hablmondal

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস ও পরীক্ষা নিয়ে ফানি ক্যাপশন

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস দিয়ে অনেকে পরীক্ষা নিয়ে তাদের মনের ভাবনা প্রকাশ করে থাকে। পরীক্ষা পছন্দ করেন অনেক বেশি দেখা যায়। তারা পরীক্ষাকে ভয় পায় এবং এটা নিয়ে অনেক সময় মজার স্ট্যাটাস দিয়ে থাকে। 

 

আপনারা যদি পরীক্ষা নিয়ে মজার ও ফানি স্ট্যাটাস দিতে চান তাহলে একদম সঠিক জায়গায় অবতরণ করেছেন। কারন আপনার মনের ভাবনার সাথে মিল পেয়ে যাবেন আমাদের আজকের স্ট্যাটাস গুলোতে। 

 

আপনি পরীক্ষা নিয়ে যেরকম চিন্তা করেন তার সাথে মিল রেখে আপনার পছন্দমত স্ট্যাটাস বাছাই করে নিন। আপনি যদি পরীক্ষা পছন্দ করে থাকেন তাহলে আপনি নিশ্চয় একজন ছাত্র অথবা ছাত্রী। 

 

আর আপনি যদি পরীক্ষা পছন্দ না করেন তাহলে আপনি পরীক্ষা নিয়ে মজার কিছু স্ট্যাটাস দিতে চাইবেন। চলুন নিচের স্ট্যাটাস গুলো পড়ে নিন।

 

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস

পরীক্ষা নিয়ে একজন একেক জনে পরীক্ষার্থীর এক‌ এক রকম ভাবনা থাকে। বর্তমান সময়ে পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস দিয়ে থাকে অনেক পরীক্ষার্থী। অনেক ছাত্র ছাত্রীর পরীক্ষা নিয়ে খুব সিরিয়াস থাকে আবার অনেকে পরীক্ষা কে খুব একটা গুরুত্ব দেয় না। 

 

যারা পরীক্ষা নিয়ে খুব বেশি চিন্তা থাকে না তারা বিভিন্ন ধরনের ফানি স্ট্যাটাস দিয়ে থাকে। এরকম কিছু স্ট্যাটাস পেতে চাইলে পড়ে নিন exam funny status bangla।

>> পরীক্ষা আমার ভালই লাগে। তবে বিষয় হলো অংক পরীক্ষা হবে আমার মাথাটা গরম হয়ে যায়। মনে হয় যে অংক আবিষ্কার করেছিল তাকেই পরীক্ষাটা দিতে বলি।

>> পরীক্ষার সময় কেন জানিনা ‌ শুধু জ্বর চলে আসে আমার। জ্বরটা কেন যে বেশি আসে না? বেশি আসলে তো পরীক্ষায় দেওয়াই লাগবে না।

>> শোনো শোনো বন্ধুরা। কাল আমার পরীক্ষা। আমাকে কেউ বিরক্ত করবে না যেন।

>> এই যে শোনো কালকে যাদের যাদের পরীক্ষা তারা আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। না হলে পরীক্ষার হলে গিয়ে ঘুমিয়ে পড়বে হয়তো।

>> সারা বছর এত বেশি পড়াশোনা করে কি লাভ বল? কারণ পরীক্ষার আগে যত তো আবার সব করতে হয় না হলে তো পরীক্ষা দিতেই পারি না। 

পরীক্ষা নিয়ে ফানি ক্যাপশন

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাসের পাশাপাশি এখানে আপনি পেয়ে যাচ্ছেন কিছু ফানি ক্যাপশন। এগুলো আপনি আপনার ফেসবুক পেজে পোস্ট হিসেবে আপলোড করতে পারেন। এবং পরীক্ষা নিয়ে আপনার ভেতরের অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন। 

>> যদি এই পরীক্ষাটা না থাকে তাহলে ছাত্র জীবন কত সুন্দর হতো। যে পরীক্ষা আবিষ্কার করেছে সে তো মরে গেছে আর আমাদেরকে মেরে রেখে গেছে।

>> যিনি পরীক্ষা আবিষ্কার করেছেন তিনি যদি বেঁচে থাকতেন। তাহলে তাকে আজকে যে জিজ্ঞাসা করতাম কেন পরীক্ষা আবিষ্কার করেছিল?

