প্রেমের কবিতা

রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের বিখ্যাত প্রেমের কবিতা 

প্রেমের কবিতা পড়তে কার না ভালো লাগে। প্রেম আমাদের সবার জীবনে কোনো না কোনো সময় আসেই। প্রেম কারো জীবনে হয় আনন্দের আবার কারো জীবনে হয় বেদনার। প্রেম নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম অনেক কবিতা লিখে গেছেন।

প্রেম হলো মানুষের হৃদয়ের ভালোবাসার চূড়ার এক স্নিগ্ধ অনুভূতি। মানুষের জীবনে যখন প্রেম আসে তখন সে আবেগপ্রবণ অবস্থায় চলে আসে এবং কবিতার আশ্রয় নিয়ে থাকে। কবিতার মাধ্যমে তার প্রিয় মানুষকে তার মনের কথা জানাতে চায় ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছাড়াও আরো অনেক কবি অনেক কবিতা লিখে গেছেন প্রেম নিয়ে। আজকের আমাদের এই লিখাতে আপনারা পেয়ে যাবেন প্রেম নিয়ে বিখ্যাত কিছু কবিতা। 

এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রাহমান ও নির্মলেন্দু গুণের প্রেমের কবিতা দেওয়া হল।কবিতা গুলো পড়ে নিশ্চয়ই আপনার মন আনন্দে ভরে উঠবে। তাহলে চলুন আর দেরি না করে সুন্দর সুন্দর গভীর প্রেমের কবিতা গুলো পড়ে নিন।

১৮+ প্রেমের কবিতা

১৮+প্রেমের কবিতা
১৮+প্রেমের-কবিতা

যাদের বয়স ১৮+ তারা নিচের এই সুন্দর কবিতাটি পড়ে নিতে পারেন। এই ১৮+ প্রেমের কবিতা আপনার কাছে নিশ্চয়ই ভালো লাগবে। এই তীব্র প্রেমের কবিতা পড়ে আপনি আপনার প্রেমকে অনুভব করতে পারবেন ।

কবিতা: শুধু তোমার জন্য

কবি: নির্মলেন্দু গুণ

কতবার যে আমি তোমাকে স্পর্শ করতে গিয়ে

গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।

তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও

কতবার যে আমি সে কথা বলিনি

সে কথা ঈশ্বর জানেন।

তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য

দরজার সঙ্গে চুম্বুকের মতো আমি গেঁথে রেখেছিলাম

আমার কর্মযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ

‘এই ওঠো,

আমি, আ…মি… ।’

আর আমি এ-কী শুনলাম

এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে

কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে

কল্পনা করেছি, সে-কথা ঈশ্বর জানেন।

আমার চুল পেকেছে তোমার জন্য,

আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,

আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।

তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,

আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।

 

আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কেঃ 

মা কে নিয়ে ভালোবাসার কথা, স্ট্যাটাস, সেরা উক্তি

ভালোবাসার আবেগ নিয়ে কিছু কথা ও কবিতা

প্রেমের কবিতা

এখানে আপনাদের জন্য প্রেমের কবিতা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সুন্দর কবিতা লিখে দেওয়া হলো। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

কবিতা: অত চুপি চুপি কেন কথা কও

কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

অত চুপি চুপি কেন কথা কও

ওগো মরণ, হে মোর মরণ।

অতি ধীরে এসে কেন চেয়ে রও,

ওগো একি প্রনয়েরি ধরন।

যবে সন্ধ্যা বেলায় ফুলদল

পড়ে ক্লান্ত বৃন্তে নমিয়া,

যবে ফিরে আসে গোঠে গাভী দল

সারা দিনমান মাঠে ভ্রমইয়আ,

তুমি পাশে আসি বসো অচপল

ওগো অতি মৃদু গতি-চরণ।

আমি বুঝিনা যে কি যে কথা কও

ওগো মরণ, হে মোর মরণ।

হায় এমন করে কি, ওগো চোর,

ওগো মরণ, হে মোর মরণ,

চোখে বিছাইয়া দিবে ঘুমঘোর

করি হৃদিতলে অবতরণ।

তুমি এমনি কি ধীরে দিবে দোল

মোর অবশ বক্ষশোণিতে।

কানে বাজাবে ঘুমের কলরোল

তব কিঙ্কিনি রণরণীতে ?

শেষে পসারিয়া তব হিম-কোল

মোরে স্বপনে করিবে হরন?

আমি বুঝি না যে কেন আসো যাও

ওগো মরণ, হে মোর মরণ।

কহ মিলনের একি রীতি এই

ওগো মরণ, হে মোর মরণ।

তার সমারোহভার কিছু নেই–

নেই কোন মঙ্গলাচরণ?

তব পিঙ্গলছবি মহাজট

সে কি চূড়া করি বাঁধা হবে না।

তব বিজয়োদ্ধত ধ্বজপট

সে কি আগে পিছে কেহ ববে না।

তব মশাল আলোকে নদীতট

আঁখি মেলিবেনা রাঙাবরণ?

