স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানো হলে সেই স্ত্রী অত্যন্ত খুশি হয়ে যায়। কারণ বিবাহ বার্ষিকী প্রত্যেকটি বিবাহিত দম্পতির জন্য অনেক আনন্দের একটি দিন হয়ে থাকে। এই দিনে স্ত্রী আশা করে যে তার স্বামী অবশ্যই তাকে শুভেচ্ছা বার্তা জানাবে।
এজন্য প্রতিটি স্বামীর উচিত বিবাহবার্ষিকীর দিনে অবশ্যই স্ত্রীকে শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা বার্তা জানানোর জন্য আপনি যদি সুন্দর সুন্দর কিছু কথা খুঁজতে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন।
আজকের এই পোস্টে আমরা আপনার জন্য নিয়ে এসেছি সুন্দর সুন্দর কিছু বিবাহ বার্ষিকীতে আপনার স্ত্রীকে দেওয়ার জন্য শুভেচ্ছা বার্তা। এই বার্তাগুলো থেকে আপনি পছন্দ মতপার তা আপনার স্ত্রীকে দেওয়ার জন্য বাছাই করে নিতে পারেন। তাহলে আর দেরি না করে পুরো পোস্টটি সুন্দর মত পড়ে নিন।
স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা
প্রত্যেকটি স্বামী তার স্ত্রীর আনন্দ মুহূর্ত দেখতে পছন্দ করে। আপনার স্ত্রীকে আনন্দিত করার জন্য বিবাহ বার্ষিকীতে তাকে সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা জানান। এত করে আপনাদের আনন্দ বেড়ে যাবে এবং দিনটি খুব সুন্দর ভাবে কাটাতে পারবেন। তাহলে চলুন পড়ে নিন স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তাগুলো।
>> আমার প্রিয় স্ত্রী, আমার জীবনে এতো ভালোবেসে এবং আনন্দ আনার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার সবচেয়ে কাছের সহচর এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমার ভালোবাসা নিও । **শুভ বিবাহ বার্ষিকী**।
>> আমি যেমন এখন তোমাকে ভালোবাসি তেমনি চিরদিন এভাবেই ভালোবেসে যাবো। তোমাকে ছাড়া আমি আমার জীবনে কেমন হবে ভাবতেও পারি না। *শুভ বিবাহ বার্ষিকী* আমার প্রিয়তমা স্ত্রী।
>> আমি তোমাকে কতবার বলেছি যে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তবুও বারবার এই কথাটি বলতে ইচ্ছে করে। আসলে এই কথাটি কখনো পুরাতন হয় না আমার প্রিয়তমা। তোমাকে জানাই শুভ বিবাহ বার্ষিকীর শুভ কামনা।
>> যদি জিজ্ঞাসা করো যে আমি তোমার সম্পর্কে কেমন অনুভব করি? তাহলে বলবো আমি তোমাকে ভালোবাসি এটা কখনো যথেষ্ট বলে মনে হয় না। তোমাকে জানাই দশম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা।
>> আজকের এই বিশেষ দিনে আমি তোমাকে শুভেচ্ছা জানাচ্ছি আমার প্রিয়তমা স্ত্রী। প্রতিবছর খুব আনন্দে উদযাপন করতে চাই তোমার সাথে আমাদের বিবাহ বার্ষিকী।
>> তুমি হলে আমার জীবনে প্রাণবন্ত, ঝলমলে, জাকজমক এবং উত্তেজনায় পরিপূর্ণ প্রেম। “শুভ বিবাহ বার্ষিকী” আমার প্রিয়তমা স্ত্রী।
>> আমাদের ভালোবাসা হোক আরও শক্তিশালী এবং তুমি আর আমি সারা জীবন সুখী, স্বাস্থ্যকর এবং উত্তেজনা বার্ষিকী করে কাটাতে চাই। “শুভ বিবাহ বার্ষিকী” ।
>> যে সময় আমাদের দুজনের দেখা হয়েছিল আমার মনে হয় এটি ছিল আল্লাহর একটি পরিকল্পনা। আমি তোমার সাথে আমার বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে চাই। ** শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা **
> আমি আমার জীবনের যেরকম জীবনসঙ্গিনী চেয়েছিলাম তুমি তার চেয়েও বেশি ভালো তাইতো আমার স্বপ্ন সত্যি হলো। আমি তোমাকে আমার হৃদয়ের গভীর থেকে ভালবাসি।
আজকের এই বিবাহবার্ষিকীতে আমি তোমাকে বলতে চাই যে, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। তোমার জন্য জায়গা করেছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা নিয়ে আরও পড়তে ভিজিট করুনঃ
প্রিয় মানুষের জন্মদিনের শুভেচ্ছা ও দোয়া
