দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা ও বিয়ের শুভেচ্ছা মেসেজ

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা– বিবাহিত জীবন শুরু করা একজন ব্যক্তির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি এমন একটি প্রতিশ্রুতি যা সারা জীবনের জন্য স্থায়ী হওয়ার উদ্দেশ্যে করা হয়। আপনি আপনার প্রিয় দম্পতিদের বিবাহের দিনে নিশ্চয়ই শুভেচ্ছা বার্তা জানানোর কথা ভাবছেন।  বিয়ে হল একটি পবিত্র বন্ধন তা সৃষ্টিকর্তা নিজের হাতে করে দিয়েছেন।

 

বিবাহিত জীবনে আবদ্ধ হয়ে এই পবিত্রতা রক্ষা করে থাকে প্রতিটি মানুষ। বিয়ের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক সৃষ্টি হয়। তাই নব দম্পতিদের শুভেচ্ছা বার্তা দিয়ে তাদের আনন্দিত করতে পারেন।

আপনি যদি সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা খুঁজে থাকেন। তাহলে আপনি কোন চিন্তা ছাড়াই আমাদের এই পোস্ট থেকে দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা গুলো বেছে নিন। আপনি আপনার শুভেচ্ছা বার্তা গুলো নিজে সামনাসামনি বলতে পারেন অথবা একটি কার্ডে লিখে দম্পতিকে শুভেচ্ছা জানাতে পারেন।

আপনার বন্ধুবান্ধব  এবং অন্যান্য পরিবারের সদস্যরা কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে আপনি তাকে অবশ্যই শুভেচ্ছা বার্তা জানান। এত করে নব দম্পতি অনেক খুশি হবে।

 

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা জানিয়ে আপনি আপনার প্রিয় মানুষকে খুশি করতে পারেন।। আমরা প্রতিনিয়ত নতুন কোন কাজের শুরুতে অথবা জীবনের নতুন অধ্যায় শুরু করার সময় একে অপরকে শুভেচ্ছা জানিয়ে থাকি।

 

আপনার প্রিয় কোন মানুষ যখন দাম্পত্য জীবনের মাত্রা শুরু করবে আপনি নিশ্চয়ই তাকে শুভেচ্ছা বার্তা জানাতে চাইবেন। তাহলে আর দেরি না করে নিচের দেওয়া সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা গুলো পড়ে নিন। এবং এখান থেকে প্রিয়জনকে শুভেচ্ছা বার্তা জানানোর জন্য বার্তা বাছাই করে নিন।

 

>> আজ তোমার বিবাহের দিনে একসাথে নতুন জীবনের যাত্রা শুরু করার সাথে সাথে তোমার জীবন আনন্দ, ভালোবাসা এবং সুখে ভরে উঠুক। দাম্পত্য জীবনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।

>> তোমাদের দুজনের জন্য সুখী ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করছি। বিবাহিত জীবনের যাত্রা শুভ হোক।

>> আমাকে আপনার বিশেষ দিনের অংশ হতে দেওয়ার জন্য এবং আপনার অবিরাম ভালোবাসার সাক্ষী হতে দেওয়ার জন্য ধন্যবাদ।

>> আপনার নতুন জীবনের শুরু। শুভ বিবাহ দিন।

>> আজকে তোমরা দুজনে দাম্পত্য জীবনের যাত্রা শুরু করতে যাচ্ছো। তোমাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন।

>> কখনোই ভুলে যাবে না যে এটি তোমার জীবনের সবচেয়ে আনন্দের একটি দিন। আজকে থেকে তোমার জীবনের নতুন যাত্রা শুরু হল। শুভকামনা রইল।

>> বিবাহ হলো এমন একজন ব্যক্তির মধ্যে যে বার্ষিকী গুলো কখনো মনে রাখে না এবং অন্য আরেকজন যে কখনো সেগুলো ভুলে যায় না তাদের মধ্যে একটি বন্ধন।

আরও পড়তে নিচের লিঙ্কে ভিজিট করুনঃ 

শুভ জন্মদিন ।। প্রিয় জনের কাছে পাঠানোর জন্য সেরা শুভেচ্ছা বার্তা

সেরা বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (বাংলা + English)

 

বিয়ের শুভেচ্ছা মেসেজ

বিয়ের-শুভেচ্ছা-মেসেজ

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা এর সাথে সাথে বিয়ের শুভেচ্ছা মেসেজ দিয়ে আপনি আপনার প্রিয় দম্পতিদের শুভেচ্ছা জানাতে পারেন।  বিবাহিত দম্পতির সম্পর্ক হল আত্মার সম্পর্ক। এর মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়।

 

এই সম্পর্কের শুরুতে তাদের প্রিয় মানুষগুলো তাদেরকে শুভেচ্ছা জানিয়ে থাকে।  আপনি আপনার প্রিয় মানুষের বিবাহের জন্য তাকে শুভেচ্ছা বার্তা জানাতে নিচের বার্তাগুলো ব্যবহার করতে পারেন।

 

>> তোমাদের জানাই বিবাহের অভিনন্দন। আমি তোমাদের জানাতে চাই যে, পরিস্থিতি যাই হোক না কেন একে অপরের জন্য সর্বদা সময় দেওয়ার কথা মনে রাখবে।

>> ভালোবাসা সবাইকে ছাড়িয়ে যায়। তোমার জীবনের নতুন যাত্রা শুরু করে সাথে সাথে তোমার পথনির্দেশক আলো তৈরি হোক।

>> বিবাহ একটি প্রতিশ্রুতি যা অপরিমেয় সুখ ও সুবিধা নিয়ে আসে। এই যাত্রা গ্রহণ করার জন্য অভিনন্দন।

>> তোমরা দুজনে অন্য দম্পতিদের জন্য অনুপ্রেরণা তারা পরবর্তী জীবনের পদক্ষেপ নিতে চায়। ভালোবাসার সাথে বিবাহিত জীবনের নেতৃত্ব দেওয়ার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।

>> সফল দাম্পত্য জীবনে সম্মান সবচেয়ে বেশি। এটি মনে রাখবেন যে সফল দাম্পত্য জীবনে আপনি সারা জীবন সুখ পাবেন।

>> আপনার হৃদয়ে আপনার সঙ্গীর জন্য ভালোবাসা রাখুন এবং প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত আনন্দময় করে তুলুন।

>> আপনার জীবনের মিষ্টি স্বপ্ন পূরণ হয়েছে। আশা করি আজকের দিনে যে আনন্দ পেয়েছেন তা কখনোই ভুলবেন না। শুভ দাম্পত্য জীবন।

>> আপনার ভালোবাসা আপনার হৃদয়ের কাছে রাখুন, এটি যেকোনো কিছুকে জয় করতে পারে।

 

বিয়ের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা জানানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পেলে প্রতিটি দম্পতি খুব খুশি হয়ে যেতে পারে। তাই আপনার প্রিয় কারো বিয়ে হলে অবশ্যই তাকে শুভেচ্ছা বার্তা জানান।

 

>> তোমাকে জানাই বিবাহিত জীবনের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা। তোমাদের ভালোবাসা আর সুখ বছরের পর বছর ধরে উজ্জ্বল হোক।

>> আজ তোমার জীবনের পরবর্তী অধ্যায়ের শুরু। শুভ বিবাহ দিবস।

>> একটি দীর্ঘ এবং সুখী বিবাহের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

>> বিবাহের শুভ রং তোমাদের জীবনকে রাঙিয়ে দিক নতুন করে। মধুময় হোক তোমাদের জীবন। সবসময় একসাথে হাতে হাত রেখে পাশে চল এই কামনায় থাকবে তোমাদের প্রতি।

>> তোমরা দুজনে বিবাহিত জীবনে অনেক সুখী হও আরও উপভোগ করো তোমাদের এই নব বিবাহিত জীবন।

>> তোমরা দুজনে হলে আমার জীবনে দেখা সবচেয়ে রোমান্টিক জুটি। তোমাদের দুজনের জন্য রইল শুভ বিবাহের অনেক অভিনন্দন।

>> বিবাহের মতো সুখময় আর স্বর্গীয় একটি সম্পর্কে জড়ালে তোমরা দুজন। যেন কারো নজর না লাগে সেদিকে খেয়াল রেখো। সুখে থেকো সারা জীবন।

>> তোমাদের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাক। চিরকাল একে অপরের হাতে হাত রেখে পাশাপাশি চলতে পারো এই দোয়াই করি।

আরও পড়তে নিচের লিঙ্কে ভিজিট করুনঃ 

সেরা জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও দোয়া (বাংলা+English)

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া

 

নতুন জীবনের জন্য শুভকামনা in english

বিয়ের-অভিনন্দন-ও-শুভেচ্ছা-বার্তা

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা হিসেবে আপনি ইংরেজিতে আপনার প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে পারেন। নবজীবনে শুভকামনা জানাতে আপনি নিচে দেওয়া ইংলিশ বার্তাগুলো ব্যবহার করতে পারেন।

<< You look like the most beautiful married couple in the world. Both are very compatible with each other. Best wishes for your married life.

