ইসলামিক স্ট্যাটাস বিষয়টা কেমন জানি আবেগের একটি বিষয় । আজ আমি যখন ইসলামিক বিষয়গুলো নিয়ে কিছু পড়ালেখা করছিলাম, তখনই মনে হলো যেহেতু আমার একটি ওয়েবসাইট আছে তো সেখানে তো আমি পারি যারা ইসলাম নিয়ে জানতে চাই বা ইসলাম নিয়ে ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট দেয় তাদের জন্য সহজ করে তুলে ধরা যেতেই পারে ।
তাই আজ আমি আপনাদের জন্য লিখতে বসেছি ইসলামিক স্ট্যাটাস নামক একটি আর্টিকেল যা আপনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে পারেন এখান থেকে শুধু কপি করবেন এবং পেস্ট করবেন আপনার সোশ্যাল মিডিয়ার পোস্ট কর্নারে ।
আমরা এখানে বর্ণনা করেছি ইসলামিক স্ট্যাটাস এর বিষয়গুলো বিভিন্ন সোর্স থেকে খুজে খুজে একত্রিত করে নিয়ে এসেছি আপনাদের মাঝে ।
তাই আর দেরি না করে আমাদের আর্টিকেলটি পড়ুন কপি করুন এবং পোস্ট করুন আপনার ফেসবুক ওয়ালে ।
ইসলামিক স্ট্যাটাস
- “হিংসা মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়, ঠিক তেমনিভাবে রাগ মানুষের ঈমানকে নষ্ট করে দেয় আর মিথ্যা মানুষের হায়াতকে কমিয়ে দেয়” । বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।
- “পৃথিবীতে সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা আর সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া” । হযরত আলী রাঃ ।
- “আসল বীর হলো সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে” । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।
- “আমার সাথে তার কোন সম্পর্ক নেই, যে ব্যক্তি ধোঁকাবাজি করে” । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
- “সন্তানের উত্তম আচরণ ও শ্রদ্ধা পাওয়ার সবচেয়ে বেশি অধিকারী হচ্ছে মা । সে মাকে কখনও কষ্ট দিওনা” । বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ ।
- “এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা, জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে” । বিশ্বনবী হযরত মুহাম্মদ সাঃ ।
- “তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো, কেননা সেজদা হচ্ছে দোয়া কবুলের উপযুক্ত সময়” । মুসলিম হাদিস – ৮৭০ ।
- “তুমি যাকে ভালোবাসো হাশরের ময়দানে তুমি তার সাথেই থাকবে” । হযরত মুহাম্মদ সাঃ ।
- “যখনি আমি অসুস্থ হতাম তখনি আমি কালোজিরা খেতাম” । হযরত মুহাম্মদ সাঃ ।
- “তারা যতক্ষন ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ ততক্ষন তাদের উপর আযাব দিবেন না” । আনফাল – আয়াতঃ ৩৩ ।
- “দৈনিক পাঁচ ওয়াক্ত নামায আমাদেরকে সুখী ও স্বাস্থবান করে তোলে” । সুবহান আল্লাহ ।
- “প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়” । বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।
- “আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন । আরও ভালোবাসেন তাদের যারা পবিত্র থাকেন” । সূরাঃ বাকারা ।
- “মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কেননা মৃত্যুর দূত সবসময়ই তোমার পেছনে আছে । তার ডাকার পর আর প্রস্তুত হবার সময় থাকেনা” । হযরত আলী রাঃ ।
- সর্বদা ছোট ছোট গুনাহ গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো । কেনোনা মানুষ কখনো পাহাড়ের সাথে হোঁচট খায়না, ছোট পাথরের সাথে খায়” । হযরত আলী রাঃ ।
আরও পড়ুন ঃ
Facebook Status Bangla ||ফেসবুক স্ট্যাটাস বাংলা
বাংলা স্ট্যাটাস
- “হে মুমিনগন জুমুয়ার দিনে যখন সালাতের আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরনপানে ত্বরা করো এবং কেনাবেঁচা বন্ধ করো । এটা তোমাদের জন্য উত্তম” ।
- “নিজের হাতে উপার্জিত একটি রুটি , অন্যের দয়ায় দেওয়া কোরমা পোলাওয়ের চাইতে উত্তম” ।
- “সামনে আসছে রোজা হালকা করো গোনাহের বোঝা । যদি করে থাকো পাপ, চেয়ে নাও মাফ । এসো নিয়ত করি, আজ থেকে সবাই নামাজ পড়ি” ।
- “ যে দুনিয়াতে কোন বান্দার দোষ গোপন রাখে, কেয়ামতের দিন আল্লাহ তায়ালা তার দোষ গোপন রাখবেন” । মুসলিম – ২৫১০ ।
- “হে আমার রব হিসাব গ্রহণের দিন আমাকে আমার পিতা-মাতা কে এবং মুমিনদেরকে ক্ষমা করুন” । সূরা ইব্রাহীম আয়াত নংঃ ৪১
- “গরমের প্রচন্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ” । সহিহ বুখারী, হাদিস নংঃ ৫৩৪ ।
- “নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না” ।
- “হে আমার রব তোমাকে ডেকে আমি কখনো বিফল হইনি” । সূরা মারিয়াম আয়াত নংঃ ৪ ।
- “যে জাতি যাকাত দেয় না আল্লাহ তাদের উপর বৃষ্টিপাত বন্ধ করে দেন” । বাইহাকি সিলসিলা সহিহাঃ ১০৭ ।
- “যে ব্যক্তির সর্বশেষ কথা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন” । সুনানে আবু দাউদঃ ৩১১৬ ।
- “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার প্রতি উত্তম ব্যবহারকারীর দোয়া কবুল করা হয়” ।
- “প্রতিরাতে সুরা মূলক পাঠ করুন, এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন” । হাদিস নম্বরঃ ৩৮৩৯, সিলসিলা সহিহা হাদিস নম্বরঃ ১১৪০।
- “মোনাজাতে ঝরে পড়া চোখের পানি কখনো বিফলে যায় না” । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ।
- “সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ” । সহীহ বুখারী ৩৩৮৩ ।
- “যখন বান্দার জ্বর হয় তখন গুনাহগুলো ঝরে পড়তে থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম” ।
- “ফজরের নামাজবিহীন একটি সকাল কখনই শুভ হতে পারে না” ।
- “ইসলাম একমাত্র ধর্ম যেখানে হাসলে সাওয়াব, কাঁদলে গুনাহ মাফ” । সুবহানআল্লাহ সুবহানআল্লাহ ।
- “দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকা সুন্নত” । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম ।
- “তুমি তোমার মাকে খুশি রাখ আল্লাহ তোমাকে খুশি রাখবেন” ।
আরও পড়ুন ঃ
সেরা জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও দোয়া (বাংলা+English)
ইসলামিক স্ট্যাটাস ফেসবুক
- “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট” । তিরমিজি মিশকাত হা ৪৭১০ ।
- “সুবহানাল্লাহ, তিনজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয় মজলুমের দোয়্ মুসাফিরের দোয়া, সন্তানের জন্য মা-বাবার দোয়া” ।
- “আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করে দেখবে খারাপ সময় গুলো আল্লাহর পক্ষ হতে রহমত মনে হবে” ।
- “তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দ্বীন আল্লাহর জন্য হয়ে যায় । সুতরাং তারা যদি বিরত হয় তাহলে জালিমরা ছাড়া কারো উপর কোন কঠোরতা নেই” ।
- “ইসলাম জিতবেই তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া কিন্তু তুমি জিততে পারবে না ইসলামকে ছাড়া” ।
- “প্রতিরাতে শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে এসে আল্লাহ বলেন, কে আমাকে ডাকে, আমি সারা দিব যা চাইবে তাই দিব” । বুখারীঃ ১১৪৫ ।
- “সুরা ইয়াসিনের এমন একটি আয়াত আছে যেটা জিকির করলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যায়” । ইবনে মাজাহঃ ৩৮৬২ ।
- “তোমরা শুক্রবার কে ভয় করো কারন কোন এক শুক্রবারে কেয়ামত হবে” । হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।
- “প্রাচুর্যের প্রতিযোগিতা সাময়িক, হারাম পথে অবৈধভাবে বান্দার হক নষ্ট করে করা বিলাসিতা থেকে প্রাপ্ত সুখ সাময়িক আর এই সাময়িক সুখের পরিণতি চিরস্থায়ী জাহান্নাম” ।
- “আপনি সালাতের প্রতি উদাসীন অথচ আপনার মৃত্যু দুই সালাতের মধ্যবর্তী যে কোন সময় হতে পারে” ।
- “হযরত মুহাম্মদ সাঃ বলেন তুমি কেউ তোমাদের ফুল দিলে তা যেন প্রত্যাখ্যান না করো কেননা তা বহনে হালকা ও কারণে উত্তম” । মুসলিম হাদিস ৫৬৮৭ ।
- “মানুষ হচ্ছে সময়ের সমষ্টি । জীবন থেকে একটা দিন গত হওয়া মানে মানুষের একটা অংশ গত হয়ে যাওয়া” । ইমাম শাফি রাহী ।
- “যে হৃদয় পুড়ে গেছে পাপের রোদে, তাওবার বৃষ্টি সেখানে ফের জাগিয়ে তুলে প্রাণের স্পন্দন । আল্লাহ তওবা কারীদের ভালোবাসেন । আল্লাহর রহমত সারা বিশ্বকে আবৃত করে আছে । সূরা আরাফ আয়াত নংঃ ১৫৬ ।
- কেউ কারো প্রতি দৃষ্টি দেওয়ার অবকাশ পাবে না । আল্লাহু আকবার । মিশকাত ৫৩০২।
- তবে ঐদিন মুমিনের জন্য একটি ফরজ সালাত আদায়ের সময় মনে হবে । আলহামদুলিল্লাহ ।। বাইহাকি মিশকাত ৫৫৬৩ ।
আরও পড়ুন ঃ
সেরা বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (বাংলা + English)
ইসলামিক উক্তি এবং ইসলামিক স্ট্যাটাস
- আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিবো । ফলে তাদের হাত আমার সাথে কথা বলবে আর পা সাক্ষী দেবে তার কৃতকর্মের । সূরা ইয়াসিন ৬৫ নং আয়াত ।
- সেদিন সকলে একত্রিত হবে । সুবহানাল্লাহ ।। সূরা আনাম আয়াত নং ২২ ।
- হাত, পা, কান, চক্ষু এবং চামড়া মানুষের বিরুদ্ধে স্বাক্ষ্য দিবে । আল্লাহু আকবার ।। সূরা নূর আয়াত নংঃ ২৪ ।
- মানুষ নগ্নপদ, নগ্ন দেহে, খৎনা বিহীন সমবেত হবেন । আলহামদুলিল্লাহ ।। বুখারী মুসলিম ।
- মুমিনদের হিসাব হবে মুখোমুখি । আলহামদুলিল্লাহ ।। মিশকাত ।
- এমন চরিত্রের কাউকে বিশ্বাস করোনা যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রনে রাখতে পারেনা । হযরত ইমার রাঃ ।
- আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায় । ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ ।
- এমন কারো সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় । ডঃ বিলাল ফিলিপ্স ।
- কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দেবে তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না । তাহলে হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন । ডঃ বিলাল ফিলিপ্স ।
- যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তাহলে আপনার ও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই । ডঃ বিলাল ফিলিপ্স ।
- যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন । ডক্টর বিলাল ফিলিপ্স ।
- মানুষের খারাপ দিক খুঁজা বন্ধু করুন, তাদের ভুলগুলো সহজভাবে গ্রহণ করুন, তাদের সাথে ধৈর্যশীল হন, পরিষ্কার একটি হৃদয়ের জন্য সংগ্রাম করুন এবং তাদের ভিতরে ভালোটা দেখুন । শাইখ মুফতি ইসমাইল মেংক ।
- সে কি পেল যে আল্লাহকে হারালো, সে কি হারালো যে আল্লাহকে পেল । ইবনু আতাউল্লাহ আল ইসকান্দারী রাহিমাহুল্লাহ ।
- আপনি যদি ইসলামকে চর্চা না করেন দয়া করে ইসলাম সম্পর্কে কিছু বলতে আসবেন না । ডাঃ জাকির নায়েক ।
- লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দেবেন না । ইমাম আবু হামিদ আল গাজ্জালী রাহমাতুল্লাহি ।
- নারী পুরুষের জৈবিক ভালোবাসাকে প্রমোট করতে হয় না । এটা এমনিতেই (সৃষ্টিগতভাবে) প্রমোটেদ । বরং এটা নিয়ন্ত্রন করতে হয় ।খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ।
- আপনার পাপগুলো আল্লাহর দয়া থেকে বড় নয় । ডক্টর বিলাল ফিলিপ্স ।
- সত্যিকারের বন্ধুরাই জান্নাতে একে অপরের প্রতিবেশী হতে চায় । ডঃ বিলাল ফিলিপ্স ।
- যদি শরীর প্রদর্শনী হয় আধুনিকতা তাহলে পশুর সবচেয়ে বেশি আধুনিক । ডাঃ জাকির নায়েক ।
- কখনো কখনো আল্লাহ তাআলা আমাদের ভোগান্তিতে ফেলেন শুধু এজন্যই যে আমরা যেন তাকে স্মরণ করি । ডক্টর বিলাল ফিলিপ্স ।
আরও পড়ুন ঃ
বন্ধু নিয়ে স্ট্যাটাস: আমাদের অবিচ্ছিন্ন সম্পর্কের গল্প
ইমোশনাল স্ট্যাটাস
- যে বিয়েতে খরচ কম এবং সহজে হয় সে বিয়ের বরকতময় হয় । মিশকাত ২৬৭ ।
- পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহবা ।
- তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । হযরত আলী রাঃ ।
- প্রতি হাজারে ৯৯৯ জন লোক জাহান্নামী বলে ঘোষিত হবে । আস্তাগফিরুল্লাহ । বুখারী ৪৭৪১ ।
- ঐদিন মানুষ ঘর্মাক্ত হবে এমনকি ঘাম তাদের কান পর্যন্ত পৌঁছাবে । আল্লাহু আকবার । বুখারী ।
- সূর্যকে অতি নিকটে আনা হবে এবং মানুষের আমল অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে । সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম । বুখারী মুসলিম ।
- পানি বসে খাওয়া সুন্নত । হযরত মুহাম্মদ সাঃ ।
- যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে । সহিহ বুখারী ১৯৫৭ ।
- জান্নাতের প্রথম দরজা খুলবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ।
- বান্দা যেন তার রব ছাড়া অন্য কারো প্রতি আশা না করে এবং তার পাপ ছাড়া কোন কিছুকেই ভয় না করে । হযরত আলী রাঃ ।
- দুনিয়াতে মোবাইলের ভর বহন অনেক সহজ হলেও আখিরাতে এর দায়ভার বহন করা অনেক কঠিন হবে । শায়খ আহমাদুল্লাহ ।
- আজ তো আমার সকল দুঃখ ও অস্থিরতা কেবলমাত্র আল্লাহর কাছে নিবেদন করছি । সূরা ইউসুফ ৮৬ ।
- মানুষের সফলতা আর ব্যর্থতা সব নির্ভর করে তার নিয়ত তথা ইচ্ছা শক্তির ওপর । বইঃ শব্দের চেয়েও বড় ।
- অভ্যাসকে জয় করাই পরম বিজয় ।
- তোমরা সৎ কাজে প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও । সূরা আল বাকারা, আয়াত নংঃ ১৪৮ ।
- অসহায়ত্ব আল্লাহর কাছে প্রকাশ করলে মর্যাদা বৃদ্ধি পায় আর মানুষের কাছে প্রকাশ করলে মর্যাদা হ্রাস পায় ।
- অনেক সময় একাকীত্ব ভালো লাগে যদি তা আল্লাহর ইবাদতের জন্য হয় ।
- ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু মৃত্যু তার চেয়েও নিকটে । বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ।
- “কথা বলা যদি রুপা হয় তাহলে নিরব থাকা হচ্ছে সোনা” । লুকমান আঃ।
- “আসক্তের মতো কাউকে ভালোবাসবেন না, ধ্বংসাত্নকভাবে কাউকে ঘৃণা করবেন না” । উমার ইবনুল খাত্তাব রাঃ ।
আরও পড়ুন ঃ
শুভ জন্মদিন ।। প্রিয় জনের কাছে পাঠানোর জন্য সেরা শুভেচ্ছা বার্তা
কন্যা সন্তান নিয়ে ইসলামিক স্ট্যাটাস
- রাসূলুল্লাহ সাঃ বলেছেন, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান হবে এবং সে তাদেরকে এলেম , আদব – কায়দা শিক্ষা দিবে, যত্নের সঙ্গে প্রতিপালন করবে , তাদের উপর অনুগ্রহ করবে ; তার ওপর জান্নাত ওয়াজিব হয়ে যাবে ।
- যে ব্যক্তির ৩টি কন্যা সন্তান বা ৩ জন বোন আছে অথবা ২টি কন্যা সন্তান বা ২জন বোন আছে । সে তাদের সাথে ভালো ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তায়ালাকে ভয় করেছে । তার জন্য জান্নাত রয়েছে । জামে তিরমিযী, হাদিস নংঃ ১৯১৬ ।
- নিশ্চই কন্যা সন্তান বাবাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ উপহার ।
- মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার পক্ষ থেকে কন্যা সন্তান মাতা-পিতার জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত ।
- হযরত আয়েশা (রা.) থেকে বর্নিত হয়েছে, রাসূলুল্লাহ সাঃ এরশাদ করেছেন, ওই স্ত্রী স্বামীর জন্য অহিক বরকতময়, যার দেন্মোহরের পরিমান কম হয় এবং যার প্রথম সন্তান হয় মেয়ে ।
- যে ব্যক্তিকে কন্যা সন্তানের লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ধৈর্যের সঙ্গে তা সম্পাদন করেছেন । সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নাম থেকে আড়াল হবে । জামে তিরমিযী, হাদিস নংঃ ১৯১৩ ।
- যে ব্যক্তি ২ জন কন্যা সন্তাঙ্কে দেখাশোনা ও লালন পালন করলো (বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিবাহ দিলো । সে এবং আমি জান্নাতে এরূপ একসাথে প্রবেশ করবো যেরূপ এই দুটি আঙ্গুল ( তিনি নিজের দুটি আঙ্গুল মিলিয়ে দেখালেন ) । জামে তিরমিযী, হাদিস নংঃ ১৯১৪ ।
- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও এরশাদ করেন যে , যার গৃহে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো,অতঃপর সে তাকে (কন্যাকে) কষ্টও দেয়নি , তার প্রতি অসন্তুষ্ট ও হয়নি এবং পুত্র সন্তাঙ্কে প্রাধান্য দেয়নি । তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন । মুসনাদে আহমদ ১২২৩ ।
- আমাদের সমাজটা বড়ই অদ্ভুত, গর্ভে কন্যা সন্তান চায়না কিন্তু ছেলের বিয়ের জন্য সুন্দরি মেয়ে খুঁজে ।
- কন্যা সন্তান সবার হয়না । যার হয় সে এই পৃথিবীর ভাগ্যবান পিতা ।
আরও পড়ুন ঃ
ছেলেদের ফেসবুক স্ট্যাটাস যা আপনাকে করে তোলে আরও স্মার্ট
শেষ কথা
ইসলামিক স্ট্যাটাস ও ইসলামিক উক্তি আমাদের সকলের জীবন চলার পথে বিভিন্নভাবে অনুপ্রেরণার সৃষ্টি করে । তাই আমাদের সকলের উচিৎ নিয়মিত ইসলামিক বিষয়ের লিখা গুলো পড়া ।
এই পোস্টে সেরা কিছু ইসলামিক স্ট্যাটাস দেওয়া হলো । যেগুলো পড়লে আপনি অনুপ্রেরণা লাভ করতে পারবেন । এগুলো থেকে আমরা আমাদের জীবন চলার পথে বিভিন্ন শিক্ষা গ্রহণ করে জীবন সুন্দর করে তুলতে পারি ।
আসুন সকলে ইসলামিক স্ট্যাটাস দিয়ে বসে না থেকে ইসলামের পথে দৃঢ়তা ও নম্রতার সাথে চলতে থাকি । জীবনের প্রতিটা পদক্ষেপে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি, সবকিছুর উপরে তার সন্তুষ্টি কামনা করি ।
পোস্টটি পুরটাই পড়ুন । আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন । ভালো থাকুন, সুস্থ থাকুন ।