ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি

ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি গুলো জানুন

ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি। বর্তমানে সারা বিশ্বে ভালোবাসা দিবস পালিত হয়ে থাকে। তাই ভালোবাসা  নিয়ে ইসলাম কি বলে এ বিষয়ে আমাদের সকলের সঠিক ধারণা থাকা দরকার।

এই পোস্ট থেকে আপনি জানতে পারবেন ইসলামের দৃষ্টিকোণ থেকে ভালোবাসা দিবস উদযাপনের যৌক্তিকতা এবং ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি।

ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র একটি শব্দ। এই ভালবাসার মধ্যে অনেক আবেগ ও অনুভূতি। যার মাধ্যমে একজন মানুষকে ভালোবেসে থাকে। ভালোবাসার অনুভূতি মহান আল্লাহ তাআলা তার সকল সৃষ্টির মধ্যে দিয়ে দিয়েছেন ‌। সকল প্রাণীর মধ্যে প্রীতি স্থাপনের জন্য আল্লাহ ভালোবাসা দিয়েছেন।

ভালোবাসা প্রকাশের জন্য বিশ্ব ব্যক্তির প্রতিবছর বিশ্ব ভালোবাসা দিবস পালিত হয়ে থাকে। ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস পালনের কতটা যৌক্তিকতা আছে তা জানতে চাইলে আজকের এই পোস্টটি পড়ে নিন।

চলুন তাহলে আর দেরি না করে পুরো পোস্টটি মনোযোগ সহকারে পড়ে নিন।

ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি

ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি জানানোর জন্য আজকের আমাদের এই পোস্টটি লিখা হয়েছে। এই পোস্ট থেকে ভালোবাসা সম্পর্কে বিভিন্ন ব্যক্তিগণ কি ধরনের ইসলামিক উক্তি করেছেন সে বিষয়ে আপনি জানতে পারবেন।

এই ভালোবাসা নিয়ে মনীষীগণ বিভিন্ন ধরনের উক্তি করেছেন। তার মধ্যে থেকে কিছু ইসলামিক উক্তি আপনাদের জন্য তুলে ধরা হলো।

✓✓ মুয়ায ইবনে জাবাল (রাঃ) থেকে বর্ণিত, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, যারা আল্লাহর সন্তুষ্টির আশায় একে অপরকে ভালোবাসে, আমার সন্তুষ্টির আশায় একে অপরের সাথে দেখা করে, পরস্পরের সাথে দেখা করে। আমার আনন্দের জন্য এবং আমার ভালবাসার জন্য তাদের সম্পত্তিতে, ধনসম্পদ ব্যয় করে তাদের ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়।” 

— মুসলিম ।।

✓✓ হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নবী ও নয় এবং শহীদ ও নয়। কিন্তু শেষ বিচারের দিন নবী ও শহীদগণ তাদের মর্যাদা নিয়ে ঈর্ষান্বিত হবেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসুলাল্লাহ! তারা কারা? তিনি উত্তরে বললেনঃ তারা সেই লোক যারা পরস্পরকে শুধু আল্লাহ মহব্বতে ভালোবাসে। তাদের রক্তের সম্পর্ক নেই, বংশ নেই। তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে এবং তারা আলোর মিম্বরে দাঁড়াবে। কেয়ামতের ভয়াবহ অবস্থায় মানুষ থাকে আতঙ্কিত হবে, তখন তারা ভয় পাবে না। আর মানুষ যখন দুঃখে থাকে তখন তাদের কোন দুঃখ থাকে না।

তিরমিযী ।।

✓✓ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের মতো কিছু নেই, যারা একে অপরকে ভালোবাসে। ইয়া আল্লাহ আমাকে এমন একজন দান করুন যে আমার হাত ধরে জান্নাতে যাবে।

আরও পড়তে নিচের লিঙ্কে ভিজিট করুনঃ 

সেরা জন্মদিনের শুভেচ্ছা বার্তা ও দোয়া (বাংলা+English)

সেরা বিবাহ বার্ষিকী শুভেচ্ছা (বাংলা + English)

শুভ জন্মদিন ।। প্রিয় জনের কাছে পাঠানোর জন্য সেরা শুভেচ্ছা বার্তা

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা কবিতা ও গান

 

ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস

ইসলামের দৃষ্টিতে বিশ্ব ভালোবাসা দিবস
ইসলামের -দৃষ্টিতে-বিশ্ব-ভালোবাসা-দিবস

ভালোবাসা দিবস দিয়ে ইসলামিক উক্তি পড়ার পাশাপাশি জেনে নেই ইসলামের দৃষ্টিকোণ থেকে বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে। 

মূলত ইসলামে আলাদা করে ভালোবাসা দিবস বলতে কোন দিবস নেই। বাংলাদেশের সংস্কৃতিতে ও ভালোবাসা দিবস বলে কিছু না থাকলেও আপনারা অনেকেই ভালোবাসা দিবস হিসেবে একটি নির্দিষ্ট দিন পালন করেন।

ভালোবাসার দিবসের নামে ইসলামের বাইরে যেয়ে নির্লজ্জভাবে দিবস পালন করা ইসলামে হারাম। বিয়ের আগে কোন যুবক যুবতী একে অপরের সাথে দেখা বা কথা বলা, প্রেম ভালোবাসা সব কিছু ইসলামিক দৃষ্টিতে হারাম। প্রেম হবে বিয়ের পরে এটাই কোরআন হাদিসের নিয়ম।

বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে পবিত্র বন্ধন সৃষ্টি হয়। আল্লাহ তাআলা নিজে তাদের মধ্যে সুন্দর ভালোবাসার সম্পর্ক তৈরি করে দেয়। এই ভালোবাসার মধ্যে কোন পাপ থাকে না থাকে শুধু সওয়াব ও উপকারিতা।

নোংরামি এবং অশ্লীল কর্মকাণ্ড পরিপূর্ন বিষয় ভালোবাসা দিবস ইসলাম কখনোই সমর্থন করে না। অতএব আমাদের সকলের উচিত ভালোবাসার নামে অশ্লীল কর্মকাণ্ড থেকে দূরে থাকা ।

ভালোবাসা দিবস নিয়ে ভালো ইসলামিক উক্তি

ভালোবাসা দিবস নিয়ে ইসলামিক উক্তি হিসেবে ভালো কিছু উক্তি জানতে পুরো পোস্টটি সুন্দর মত করে পড়ে নিন।

✓✓ আনাস রাঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার (মুসলিম) ভাইয়ের জন্য  তা চাই যা সে নিজের জন্য পছন্দ করে।

— সহীহ আল বুখারী ।।

✓✓ আবদুল্লাহ রাঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন, প্রত্যেকে তার সাথে থাকবে যাকে সে ভালোবাসে।

— সহীহ আল বুখারী ।।

✓✓ আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ও শেষ দিনে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং যে ব্যক্তি আল্লাহর ও শেষ দিনে বিশ্বাস করে, সে যেন তার মেহমানের সেবা করে এবং যে ব্যক্তি আল্লাহ ও শেষ বিচারের দিনে বিশ্বাস করে। যা ভালো তা বলা উচিত নয়তো চুপ থাকা উচিত।

— সহীহ আল বুখারী ।।

ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি ইংরেজিতে

আপনাদের জন্য ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি হিসেবে ইংরেজি কিছু উক্তি দেওয়া হলো। আশা করি উত্তরগুলো আপনাদের পছন্দ হবে।

✓✓ The man dreams of a perfect woman and the woman dreams of a perfect man and they don’t know that Allah created them to perfect one another. 

— Ahmed AIShugairi.

✓✓ Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it.

— Rumi.

✓✓ Whoever kills a person (unjustly)… It is as though he has killed all mankind. And whoever shapes a life it is as though he had saved all mankind.

— Qur’an 5:32

✓✓ Worship Allah and associate nothing with him, and to parents do good, and to relatives, orphans, the needy, the near neighbor, the neighbor further away, the companion at your side, the traveler, and those whom your right hands possess. Indeed Allah does not like those who are self-deluding and boastful.

— Qur’an 4:36

✓✓ Insha’Allah you will be given so much love one day that you will forget about any help to break your suffering. Pray and be patient. Be good. Verily, Allah loves those who are good.

— Surah Al baqarah 2:195

✓✓ Love for the people that you love for yourself and you will be a believer. Behave oil with your neighbors and you will be a Muslim.