>> আসো সবাই ফান করি। কারণ কাল আমার পরীক্ষা। আজকেই মজা করার শেষ দিন।

>> বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি কেমন? আমার তো প্রস্তুতি সেই ভালো। ফাটিয়ে পরীক্ষা দিব।

> তোরা যারা পরীক্ষা নিয়ে টেনশন করিস তোরা আসলে খুব বোকা। পরীক্ষার আগে যদি একটু ভালো করে পড়ে নিস তাহলে তো আর কোন টেনশন করা লাগেনা।

আরও পড়তে ভিজিট করুনঃ 

১০০+ বন্ধুদের সাথে কাটানো সময় নিয়ে স্ট্যাটাস english বাংলা

একা থাকার অনুভুতি ও একা থাকার স্ট্যাটাস

 

পরীক্ষা শেষ নিয়ে ফানি স্ট্যাটাস

পরীক্ষা-শেষ-নিয়-ফানি-স্ট্যাটাস

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস এর সাথে সাথে আপনি এখানে পেয়ে যাচ্ছে পরীক্ষা শেষ নিয়ে এখন কিছু ক্যাপশন ও স্ট্যাটাস‌। পরীক্ষা শেষ হওয়ার পরে প্রত্যেক ছাত্র-ছাত্রীর  মনে একটা আনন্দ অনুভূতি কাজ করে। 

এই আনন্দ অনুভূতিটা আপনি মজার ছলে স্ট্যাটাস হিসেবে জানাতে পারেন আপনার প্রিয় মানুষদেরকে। এরকমই কিছু স্ট্যাটাস আপনাদের জন্য দেওয়া হলো।

>> আজ আমার পরীক্ষা শেষ হল। মনে হচ্ছে আমার বুকের উপর থেকে একটা বড় পাথর নেমে গেল।

>> আজ তো পরীক্ষা শেষ হল। আজকে একদম শান্তি করে ঘুম দিতে পারব।

>> পরীক্ষা তো শেষ! চল বন্ধুরা, দূরে কোথাও ঘুরে বেড়িয়ে আসি।

>> পরীক্ষা যেদিন থেকে শুরু হয় সেদিন থেকেই মনে হয় যে কবে যে পরীক্ষা শেষ হবে। আজ সেই দিনটা আসলো আর আমি আনন্দে উৎফুল্ল হয়ে উঠলাম।

>> আজকের পর থেকে চিল করতে পারব কিছুটা দিন। কারণ পরীক্ষা শেষ হল । এখন কয়েকটা দিন আর পড়াশোনার ঝামেলা থাকলো না।

পরীক্ষা নিয়ে উক্তি

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাসের পাশাপাশি আপনি এখানে পেয়ে যাবেন পরীক্ষা নিয়ে বেশ কিছু উক্তি। পরীক্ষা নিয়ে বেশ কিছু বিখ্যাত ব্যক্তি ও মনীষীগণ মূল্যবান কিছু কথা বলে গেছেন। নিচে এরকম কিছু মানুষের কথা উল্লেখ করা হলো। 

>> পড়ালেখা করে‌ যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া পড়ালেখা কোন কাজেই আসে না। 

— এপিজে আবুল কালাম আজাদ ।।

>> পরীক্ষা হলো দুঃস্বপ্নের মত, কিন্তু যখন তুমি এর জন্য পরিশ্রম করবে তার ফলাফলটা তোমার সামনে রূপকথার মতই মনে হবে। 

— খাংগাল হুয়েরিট ।।

>> পরীক্ষা আসলেই অনেক ভালো, এর মাধ্যমে আমি বুঝতে পারি যে আমি ফোন ছাড়াও তিন ঘন্টা কাটাতে পারি। 

— পিন্টারেস্ট জিয়া ।।

>> যদি তুমি কোন মানুষের ক্ষমতা পরীক্ষা করতে চাও, তবে তাকে ক্ষমতা দাও। 

— আব্রাহাম লিংকন ।।

>> সে পড়ালেখাকেই আমরা বলি শ্রেষ্ঠ শিক্ষা, যাকে বল তথ্য পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে। 

— রবীন্দ্রনাথ ঠাকুর ।।

>> শুধু পড়ালেখা নয়, মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশে হলো শিক্ষা। 

— স্বামী বিবেকানন্দ ।।

পরীক্ষা নিয়ে জোকস

 

আপনি কি পরীক্ষা নিয়ে জোকস খুঁজে বের করার চেষ্টা করছেন। তাহলে আর কোন চিন্তা নেই আপনার চেষ্টা এখানে সফল হবে। এখানে আপনি পেয়ে যাবেন পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস ও বেশ কিছু জোকস।

তাহলে আর দেরি না করে চলুন নিচের স্ট্যাটাস গুলো পড়ে নিন।

>> পরীক্ষা শেষ হওয়ার পূর্বের পাঁচ মিনিটে আমার মধ্যে এক অন্যরকম শক্তি চলে আসে। তখন আমি এক ঘন্টাই যা লিখতে পারিনা ৫ মিনিটে তা লিখে ফেলতে পারি।

>> একজন মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হল তার জীবন। এই জীবনে মানুষকে অনেক ধরনের পরীক্ষা দিতে হয়।

>> পরীক্ষা নিয়ে মজা করেন আর যাই করেন না কেন পরীক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা না হলে আপনি পড়াশোনার গুরুত্বই বুঝতে পারতেন না।

>> পরীক্ষা আমার কাছে কোন ব্যাপারই না। কারণ আমি তো বন্ধুদের দেখে দেখেই লিখব।

> পরীক্ষা নিয়ে কোন টেনশন করিস না আমার আশেপাশে বসবি তারা। কারণ আমি তো ফাঁকা ফাঁকা জমা দেবো তোরাও তাই করিস।

আরও পড়তে ভিজিট করুনঃ 

লোডশেডিং নিয়ে স্ট্যাটাস লোডশেডিং নিয়ে জোকস

30+ কলিজার বন্ধু নিয়ে স্ট্যাটাস

 

পরীক্ষা নিয়ে ইসলামিক উক্তি 

পরীক্ষা নিয়ে ইসলামিক উক্তি 

এই পর্যায়ে আপনাদের জন্য দেওয়া হয়েছে বেশ কিছু পরীক্ষা নিয়ে ইসলামিক উক্তি। আশাকরি উক্তি গুলো আপনাদের ভালো লাগবে।

>> নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধর্মপ্রাণ এবং ফলের (ফসলের) লোকসান দ্বারা পরীক্ষা করব; আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। 

— সূরা মায়িদা: আয়াত ৪৮ ।।

>> সর্বোত্তম পুরস্কার আসে সর্বোচ্চ পরীক্ষার দ্বারা। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন। যে তাতে সন্তুষ্ট থাকে, সে আল্লাহর সন্তুষ্টি পায়, আর যেটাতে অধৈর্য হয়, হে আল্লাহর অসন্তুষ্টি পায়। 

— ইবনে মাজাহ, হাদিস নং ৪০৩১।

>> ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করতে পারতেন। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করার জন্য তিনি তা করেননি। অতএব সৎকর্মী তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহর দিকে সকলে প্রত্যাবর্তন। অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করেছিলে, সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। 

— সূরা আনআম, আয়াত ১৬৫ ।।

আরও পড়তে ভিজিট করুনঃ 

ভাবিকে নিয়ে স্ট্যাটাস ও ভাবিকে নিয়ে মজার ছন্দ

রেজাল্ট নিয়ে স্ট্যাটাস ও পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অভিনন্দন

শেষ কথা 

পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস, ফানি ক্যাপশন, জোকস এছাড়াও পরীক্ষা নিয়ে ইসলামিক উক্তি দিয়ে সাজানো হয়েছে আজকের এই পোস্টটি। আশা করি পোস্টটি আপনাদের ভালো লাগছে। 

পোস্টটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিজের কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রতিনিয়ত নতুন নতুন পোস্ট আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন।

আজ এ পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ।।