স্ত্রীকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা ইসলামিক
স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ইসলামিক ভাবে জানানো যেতে পারে। নিচে আপনাদের জন্য আমারও কিছু শুভেচ্ছা বার্তা দেওয়া হল।
>> সত্যিকারের ভালোবাসার কোন শেষ নেই এবং আমি আশা করি আমরা এই জীবনে এবং এর পরেও আমাদের জীবন আনন্দে উদযাপন করতে থাকবো। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
>> তুমি যেমন ছিলে তেমন আছো এবং সবসময় থাকবে আমার জন্য সবচেয়ে সুন্দর একজন নারী। শুভ বিবাহ বার্ষিকী আমার প্রিয় স্ত্রী।
>> আমি আর তুমি দুজনে বললে অনেক দূরে একসাথে এসেছি এবং আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারি না। আজকের এই দিনে তোমাকে জানাই অনেক অনেক অভিনন্দন প্রিয়তমা।
>> আমি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মহিলাকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানাই। আমি তোমাকে ভালবাসি।
>> গত ২৫ বছরে আমার প্রতি তোমার অটল ভালোবাসা এবং উৎসর্গের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমায়। এভাবেই ভালোবেসে যেয়ো চিরদিন। শুভ বিবাহ বার্ষিকী।
>> তোমার মিষ্টি সুন্দর স্ত্রী আমি তোমাকে ভালোবাসি বলার জন্য বয়সটাই পার হয়ে যাচ্ছে। শুভ বার্ষিকী।
>> তুমি হলে আমাদের বিবাহের দীর্ঘায়ু। কারন আমি তোমাকে যেমন ভালোবাসি তুমি আমাকে তেমন ভালোবাসা আমার মিষ্টি স্ত্রী। সব সময়ের সাথে থাকবে আমার। শুভ বিবাহ বার্ষিকী।
>> আমি আশা করি আগামী ৫০ বছর গত ৫টি বছরের থেকে থেকে আরো সুখী এবং উজ্জ্বল হবে । “শুভ বিবাহ বার্ষিকী” ।।
>> তুমি হলে এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় একজন মানুষ। আমি ঠিক তোমাকে ভালোবেসে এবং সর্বদা তোমাকে ভালবেসে যাবো। শুভ প্রথম বিবাহ বার্ষিকী আমার প্রিয়তমা।
>> তোমার জানা দরকার যে আমি তোমাকে কতটা ভালবাসি । আমি তোমাকে সম্মান করি এবং আমি সবসময় তোমার জন্য এখানে থাকবো। ** শুভ বিবাহ বার্ষিকী ** ।।
বউকে বিবাহ বার্ষিকী শুভেচ্ছা
আপনি আপনার প্রিয়তমা স্ত্রীকে সুন্দর সুন্দর শুভেচ্ছা জানানোর মাধ্যমে আপনাদের বিবাহ বার্ষিকী আরো বেশি সুন্দর করে তুলতে পারেন। স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা জানানো হলে স্ত্রী খুব বেশি আনন্দিত হয়ে যায়।
তাই নিচের দেওয়া শুভেচ্ছা বার্তা গুলো পড়বেন এবং তা আপনার স্ত্রীকে পাঠান।
>> শুভ প্রথম বিবাহ বার্ষিকী! আমার মন তোমাকে নিয়ে চিন্তা করা বন্ধ করতে পারিনা আমার প্রেমময়, সুন্দর, অবিশ্বাস্য বিস্ময়কর স্ত্রী।
>> তোমার জন্য আজ আমার পরিবারও অক্ষত রয়েছে । আশা করি আমাদের বিবাহ বন্ধন চিরকাল স্থায়ী হবে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমাকে জানাই বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।
>> যত কঠিনই হোক না কেন আমি তোমার সাথে প্রতিটি মুহূর্ত লালন করি এবং সব সময় করে যাব। শুভ বিবাহ বার্ষিকীর অনেক অনেক অভিনন্দন জানাই।
>> শুভ বিবাহ বার্ষিকী। আমার বিবাহ বার্ষিকীর সেরা উপহার হলে তুমি যে আমাকে দিয়েছো সফল পরিবার এবং তোমার মত সুন্দর স্ত্রী।
>> চমৎকার, মনোমুগ্ধকর, আনন্দদায়ক, আশ্চর্যজনক শব্দগুলো আমাদের বিবাহ বার্ষিকীতে আমি তোমার সম্পর্কে কেমন অনুভব করি তা উজ্জ্বলভাবে প্রকাশ করে।
>> আমি জানি আমাদের বিবাহিত জীবনের চলার পথেঅনেক উত্থান পতন হয়েছে। কিন্তু এখন আমাদের দিকে তাকান আমরা আছি আগের চেয়ে শক্তিশালী এবং আমরা এটিকে আরো একটি বিবাহ বার্ষিকীতে পরিণত করতে পেরেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রিয়।
>> তুমি এত বছর ধরে যেমন তোমার যত্ন আর ভালোবাসা দিয়ে আমাকে আগলে রেখেছো। এভাবে আগলে রেখো সারাটি জীবন ধরে। শুভ বিবাহ বার্ষিকী প্রিয়তমা।
>> আমার প্রিয়তমা স্ত্রী তুমি হলে আমার সুখ দুঃখের সাথী। আজকে আমাদের বিবাহ বার্ষিকীতে জানাতে চাই যে আমি তোমাকে শুধুমাত্র একজন স্ত্রী নয় সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পেয়েছি।
>> আমার স্ত্রী তুমি হলে আমার বন্ধু এবং আমার সুখের রানী। তুমি আমার জীবনের সব সাফল্যের কারণ । শুভ বিবাহ বার্ষিকী প্রিয়। অনেক ভালোবাসি তোমাকে।
> ছেলেটি জীবন ধরে তোমার কাঁধে কাঁধে রেখে এবং হাতে হাত রেখে চলতে চাই। বিবাহ বার্ষিকীর এই শুভ দিনে তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
শুভেচ্ছা নিয়ে আরও পড়তে ভিজিট করুনঃ
সেরা জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও দোয়া (বাংলা+English)
Wedding anniversary wishes to wife
এখানে আপনাদের জন্য ইংরেজিতে বেশ কিছু স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা দেওয়া হল। আশা করি এই বার্তা গুলো আপনাদের অনেক ভালো লাগবে।
>> I am by your side and your king. Because you are the source of my life. Thank you so much for accepting me as I am. Happy wedding anniversary my dear wife.
>> I am sure you will never know the meaning of hard days because I will protect you before they come and love you like crazy. Happy wedding anniversary my lovely wife.
>> You still love me no matter what how made I make you sometimes. Wedding anniversary wishes for wife.
>> I try to improve myself when you encourage me. You love me and I love you. Wedding anniversary wishes for my sweet wife.
>> I try to make myself one of the people who deserve the beautiful life you are. Happy wedding anniversary.
>> Proposing you for the marriage is the best decision of my life. Well your love gifts me Wings to forget. Happy wedding anniversary my love.
>> What wedding anniversary is a celebration of love, faith endurance and longevity. The order changes for any year.
>> Our love story is the best romantic story ever. Only one year has first but many more beautiful yours are coming our way. Happy wedding anniversary wife.
>> You always stand by me in my difficult times. Now my responsibilities to love you as much as I love you. Happy marriage anniversary.
>> It’s passed one year of marriage and still I can say that I am madly in love with you. Happy marriage anniversary.
শুভেচ্ছা নিয়ে আরও পড়তে ভিজিট করুনঃ
সেরা বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (বাংলা + English)
শুভ জন্মদিন ।। প্রিয় জনের কাছে পাঠানোর জন্য সেরা শুভেচ্ছা বার্তা
শেষ কথা
স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা বার্তা দিয়ে সাজানো হয়েছে আজকের আমাদের এই পোস্টটি। আশা করি পোস্টটি পড়ার পর আপনাদের অনেক ভালো লেগেছে।
এই পোস্ট থেকে সুন্দর সুন্দর শুভেচ্ছা বার্তা বাছাই করে নিয়ে আপনি আপনার স্ত্রীকে জানাতে পারেন। এতে করে আপনাদের বিবাহবার্ষিকীর সুন্দর মুহূর্ত আরো সুন্দর হয়ে উঠবে। আপনাদের বিবাহ বার্ষিকী আনন্দ ও সফলতায় ভরে উঠুক।
পুষ্টি পড়ার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই পোস্টটি অন্যদের সাথে শেয়ার করুন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন।
প্রতিদিন নতুন নতুন পোস্ট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আজ এ পর্যন্তই ।ভালো থাকুন সুস্থ থাকুন।