— Sunan Ibn Majah 4217

ভালোবাসা নিয়ে ইসলামিক স্ট্যাটাস

সভালোবাসা নিয়ে ইসলামিক স্ট্যাটাস
ভালোবাসা-নিয়ে-ইসলামিক-স্ট্যাটা

ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি ও ইসলামিক স্ট্যাটাস পেতে আপনি হয়তো খোঁজাখুঁজি করছেন। তাহলে আপনি অবশ্যই ইসলাম সম্পর্কে চিন্তাভাবনা করেন। তাই চাচ্ছেন ভালোবাসার দিবস নিয়ে ইসলামিক ভাবে স্ট্যাটাস দিতে।

তাইতো আপনার মত মানুষদের কথা চিন্তা করে আমরা সাজিয়েছি আমাদের এই পোস্ট। এখানে আপনি পেয়ে যাবেন ভালবাসা নিয়ে আপনার পছন্দ মত ইসলামিক উক্তি ও ইসলামিক স্ট্যাটাস।

তাহলে চলুন স্ট্যাটাস গুলো পড়ে নিন।।????।।

✓✓ ওহে মুমিন মুসলমান ভুলে যেও না তোমার ঈমান। ঈমানকে যদি শক্ত করে ধরে রাখতে চাও তাহলে অশ্লীলতাকে দূরে পাঠাও।

✓✓ কখনো নাস্তিকদের অনুসরণ করো না। কারণ নাস্তিকদের অস্তিত্ব তোমার জীবনের কোথাও নেই।

✓✓ ওহে মুমিন মুসলমান মনে রেখো সবকিছুর বিচার হবে তোমার। তাই অশ্লীলতাকে ভুলে গিয়ে শালীনতাকে গ্রহণ করো।

✓✓ তুমি একজন খাঁটি মুসলমান হিসেবে নিজেকে দাবি করছ। তাহলে তুমি কিভাবে পশ্চিমাদের অনুসরণ করো?

✓✓ শান্তি ও স্বাধীনতার ধর্ম ইসলাম থেকে অশ্লীলতা বন্ধ করতে এগিয়ে আসুন সবাই।

আরও পড়তে নিচের লিঙ্কে ভিজিট করুনঃ 

১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস sms সাথে ভালোবাসা দিবসের ইতিহাস

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা বাংলায় ও‌ ইংরেজিতে

ভালোবাসার মানুষকে জন্মদিনের শুভেচ্ছা ইংরেজিতে পড়ে নিন

ভালোবাসার আবেগ নিয়ে কিছু কথা ও কবিতা

মা কে নিয়ে ভালোবাসার কথা, স্ট্যাটাস, সেরা উক্তি

শেষ কথা

ভালোবাসা নিয়ে ইসলামিক উক্তি গুলো আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা ইসলাম ধর্ম সুন্দরভাবে মেনে চলেন তারা নিশ্চয়ই জানেন ইসলাম একটি শান্তির ধর্ম। এ ধর্ম কোনরকম অশান্তি সমর্থন করে না।

ইসলাম ধর্মের মত অন্য কোন ধর্মে স্নেহ, পারস্পরিক ভালোবাসা এবং ঘনিষ্ঠতা প্রদর্শন কে উৎসাহিত করে না। ইসলাম ধর্মে প্রেম রয়েছে। এটি হয় পুরুষ ও মহিলাদের মধ্যে, পরিবার, বন্ধু বান্ধব এবং প্রতিবেশীর সাথে হালাল প্রেম। 

বর্তমান সময়ে ভালোবাসা দিবসে যে অশ্লীলতা প্রদর্শন করা হয় সেগুলো ইসলাম কখনো সমর্থন করে না। তাই আমরা সকলেই এই ধরনের অশ্লীলতা থেকে বিরত থাকবো।

আমাদের আজকের এই পোস্টটি ভাল লেগে থাকলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন।

আজ এ পর্যন্তই। প্রতিনিয়ত ধরনের নতুন নতুন পোস্ট আপডেট পেতে আমাদের সাইটের সাথেই থাকুন। ভালো থাকুন সুস্থ থাকুন। ধন্যবাদ ????????।