<< Best wishes for your marriage life. May you have happily ever After with your life partner. May your bond of love remain unbroken.

<< A new chapter begins for you from today. I wish you all the best for your new married life. Wish you a lot of happiness in life. Always stay well ????.

<< Your love of so many years has today been bound in a bond as sacred as marriage. I wish you happiness and peace in your married life. Congratulations  ???? on the wedding.

<< Those two little boys and girls are each other’s friends today. No one notices how time flies. Here is hoping their new chapter gives off to a good start. May you two live happily ever After.

<< Marriage means Union of two minds. From today onwards. Keep the union of your hearts ????, the bond of love alive for the rest of your life. Happy wedding ????.

>> You reading day will come and go, but may you love forever ❤️ grow 

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা ইসলামিক

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা ইসলামিক ভাবে জানানোর জন্য আপনি নিচের আয়াতগুলো ব্যবহার করতে পারেন। 

 

<< স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক। একজন ব্যতীত অন্যজনের চলা কষ্টকর। আর বিষয়টিকে বোঝানোর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন,

“ তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামী গন) তাদের পোশাক স্বরূপ।” (সূরা বাকারা, আয়াতঃ ১৮৭) ।।

<< স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব বোঝাতে আল্লাহ তায়ালা বলেন, “ তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসিদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদের ও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজে অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিবাহের সমর্থন নয় তারা যেন সংযম অবলম্বন করে যে পর্যন্ত না আল্লাহ নিজে তাদেরকে অভাবমুক্ত করে দেন ‌।” (সূরা নূর, আয়াতঃ ৩২ থেকে ৩৩)

<< “ আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গে নিজের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা রুম, আয়াতঃ ২১

বিয়ের শুভেচ্ছা দোয়া

বিয়ের-শুভেচ্ছা-দোয়া

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা জানাতে আপনি নব দম্পতির জন্য দোয়া বলে অথবা লিখে পাঠাতে পারেন।

বিয়ের শুভেচ্ছা দোয়াটি হলোঃ

উচ্চারণঃ “বারকাল্লাহু লাকা, ওয়া বারকা আলাইকা ওয়া জামাআ বায়নাকুমা ফি খইর।”

অর্থঃ “আল্লাহ তোমার কল্যাণ করুক, তোমাকে বরকত দান করুন এবং তোমাদের দাম্পত্য জীবন কল্যাণময় হোক।”

উপকারঃ রাসুলুল্লাহ সাল্লালাহু সাল্লাম কাউকে বিয়ের পর তাকে শুভেচ্ছা জানালে এভাবে বলতেন। (আবু দাউদ, হাদিস: ২১৩০)

আরও পড়তে নিচের লিঙ্কে ভিজিট করুনঃ 

স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা | anniversary wishes

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, কবিতা, এসএমএস ও ইসলামিক বার্তা

শেষ কথা

দাম্পত্য জীবনের শুভেচ্ছা বার্তা নিয়ে লিখা হলো আজকের এই পোস্টটি। আশা করি পোস্টটি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা আপনাদের প্রিয় দম্পতিদের জন্য সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা পেয়ে যাবেন আজকের এই পোস্টটিতে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া একজন নারী ও একজন পুরুষের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

 

এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে এক স্বামী স্ত্রী দুজনে একসাথে পথ চলা শুরু করে। এসময় থেকে জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি নিয়ে থাকে। বিবাহিত দম্পতিদের শুভেচ্ছা জানিয়ে আপনি তাদের চলার পথে শুভকামনা করতে পারেন।

 

তোমাদের পোস্টটি থেকে আপনার পছন্দের মত শুভেচ্ছা বার্তা বাছাই করে নিন। পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধু,বান্ধব, আত্মীয়-স্বজন ও অন্যদের সাথে শেয়ার করুন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন।