ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা, কথা ও উক্তি 

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা , ভালোবাসার মানুষের জন্য আপনি যা অনুভব করেন বা অনেক সময় আপনার মনে রোমান্টিক ভাব আসে। এই রোমান্টিক ভাবনা-চিন্তাগুলো বার্তার ???? মাধ্যমে পাঠাতে পারেন আপনি আপনার ভালোবাসার মানুষকে। 

আপনার ভালোবাসার মানুষের জন্য একটি অমূল্য নিখুঁত উপহার কেনা হয়তো আপনার সাধ্যের বাইরে। আবার কোন কিছু কেনার আগে ভাবতে হয় যে তার পছন্দ হবে কি হবে না এইসব বিষয়।

এতসব না ভেবে আপনার মন থেকে আসা রোমান্টিক বার্তা গুলো আপনি আপনার প্রিয় মানুষকে লিখে পাঠাতে পারেন। আপনাদের একসাথে কাটানো রোমান্টিক কিছু মুহূর্তের কথা স্মরণ করে তার জন্য লিখতে পারেন।

আপনার এই কাজে সহযোগিতা করার জন্য আমরা আপনার জন্য নিয়ে এসেছি এমন কিছু রোমান্টিক বার্তা যা আপনি আপনার ভালোবাসার মানুষের জন্য পাঠাতে পারবেন।

তাহলে আর দেরি কেন এখনি পড়ে নিন আমাদের  লেখা ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা গুলো।।????।।

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা???? মেসেজ আকারে ছোট সুন্দর করে কার্ডে লিখে পৌঁছে দিতে চান? যদি তাই হয় তাহলে আমাদের লেখা সুন্দর বার্তা গুলো আপনার কাজে আসবে।

রোমান্টিক বার্তা গুলোর মাধ্যমে আপনি আপনার অনুভূতি খুব সহজেই আপনার ভালোবাসার মানুষকে বোঝাতে পারবেন। তাই আর দেরি না করে চলুন দেখে নিন ভালোবাসা মানুষের জন্য লিখা রোমান্টিক কিছু বার্তা।।????।।

<> ভালোবাসা শব্দটি সবসময় নতুন ভাবে ধরা দেয় আমার জীবনে। সারাক্ষণ এই মন বলতে চায় কতটা ভালোবাসি ???? তোমায়।

<> ভালোবাসার রং কখনো হয় না মলিন, কখনো হয়না ধূসর কিংবা বর্ণহীন। ভালোবাসা থাকে সবসময় রংধনুর রঙ্গে রাঙ্গানো ???? । আমার ভালোবাসার রঙে তোমায় সারাটি জীবন রঙিন করে রাখতে চাই।

<> তুমি আমার ভালোবাসা মানুষ। তোমাকে ছাড়া একটি মুহূর্ত খুবই কষ্টকর হয়ে যায়।

<> তুমি সব সময় থাকো আমার পুরো হৃদয় জুড়ে। তাইতো বার বার হাজার বার কষ্ট দিলে ও মন থেকে মুছে দিতে পারবো না তোমায়।

<> যদি একটি মুহূর্ত তোমাকে না দেখি মনে হয় আমার নিঃশ্বাসটাই বন্ধ হয়ে যায়।

<> তোমার ওই গোলাপ ???? রাঙানো ঠোঁটের হাসি সারাটাক্ষন পাগল করে আমায়। বলতে চাই তোমাকে অনেক ভালোবাসি????।

<> তুমি আমার জীবনের এমনই একজন, তোমায় একটি পলক না দেখলে বাঁচে না এই মন।

<> তোমাকে ভালোবাসি ❤️। যতবার বলি এই কথাটি বারবার বলতে ইচ্ছে হয়। সারা জীবন ভালোবেসে যাবো তোমায়।

<> শুধুমাত্র তোমাকে কাছে পাওয়ার জন্যই তোমাকে ভালোবাসি ???? না । শুধুমাত্র ভালো লাগার নাম ভালোবাসা হতে পারে না। ভালোবাসা হলো সেটাই যার জন্য নিজের সুবিধা ভালোবাসার মানুষকে সুখে রাখা হয়।

<> তোমাকে এত ভালোবাসি ???? প্রিয়, যার নেই কোন সীমা। সারা জীবন তোমার হাতে হাত রেখে পাশাপাশি চলতে চাই, সেই শুধুই মোর চাওয়া।

আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কেঃ 

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় ও‌ ইংরেজিতে

১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস sms সাথে ভালোবাসা দিবসের ইতিহাস

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা উক্তি 

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা উক্তি 
ভালোবাসার-মানুষের-জন্য-রোমান্টিক-বার্তা-উক্তি

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা হিসেবে আমরা বেশ কিছু উক্তি উল্লেখ করেছি। এই উক্তিগুলো ব্যবহার করে আপনি আপনার ভালোবাসার মানুষকে রোমান্টিক বার্তা দিতে পারেন।

বিখ্যাত ব্যক্তিগণ তাদের নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই সব রোমান্টিক উক্তিগুলো করে গেছেন। যা আপনি আপনার প্রিয় মানুষের জন্য করতে পারেন।

দেখুন আমাদের রোমান্টিক বার্তা উক্তিগুলো এবং পাঠান আপনার মনের মানুষকে।।????।।

 

<> আপনার হৃদয়ে ভালোবাসা রাখুন। এটি ছাড়া একটি জীবন একটি সূর্যহীন বাগানের মত যখন ফুলগুলো মারা যায়।

— অস্কার ওয়াইল্ড ।।

<> প্রেম আছে, যেখানে জীবন আছে।

— মহাত্মা গান্ধী ।।

<> আপনি প্রেমে পড়ার জন্য মধ্যাকর্ষণ কে দোষ দিতে পারেন না।

— আলবার্ট আইনস্টাইন ।।

<> আপনি যদি ভালবাসতে চান তবে ভালবাসুন।

— সেনেকা ।।

<> আসুন আমরা সর্বদা হাসির সাথে একে অপরের সাথে দেখা করি, কারণ হাসিই ভালবাসার শুরু।

— মাদার তেরেসা ।।

<> একটি ফুল সূর্যের আলো ছাড়া ফুটতে পারে না, এবং মানুষ প্রেম ছাড়া বাঁচতে পারেনা।

— ম্যাক্স মুলার ।।

<> ভালোবাসা হলো যখন অন্য ব্যক্তির সুখ আপনার নিজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

— এইচ জ্যাকশন ব্রাউন, জুনিয়র ।।

<> ভালোবাসা হলো সেই ফুল যা আপনাকে বাড়তে দিতে হবে।

— জন লেনন ।।

<> ভালোবাসা এবং ভালোবাসা দিক থেকে সূর্যের অনুভব করা।

— ডেভিড ভিসকট ।।

<> ভালোবাসা বাতাসের মতো আপনি এটি দেখতে পাবেন না তবে আপনি এটি অনুভব করতে পারবেন।

— নিকোলাস স্পার্ক ।।

<> আমি বরং এই পৃথিবীর সমস্ত বয়সের মুখোমুখি হবার চেয়ে তোমার সাথে একটি জীবন কাটাতে চাই।

— জে আর আর  টলকিয়েন ।।

<> জীবনে ধরে রাখার সেরা জিনিসটি হল একে অপরকে।

— অড্রে হেপবার্ন ।।

<> চুরি করা চুম্বন সব সময় মিষ্টি হয়।

লে হান্ট ।।

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা English

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা English
ভালোবাসার-মানুষের-জন্য-রোমান্টিক-বার্তা-English

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা শুধু বাংলাতে না দিয়ে ইংরেজিতেও দিতে পারেন। আপনি যদি আপনার মনের ভাব ইংরেজিতে সুন্দর ভাবে সাজাতে না পারেন। এটা কোন সমস্যা না।

কারণ আমরা আপনাদের জন্য এই পোস্টটিতে রোমান্টিক ইংলিশ বার্তা নিয়ে এসেছি যা ব্যবহার করে আপনি আপনার ভালবাসার মানুষকে ইংরেজিতে আপনার মনের রোমান্টিক ভাব বোঝাতে পারবেন।।????।।

 

<> Only time I stupidly smile ☺️ ️ ️ on my phone is when I get text messages from you.

<> I cannot explain how you make me feel when I hear your voice or see your face, but I adore it.

<> I always wake up smiling ????. I think it’s your fault.

<> Can I borrow a kiss ????? I promise to give it back.

<> If I wear a stop light , I would turn red ♥️ every time you passed by, so that I could stare ???? at you a bit longer.

<> Just had to let you know. Loving you is the best thing that happened to me ????.

<> The owner of beauty ????. I honor you, I present you with a dozen red roses ????????????????????????????????????????????????.

<> You are my soulmate, my best friend. What would I do without you ?????

<> Thank you for always making me feel like the most beautiful women in the world ????.

<> I cannot decide if the best part of my day is waking up next to you ❤️, aur going to sleep with you. Hariom so I can compare the two again.

আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কেঃ 

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা ও গান

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে পড়ে নিন

বউ নিয়ে রোমান্টিক কথা

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা হিসেবে আপনি আপনার বউয়ের জন্য বার্তা পাঠাতে পারেন। এজন্য আপনি আপনার রোমান্টিক অনুভূতির একটি সুন্দর বার্তা তৈরি করুন।

আপনার অনুভূতির সাথে মিল রেখে আমরা সাজিয়েছি রোমান্টিক প্রেম বার্তা গুলো। আশা করি বার্তাগুলো দিয়ে আপনি আপনার প্রিয়তমা বউ কে খুশি করতে পারবেন।।????।।

 

<> যখন থেকে তোমার সাথে আমার দেখা হয়েছে। তোমাকে পেয়েছি আমার নিজের করে। তখন থেকে আমি নিজেকে একজন ভাগ্যবান স্বামী মনে করি। শুধু তুমি আছো বলে আমার জীবন একটি সুন্দর জীবনে পরিণত হয়েছে।

<> তুমি আমার স্বর্গ এবং আমি এই স্বর্গ সুখে সারা জীবন থাকার জন্য তোমার কাছে আটকে থাকবো।

<> তুমি আমার জীবনের সঙ্গিনী। শুধু তাই নয় তুমি আমার আত্মার সাথী।

<> আমি যদি তোমাকে জীবনে একটা জিনিস দিতে পারতাম, তাহলে আমি তোমাকে আমার চোখে নিজেকে দেখার ক্ষমতা দিতাম। এতে করে তুমি বুঝতে পারতে তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ।

<> আমার ছয়টি শব্দের প্রেমের গল্প শোনো, আমি তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারিনা।

<> তুমি হলে আমার আত্মার সাথী, আমার সবচেয়ে ভালো বন্ধু, তোমাকে ছাড়া আমার জীবন কি করে কাটাবো?

<> তুমি হলে শীতল হওয়ার একটি শ্বাস এবং রোদের একটি রশ্মি। যা প্রতিদিন এর জন্য আমার জীবন হয়ে থাকে।

<> আমি আমার জীবনের প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে তোমার সুন্দর হাসির কারণ হতে চাই।

<> তোমার কাছ থেকে দূরে থাকা প্রতিটি মুহূর্ত মনে হয় অনন্তকাল।

<> তোমার জীবনের রূপকথার গল্প সত্যি হয়েছে। কারন আমি তোমাকে নিজের করে পেয়েছি।

প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কথা 

প্রেমিকাকে নিয়ে রোমান্টিক কথা 
প্রেমিকাকে-নিয়ে-রোমান্টিক-কথা

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা দিতে কোন প্রেমিকেরই না ভালো লাগে। প্রত্যেক প্রেমিকই তার প্রেমিকা কে নিয়ে রোমান্টিক কথাবার্তা বলতে পছন্দ করে।

আপনাদের মত প্রেমিকদের কথা ভেবে আজ আমরা সাজিয়েছি আমাদের পোস্টটি। এখানে আপনি আপনার প্রেমিকাকে জানানোর জন্য বেশ কিছু পেয়ে যাবেন।

তাইতো আর দেরি না করে পুরো পোস্টটি পড়ে নিতে পারেন।????।।

 

<> তোমার ওই গোলাপ ???? রাঙ্গা ঠোঁটের???? হাসি আমার জীবনের দেখা সবচেয়ে সুন্দর জিনিস।

<> কেউ আমাকে মাত্র দুটি শব্দই তোমাকে বর্ণনা করতে বলে, তাহলে আমি বলব যে তুমি হলে “সিম্পলি আমেজিং”।

<> মানুষের সমুদ্রের ভিড়ের মধ্যে আমার দুটি চোখ  সব সময় শুধু তোমাকেই খুজে বেড়ায়।

<> তোমার কি কোন ধারনা আছে যে আমরা একসাথে থাকি না এমন দিনের প্রতি সেকেন্ডে আমি তোমাকে কতটা মিস করি?

<> যখন আমি তোমার চারপাশ আমার বাহু দিয়ে জড়িয়ে রাখি, তখন আমি সত্যি তোমাকে কখনো ছেড়ে দিতে চাই না।

<> তোমার প্রেমে পড়ে আমি নিজেকে একজন ভাগ্যবান প্রেমিক মনে করি।

<> তুমি যদি একটি সিনেমা হতে, তাহলে আমি তোমাকে বারবার দেখতেই থাকতাম।

<> যদি তোমাকে ভালোবাসা একটি কাজ হয়, তাহলে আমি সবচেয়ে যোগ্য ও উৎসর্গকৃত প্রার্থী হতাম। আসলে আমি বিনামূল্যে ও এই কাজটি করতে ইচ্ছুক।

<> এরপর যখন আমি তোমাকে আলিঙ্গন ???? করব, এতক্ষণ তোমাকে অনেক সময়ের জন্য ধরে রাখবো।

<> যখনই আমার ফোনে কোন নোটিফিকেশন আর সে আমি আশা করি যে তুমিই এর কারণ।

আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কেঃ 

মা কে নিয়ে ভালোবাসার কথা, স্ট্যাটাস, সেরা উক্তি

ভালোবাসার আবেগ নিয়ে কিছু কথা ও কবিতা

শেষ কথা

ভালোবাসার মানুষের জন্য রোমান্টিক বার্তা দিয়ে সাজানো আমাদের এই পোস্টটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। ভালোবাসার মানুষকে নিজের মনের অনুভূতি প্রকাশ করার জন্য আপনি আমাদের এই বার্তাগুলো ব্যবহার করতে পারবেন।

আপনার ভালোবাসার মানুষের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত খুব সুন্দর ও আনন্দময় হোক। এ আশা করে আমাদের আজকের পোস্টটি শেষ করলাম। পোস্ট সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন।

প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট আপডেট পেতে আমাদের সাইটের সাথে থাকবেন। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ ????????।