ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা ও গান

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা। জন্মদিন একটি বিশেষ দিন। এ বিশেষ দিনটি যদি হয় আপনার প্রিয় ভালোবাসার মানুষের তাহলে তো কোন কথাই নেই।

আপনার প্রিয় মানুষের জন্মদিনে তাকে কবিতা ও গান শুনিয়ে শুভেচ্ছা জানাতে পারেন। আপনার জন্য আমরা আজকের  নিয়ে এসেছি জন্মদিনের শুভেচ্ছা কবিতা আর জন্মদিনের শুভেচ্ছা গান। কবিতা ও গানগুলি আশা করি আপনাদের পছন্দ হবে।

তাহলে চলুন আজকের এই সুন্দর পোস্টটি পড়ুন এবং উপভোগ করুন। আর আপনার ভালোবাসার মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সুন্দর কবিতা ও গান বাছাই করে নিন।

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বিষয়ক কবিতা দেওয়া হলো। আপনি আপনার ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা হিসেবে এই কবিতাটি পড়ে শোনাতে পারেন অথবা তাকে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট করতে পারেন।

জন্মদিনের কবিতা

রবীন্দ্রনাথ ঠাকুর

সেদিন আমার জন্মদিন।

প্রভাতের প্রণাম লইয়া

উদয় দিগন্ত পানে মেলিলাম আঁখি,

দেখিলাম শদ্যস্নাত উষা

আঁকি দিল আলোকচন্দনলেখা

হিমাদ্রির হীমশুভ্র পেলব ললাটে।

যে মহা দূরত্ব আছে নিখিল বিশ্বের মর্মস্থানে

তারি আজি দেখিনু প্রতিমা

গিরিন্দ্রের সিংহাসন- পরে।

পরম গাম্ভীর্যে যুগে যুগে

ছায়াঘন অজানার করিছে পালন

পথহীন মহারণ্য-মাঝে,

অভ্রভেদী সুদূরকে রেখেছে বেষ্টিয়া

দুর্ভেদ্য দুর্গম তলে

উদয় অস্তের চক্রপথে।

আজি এই জন্মদিনে

দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এলো।

যেমন সুদূর ওই নক্ষত্রের পথ

নীহারিকা জ্যোতির বাষ্প মাঝে

রহস্যে আবৃত,

আমার দূরত্ব আমি দেখিলাম তেমনি দুর্গমে-

অলক্ষ্য পথের যাত্রী, অজানা তাহার পরিণাম

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা গান

ভালোবাসার-মানুষকে-জন্মদিনের-শুভেচ্ছা-গান

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা। আপনি ভালোবাসার মানুষটি যদি গান পছন্দ করি তাহলে আপনি তাকে শুভেচ্ছা জানানোর জন্য কবিতার পাশাপাশি গান গেয়েও শোনাতে পারেন।

আপনার সুবিধার জন্য নিচে একটি সুন্দর গান দেয়া হলো যা আপনার ভালোবাসার মানুষকে শোনাতে পারেন অথবা আপনার ভালোবাসার মানুষকে facebook অথবা মেসেঞ্জারে টেক্সট করতে পারেন।

জন্মদিনের গান 

আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা।

আজকের জোসনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা।

আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভালো লাগা।

মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমায়,

চাই অনুগত খুন হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায় 

আজ জন্মদিন তোমার…..!

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,

তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল।

ভালোবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা জানাই

চাই অনুগত খুন হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায় 

আজ জন্মদিন তোমার…..!

তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।

আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা জানাই

চাই অনুগত খুন হোক আরো সুন্দর উজ্জ্বল দিন কামনায় 

আজ জন্মদিন তোমার…..!

আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কগুলোতে

প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে || Birthday SMS in English 

ছোট বোনের জন্মদিনের শুভেচ্ছা বাংলা ও ইংরেজিতে

স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা, কবিতা, এসএমএস ও ইসলামিক বার্তা

আজ তোমার জন্মদিন কবিতা

আপনার ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা হিসেবে এই কবিতাটি পড়ে শুনাতে পারেন। আশাকরি কবিতা টি আপনার পছন্দ হবে। তাহলে আর দেরি না করে কবিতাটি পড়ে নিন।

জন্মদিন

রবীন্দ্রনাথ ঠাকুর 

তোমরা রচিলে যারে

নানা অলংকারে

তারে তো চিনি নে আমি,

চেনেন না মোর অন্তর্যামী

তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা।

বিধাতার সৃষ্টিসীমা

তোমাদের দৃষ্টির বাহিরে।

কাল সমুদ্রের তীরে

বিরলে রচেন মূর্তিখানি

বিচিত্রিত রহস্যের যবনিকা টানি

রূপকার আপন নিভৃতে।

বাহির হইতে

মেলায় আলোক অন্ধকার

কেহ এক দেখে তারে, কেহ দেখে আর।

খন্ড খন্ড রূপ আর ছায়া,

আর কল্পনার মায়া,

আর মাঝে মাঝে শূন্য, এই নিয়ে পরিচয় গাঁথে

অপরিচয়ের ভূমিকাতে।

সংসার খেলার কক্ষে তাঁর

যে-খেলেনা রচিলেন মূর্তিকার

মোরে লয়ে মাটিতে আলোতে,

সদায় কালোতে,

কে না জানে সে ক্ষনভঙ্গুর

কালের চাকার নিচে নিঃশেষে ভাঙ্গিয়া হবে চুর।

সে বহিয়া এনেছে যে-দান

সে করে ক্ষণেকতরে অমরের ভান-

সহসা মুহূর্তে দেয় ফাঁকি,

মুঠি-কয় ঢুলি রয় বাকি,

আর থাকে কাল রাত্রি সব-চিহ্ন-ধুয়ে-মুছে-ফেলা।

তোমাদের জনতার খেলা

রচিল যে পুতুলিরে

সে কি লুব্ধ বিরাট ধূলিরে

এড়ায়ে আলোতে নিত্য রবে।

এ কথা কল্পনা করো যবে

তখন আমার

আপন গোপন রূপকার

হাসেন কি আঁখিকোনে

সে কথাই ভাবি আজ মনে।

Romantic ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা

Romantic-ভালোবাসার-মানুষকে-জন্মদিনের-শুভেচ্ছা-কবিতা

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা শোনানোর জন্য আপনি এই রোমান্টিক কবিতাটি বেছে নিতে পারেন। তাহলে চলুন এক্ষুনি কবিতাটি পড়ে নিন।

জন্মদিনের কবিতা

আরণ্যক বসু

পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক

আমরা তখন প্রেমে পড়বো

মনে থাকবে?

বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে

শীতলপাটি বিছিয়ে দেবো;

সন্ধ্যে হলে বসবো দু’জন।

একটা দুটো খসবে তারা

হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে,

কান্ত কবির গান গাইবে

তখন আমি চুপটি ক’রে দু’চোখ ভরে থাকব চেয়ে…

মনে থাকবে?

এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব এই জন্মের চুলের বন্ধু পরের জন্মে থাকে যেন

এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন

মনে থাকবে?

আমি হব উড়নচণ্ডী

এবং খানিক উসকোখুসকো

এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেব

তুমি কাঁদলে গভীর সুখে

এক নিমিষে সবটুকু জল শুষে নেব

মনে থাকবে?

পরের জন্মে কবি হব

তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধবো।

তোমার অমন ওষ্ঠ নিয়ে

নাকছাবি আর নুপুর নিয়ে

গান বানিয়ে-

মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো…

মনে থাকবে?

আর যা কিছু হই বা না হই

পরের জন্মে তিতাস হব

দোল মঞ্চের আবির হবো

শিউলি তলার দূর্বো হবো

শরৎকালের আকাশ দেখার-

অনন্ত নীল সকাল হব;

এসব কিছু হই বা না হই

তোমার প্রথম পুরুষ হবো

মনে থাকবে?

পরের জন্মে তুমিও হবে

নীল পাহাড়ের পাগলা-ঝোরা

গায়ের পোশাক ছুড়ে ফেলে

তৃপ্ত আমার অবগাহন।

সরাসরি ভোরে তোমার হীরক চূর্ণ ভালোবাসা।

তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল।

আমার অনেক কথা ছিল

এ জন্মে তা যায়না বলা

বুকে অনেক শব্দ ছিল

সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক

কাব্য করে বলা গেল না

এজন্য তো কেটে গেল অসম্ভবের অসঙ্গতে

পরের জন্মে মানুষ হবো

তোমার ভালোবাসা পেলে

মানুষ হবোই- মিলিয়ে নিও।

পরে জন্মে তোমায় নিয়ে

বলতে ভীষণ লজ্জা করছে

ভীষণ ভীষণ লজ্জা করছে

পরের জন্য তোমায় নিয়ে…

মনে থাকবে?

আরও পড়তে ভিজিট করুন নিচের লিঙ্কগুলোতে

রোনালদোর বউ এর নাম কি এবং রোনালদো সম্পর্কে অন্যান্য তথ্য

১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস sms সাথে ভালোবাসা দিবসের ইতিহাস????

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে পড়ে নিন????????

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনের কবিতা

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুন্দর একটি কবিতা দেওয়া হলো। কবিতাটি পড়ুন এবং উপভোগ করুন।

দৃষ্টিজালে জড়ায় ওকে হাজারখানা চোখ,

ধ্বনগর ঝড়ে বিপন্ন ওই লোক।

জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে,

দোহাই ওগো, তাদের দলে লও এ মানুষটাকে-

সজনে পাতার মতো যাদের হালকা পরিচয়,

দুলুক খসুক শব্দ নাহি হয়।

সবার মাঝে পৃথক ও যে ভিড়ের কারাগারে

খ্যাতি-বেড়ির নিরন্ত ঝংকরে।

সবাই মিলে নানা রঙ্গে রঙ্গিন করছে ওরে,

নিলাজ মঞ্চে রাখছে তুলে ধরে,

আঙ্গুল তুলে দেখাচ্ছে দিন রাত;

কোথায় লুকোয় ভেবে না পাই আড়ালে ভূমিসাৎ।

দাও-না ছেড়ে ওকে

স্নিগ্ধ-আলো শ্যামল-ছায়া বিরল-কথার লোকে,

বেড়াহীন বিরাট ধূলি-পর,

সে যেখানে মহাশিশুর আদিম খেলাঘর ।

ভোর বেলাকার পাখির ডাকে প্রথম খেয়া এসে

ঠেকলো যখন সব প্রথমের চেনাশোনার দেশে,

নামলো ঘাটে যখন তারে সাজ রাখে নি ঢেকে,

ছুটির আলো নগ্ন গাঁয়ে লাগলো আকাশ থেকে-

যেমন করে লাগে তরীর পালে,

যেমন লাগে অশোক গাছের কচি পাতার ডালে।

নাম ভোলা ফুল ফুটল ঘাসে ঘাসে

সেই প্রভাতের সহজ অবকাশে।

ছুটির যোগ্যে পুষ্পহোমে জাগল বকুলশাখা,

ছুটির শূন্যে ফাগুন বেলা মেলল সোনার পাখা।

ছুটির কোণে গোপনে তার নাম

আচমকা সেই পেয়েছিল মিষ্টি সুরের দাম,

কানে কানে সে নাম রাখার ব্যথা উদাস করে

চৈত্র দিনের স্তব্ধ দুইপ্রহরে।

আজ সবুজ এই বনের পাতায় আলোর ঝিকিঝিকি

সেই নিমেষের তারিখ দিলো লিখি।

তাহলে ডাক দিয়েছিল পদ্মা নদীর ধারা,

কাপন লাগা বেনুর শিরে দেখেছে শুকতারা;

কাজল কালো মেঘের পুঞ্জ সজল সমিরনে

নীল ছায়াটি বিছিয়েছিল তটের বনে বনে,

ও দেখেছে গ্রামের বাঁকা বাটে

কাখে কলস মুখর নিয়ে চলে স্নানের ঘাটে;

সর্ষেতিসির খেতে

দুই রঙা সুর মিলেছিল অবাক আকাশেতে;

তাই দেখেছে চেয়ে চেয়ে অস্তরবির রাগে-

বলেছিল, এইতো ভালো লাগে।

সেই-যে ভালো-লাগাটি তার যাক সে রেখে পিছে,

কীর্তি যা সে গেঁথেছিল হয় যদি হোক মিছে,

না যদি রয় নাই রহিল নাম-

এই মাটিতে রইল তাহার বিস্মিত প্রণাম।

শেষ কথা

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা ও গান দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই পোস্টটি। এসব গান ও কবিতা গুলোর মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে খুব সুন্দরভাবে শুভেচ্ছা জানাতে পারেন।

আজকের পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিচের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখুন।

নিয়মিত এ ধরনের সুন্দর সুন্দর পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন সুস্থ থাকুন।