি দিন।

১১. বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে বিপদজনক সংকেতকে খেয়াল রাখতে হবে। কখনো কখনো খেয়াল করবেন অল্প কথাই রাগারাগি হয়ে যাচ্ছে বন্ধুর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। আসলে ব্যাপারটা তা না বিষয়টি অনেক গভীরে চলে গেছে। 

দ্বন্দ্ব বিষয়টাকে পুনরায় বিবেচনার মাধ্যমে বন্ধুত্বের মাত্রা কে উন্নত করার মাধ্যমে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে হবে। কোন একটা সমস্যা তৈরি হয়েছে বলেই যে বন্ধু ত্যাগ করতে হবে তাও না। 

কখনো কখনো যদি দেখেন বন্ধুদের সম্পর্ক থেকে কিছুটা পিছিয়ে আসছেন আপনি। সেটা যদি হয় ভালোর চাইতে বেশি খারাপ তাহলে বুঝতে হবে আপনার বন্ধু আপনার সাফল্যে খুশি হচ্ছে না। অবশ্যই পেছনে বাজে কথা বলছি আপনাকে নিয়ে। 

এরকম ক্ষেত্রে সে বন্ধুত্ব রক্ষার চাইতে ওখানে শেষ করে দেওয়া ভালো।

১২. বন্ধুত্বের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করতে গিয়ে যদি মনে হয় আগের মত আর হচ্ছে না তবে সেই বন্ধুত্বকে হালকা ভাবে নেওয়ার পরামর্শ দেন ডেনর্থ।

১৩. বন্ধুত্বের মাঝে বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটলে। সময় নেওয়া এবং তারপর পুনরায় চেষ্টা করা। তাই পুনরায় চেষ্টা করা আগেই নিশ্বাস নেওয়ার সময় নিতে হবে। 

এরকম বার্তা দিতে পারেন এই ঝগড়ার পর থেকে কিছু বিষয় কেমন বিষন্ন লাগছে। আমাদের বন্ধুত্বটাকে আবারো এক জায়গায় নিয়ে আসি চলো। বন্ধুত্বের সম্পর্ক কি টিকিয়ে রাখা উচিত নয়। আমি বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখতে গুরুত্ব দিচ্ছি।তুমিও গুরুত্ব সহকারে এগিয়ে এসো। চলো দুজনে মিলে সমাধানের চেষ্টা করি।

১৪. বন্ধুত্বের সম্পর্কে টানা পরন চললে অনেক সময় যোগাযোগ মাধ্যম পরিবর্তন করতে হয়। নিজে সরাসরি যোগাযোগ করতে না পারলে তার অন্য কোন পছন্দের কাউকে দিয়ে বার্তা পাঠাতে হয়। কথা বলার আগে বরুন দুজন দুজনকে চিঠি লেখার চেষ্টা করা উচিত। 

যেখানে এটা ইঙ্গিত থাকবে যে বন্ধুত্বকে পুনরুদ্ধারের একটি বার্তা। এরকম হইতে পারে যে আপনার বন্ধু এমন কিছুর মধ্য দিয়ে যাচ্ছে সেটা হয়তো আপনি জানতেনই না। তাই গুরুত্ব দিয়ে বন্ধুর কথা শোনা দরকার।

আরও পড়ুনঃ

ইসলামিক স্ট্যাটাসঃ ইসলামের পথে শান্তি ও হেদায়াতের চাওয়া 

Top 10 Freelancing in Bangladesh and marketplace list

শুভ জন্মদিন ।। প্রিয় জনের কাছে পাঠানোর জন্য সেরা শুভেচ্ছা বার্তা

বন্ধুত্বের সম্পর্ক নিয়ে উক্তি

বন্ধুত্বের সম্পর্ক নিয়ে উক্তি

বন্ধু হলো হৃদয়ের এক অনুভূতিমূলক সম্পর্ক। বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক সময় অনেক মনীষী বন্ধুদের নিয়ে অনেক উক্তি এবং সুন্দর সুন্দর কথা বলে থাকেন। সে কথাগুলো হচ্ছে ওই মনীষীদের নিজস্ব অনুভূতির কথা। নিচে বিখ্যাত কয়েকজন ব্যক্তির উক্তি দেওয়া হল

আমাদের রহস্যময় তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প বিজ্ঞান এবং বন্ধুত্ব।

বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যার সব সময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।

একটি বই একশটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরীর সমান। ডক্টর এ পি জে আব্দুল কালাম।

বন্ধুত্বের সম্পর্ক একবার ছিড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তার রিপু করা যায় না। থমাস কার লাইস।।

সবকিছুর শেষে আমরা আমাদের শত্রুদের বাক্য মনে রাখবো না কিন্তু বন্ধুর নীরবতা মনে রাখবো। মার্টিন লুথার কিং।

গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর।

আমার বন্ধুর কাছ থেকে মমতা চাই সমবেদনা চাই সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই।

প্রত্যেক নতুন জিনিস কেই উৎকৃষ্ট মনে হয়। বন্ধুত্ব যতই পুরনো হয় ততই উৎকৃষ্ট হয়। অ্যারিস্টোটল।।

আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি অন্য কোন ভাবে ততটা সুখী হতে পারি না। উইলিয়াম শেক্সপিয়র।

বন্ধুদের মাঝে সবকিছুতেই একতা থাকে। প্লেটো।।

নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু। জ্যাক দলিল।।

একজন প্রকৃত বন্ধু কখনোই বন্ধুরা আচরণে ক্ষুব্ধ হয় না। চার্লস ল্যাম।

ভালোবাসা হলো ফুল। আর বন্ধুত্ব হল সুতো। যা  দিয়ে যেকোনো ফুলকে মালার সৌন্দর্য বেধে রাখা যায়। কিশোর মজুমদার।।

যেকোনো সম্পর্ক কতটা স্থায়ী হবে তা নির্ভর করে সেই সম্পর্কের মধ্যে কতটা বন্ধুত্ব গড়ে উঠেছে তার ওপর। কিশোর মজুমদার।

আমি মনে করি বন্ধুত্ব আলাদা কোন সম্পর্ক নাই। সব সম্পর্কের উন্নত অবস্থার নাম বন্ধুত্ব। কিসের মজুমদার।।

দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে। কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে। মার্ক টয়েন।।

সত্যিকারের বন্ধুরা তোমাকে সম্মুখ দিয়ে চুরি গাঘাত করবে। অস্কার ওয়াইল্ড।

জীবনে বন্ধু পাওয়ার একমাত্র উপায় হচ্ছে নিজে একজন বন্ধু হওয়া।

আরও পড়ুনঃ

Facebook Status Bangla ||ফেসবুক স্ট্যাটাস বাংলা

সেরা জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও দোয়া (বাংলা+English)

সেরা বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (বাংলা + English)

শেষ কথা

পরিশেষে বলতে চাই বন্ধুর সঙ্গে কখনোই কঠিন আলাপে যাবেন না। বন্ধুর সাথে সহজ সাবলীলভাবে কথা বলুন যা আপনার মনে আনন্দ এবং উত্তেজনার খোরাক জোগাবে। ফলাফল যাই হোক ইতিবাচক বিষয়টা থেকে যাবে।

আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।