ত্রাশে টিপে উঠিবে না ধরাতল।

ওগো মরণ, হে মোর মরণ?

                            (সংক্ষেপিত)

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা caption

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা caption
রবীন্দ্রনাথ-ঠাকুরের-প্রেমের-কবিতা-caption

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা caption হিসেবে ব্যবহার করতে পারেন আপনার ফেসবুক পেজে। তাহলে চলুন সুন্দরী প্রেমের কবিতাটি পড়ে নিন।

কবিতা: অনন্ত প্রেম

কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার

জনমে জনমে যুগে যুগে অনিবার।

চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতোহার–

কত রূপ ধরে পরেছ গলায় নিয়েছো সে উপহার

জনমে জনমে যুগে যুগে অনিবার।

যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা,

অতি পুরাতন বিরহ মিলন কথা,

অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে

কালের তিমিররজনী ভেদিয়া তোমারি মুরতি এসে

চির স্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে

অনাদি কালের হৃদয় উৎস হতে।

আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে

বিরহবিধুর নয়নসলিলে, মিলনমধুর লাজে–

পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

আজি সেই চির-দিবসের প্রেম অবসান লভিয়াছে–

রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।

নিখিলের সুখ, নিখিলের দুখ, নিখিলের প্রানের প্রীতি,

একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি-

সকল কালের সকল কবির গীতি।

নজরুলের প্রেমের কবিতা

আপনার জন্য দেয়া হলো কবি কাজী নজরুলের প্রেমের কবিতা। কবিতাটি নিশ্চয়ই আপনার ভালো লাগবে।

কবিতা: অনামিকা

কবি: কাজী নজরুল ইসলাম

কোন নামে হায় ডাকবো তোমায়

নাম -না-জানা- অনামিকা।

জলে স্থলে গগন-তলে

তোমার মধুর নাম যে লেখা ।।

গ্রীষ্মে কঁনকচাপার ফুলে

তোমার নামের আভাস দুলে

ছড়িয়ে আছে বকুল মূলে

তোমার নাম হে নিকা।

বর্ষা বলে অশ্রু জলের মানিনী সে বিরহীনী।

আকাশ বলে তড়িৎ লতা, ধরিত্রী কয় চাতকিনী!

আষাঢ় মেঘে রাখল ঢাকি

নাম যে তোমার কাজল আঁখি

শ্রাবণ বলে, জুঁই বেলা কি?

কেকা বলে মালবিকা ।।

শারদ-প্রাতে কমল বনে তোমার নামে মধু পিয়ে

বাণীদেবীর বিনার সুরে ভ্রমর বেড়ায়য গুণগুনিয়ে।

তোমার নামের মিল মিলিয়ে

ঝিল ওঠে গো ঝিলযমিলিয়ে

আশ্বিন কয়, তার যে বিয়ে

গায়ে হলুদ শেফালিকা ।।

নদীর তীরে বেনুর সুরে তোমার নামের মায়া ঘনায়,

করুন আকাশ গ’লে তোমার নাম ঝরে নিহার কণায়

এমন ধানের মঞ্জরীতে

নাম গাঁথা যে ছন্দ গীতে

হৈমন্তী ঝিম নিশিথে

তারায় জ্বলে নামের শিখা ।।

ছায়াপথের কুহেলিকায় তোমার নামের রেণু মাখা,

মিলান মাধুরী ইন্দুলেখায় তোমার নামের তিলক আঁকা।

তোমার নামে হয়ে উদাস

ধুমল হলো বিমল আকাশ

কাঁদে শীতের হিমেল বাতাস

কোথায় সুদূর নিহারিকা ।।

তোমার নামের শত-নোরী বনভূমির গলায় দোলে

জব শুনেছি তোমার নামের মুহুর্মুহু কুহুর বোলে।

দুলালচাঁপার পাতার কোলে

তোমার নামের মুকুল দোলে

কৃষ্ণচূড়া, হেনা বলে

চির চেনা সে রাধিকা ।।

বিশ্বরমা সৃষ্টি জুড়ে তোমার নামের আরাধনা

জড়িয়ে তোমার নামা-বলি – হৃদয় করে যোগসাধনা।

তোমার নামের আবেগ নিয়া

সিন্ধু ওঠে হিল্লোলীয়া

সমীরনে মর্মরিয়া

ছেড়ে তোমার নাম-গীতিকা ।।

আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কেঃ 

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা ও গান

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে পড়ে নিন 

পৃথিবীর সেরা প্রেমের কবিতা

আপনি আপনার প্রেমিকাকে প্রেমের কবিতা শোনাতে চাইলে নিচের সুন্দর কবিতাটি বাছাই করে নিতে পারেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি নিশ্চয়ই আপনার প্রেমিকার ভালো লাগবে।

কবিতা: শুনলো শুনলো বালিকা

কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

শুনলো শুনলো বালিকা,

রাখ কুসুমমালিকা,

কুঞ্জ কুঞ্জ ফেরনু সখি শ্যামচন্দ্র নাহিরে।

দুলই কুসুম মুঞ্জরী,

ভমর ফীরই গুঞ্জরি,

অলস যমুনা বহয়ি যায় ললিত গীত গাহিরে।

শশী-সনাথ যামিনী,

বিরহ-বিধুর কামিনী,

কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে।

অদূর উঠই কাঁপিয়া,

সুখী-করে কর আপিয়া,

কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে।

মৃদু সমীর সঞ্চলে

হরয়ি শিথিল অঞ্চলে

বালি হৃদয় চঞ্চলে কানন- পথ চাহিরে;

কুঞ্জপানে হেরিয়া,

অশ্রুবারি ডারিয়া

ভানু গায় শূন্যকুঞ্জ শ্যামচন্দ্র নাহিরে!

                   (ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ)

বিখ্যাত প্রেমের কবিতা

বিখ্যাত প্রেমের কবিতা
বিখ্যাত-প্রেমের-কবিতা

বিখ্যাত প্রেমের কবিতা হিসেবে এখানে আপনাদের জন্য দোয়া হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি সুন্দর কবিতা। কবিতাটি পড়ে নিন এবং আপনার প্রিয়জনের কাছে পড়ে শোনান।

কবিতা: আমার এ প্রেম নয় তো ভীরু

কবি: রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এ প্রেম নয় তো ভীরু,

নয় তো হীনবল –

শুধু কি এ ব্যাকুল হয়ে

ফেলবে অশ্রুজল।

মন্দমধুর সুখে শোভায়

প্রেম কে কেন ঘুমে ডোবায়।

তোমার সাথে জাগতে সে চায়

আনন্দে পাগল।

নাচ’ যখন ভীষণ সাজে

তীব্র তালের আঘাত বাজে,

পালাই ত্রাসে পালাই লাজে

সন্দেহ বিহ্বল।

সেই প্রচন্ড মনোহরে

প্রেম যেন মোর বরণ করে,

ক্ষুদ্র আশার স্বর্গ তাহার

দিক সে রসাতল।

                  

                            (গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া)

রোমান্টিক প্রেমের কবিতা

রোমান্টিক প্রেমের কবিতা হেসে দেখা যাক আপনাদের জন্য দেয়া হলো কঠিন শামসুর রাহমানের লেখা একটি সুন্দর কবিতা। আশা করি কবিতাটি আপনার খুব ভালো লাগবে।

কবিতা: আমার প্রেমের মধ্যদিনে

কবি: শামসুর রাহমান

তোমার চুলের রাত্রি, শিখা-জিত আমাকে জড়ায়

গনগনে দ্বিপ্রহরে। তোমার ব্যাকুল বাহুদ্বয়

আমার বন্দর হয়, কি নিঃশব্দ, দিপ্র গীতময়

হয়ে ওঠে নিমেষেই কম্পমান তোমার অধর

আমার তৃষিত ওষ্ঠে আর ছোট ছায়াচ্ছন্ন ঘর

রূপান্তরের ছলোচ্ছল জলপুরী, থর থর তুমি

তরঙ্গীত নদী, কখনো বা গাঢ় বেদনার ভূমি,

তোমার চোখের জল আমার আত্মায় ঝরে যায়।

চুম্বনের পূর্ণতায় সত্তাময় বিষাদের সুর

বুনে দাও নিরুপায়, তুমি হয়ে যাও কি সুদূর।

আমার প্রেমের মধ্যে দিনে তোমার চোখের জল

নিবিড় আষাঢ় আনে সত্তায় করায়, অবিরল

হাওয়া বয় হৃদয়ের ঝোপেঝাড়ে। থামে সব কথা,

তোমার অধর থেকে আমাকে ছোঁয় অমরতা।

                     (প্রতিদিন ঘরহীন ঘরে কাব্যগ্রন্থ থেকে)

 

আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কেঃ 

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় ও‌ ইংরেজিতে????

১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস sms সাথে ভালোবাসা দিবসের ইতিহাস????

শেষ কথা

প্রেমের কবিতা পড়া আমাদের কাছে খুব আনন্দের একটি বিষয়। জীবনের কোন না কোন সময় একবার হলেও আপনার জীবনে প্রেম এসেছে বা আসবে। সেই মুহূর্তের কথা চিন্তা করে আপনি আজকের দেয়া কবিতা গুলো পড়ে নিতে পারেন।

কবিতা গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পড়ে শোনাবেন এবং তার সাথে শেয়ার করবেন। আজকের লেখা সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিজের কমেন্ট বক্সে লিখুন।

আপনার জীবন প্রেমময় সুন্দর হয়ে উঠুক এই আশা করি। সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন। প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন।