মাকে নিয়ে স্ট্যাটাস

মাকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি কবিতা ইত্যাদি

মাকে নিয়ে স্ট্যাটাস প্রত্যেকটি মানুষের জীবনে মা এক গুরুত্বপূর্ণ নাম। মা শব্দটির মধ্যে আছে এক অনাবিল শান্তি।  মা ছাড়া জীবন জলের সমুদ্রের মতো।  না হচ্ছে পৃথিবীতে মহান আল্লাহ তায়ালার দেওয়া শ্রেষ্ঠ উপহার। 

 

তাইতো মায়ের মত ভালবাসার কেউ দিতে পারবে না। মায়ের বিকল্প মা নিজেই।আজকের এই পোস্টটিতে আমরা তুলে ধরব মাকে নিয়ে স্ট্যাটাস, উক্তি,  কবিতা ইত্যাদি বিষয়গুলো। তাহলে চলুন শুরু করা যাক মাকে নিয়ে কিছু কথা। যা মাকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার মতো।

 

মাকে নিয়ে উক্তি মাকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার মতো 

 

১. পৃথিবীতে সবাই তোমাকে ভালবাসবে কোন না কোন স্বার্থের জন্য। কিন্তু তোমার মা কোন প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবেসে যাবে সারা জীবন।

 

২. মা তোমার জন্য যে কোন সন্তানের জন্য একজন মা কতখানি অবদান রেখে চলেছি তার হিসাব কেউ কখনো দিতে পারবে না।

 

৩. মাডার কি কখনো কাউকে বিরক্ত দেয় না। অথবা মা ডাকের মাঝে কখনোই বিরক্ত আসে না।

 

৪. তোমার জীবনের লক্ষ্যে পৌঁছাতে তোমার মায়ের অবদান সবচেয়ে বেশি।

 

৫. ভালোবাসার সীমাহীন যার শুরু আছে শেষ নাই।

 

৬. মা হচ্ছে একজন সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক।

 

৭. সৃষ্টিকর্তা আমাদেরকে জেনে এমনগুলো দান করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন মা এবং মায়ের ভালোবাসা।

 

৮. একজন সন্তানের সকল ভাল মন্দের খেয়াল খবর রাখেন না সুখে-দুখে সব সময় নাই আমাদের পাশে থাকেন।

 

৯. পৃথিবীর প্রত্যেক মা তার সন্তানকে শাসন করেন। কিন্তু সে শাসনের মধ্যে রয়েছে গভীর ভালোবাসা।

 

১০. জীবনের সফলতা অর্জন করতে চাইলে কখনো মায়ের মনে কষ্ট দিও না। কেননা মাকে কষ্ট দিলে আল্লাহ তাআলা আপনাকে কোনদিন সফলতা অর্জন করতে দিবে না।

 

আরও পড়ুনঃ

30+জীবন সঙ্গিনী নিয়ে উক্তি এবং বানি

৩০+সৎ কাজ নিয়ে উক্তি ও সততা নিয়ে উক্তি 

সফলতা নিয়ে স্ট্যাটাস, বানী এবং উক্তি যা মনের শক্তি বৃধি করে

 

মাকে নিয়ে সেরা উক্তি

 

মাকে নিয়ে স্ট্যাটাস

 

মাকে নিয়ে সেরা উক্তিগুলো খুঁজে পেতে পারেন আমাদের এই আর্টিকেল টি তে। মাকে নিয়ে স্ট্যাটাস, কে নিয়ে সেরা উক্তি, মাকে নিয়ে ক্যাপশনগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।

 

এখন পড়ে নিন। মাকে নিয়ে সেরা উক্তিগুলো।

 

১. আল্লাহুপাত উত্তর পৃথিবীর একটি জান্নাত।

 

২. মা জননী চোখের মনি।

 

৩. মায়ের কোলযে কত বড় তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ বুঝতে পারে না।

 

৪. দুনিয়ার যত ভালো জায়গাতেই যান মায়ের কোলের মতো শান্তি কোথাও খুঁজে পাবেন না।

 

৫. একজন সন্তানের প্রথম স্পর্শই হচ্ছে মা প্রথম পাওয়া হচ্ছে না প্রথম শব্দ ও মা।

 

৬. সন্তান বুদ্ধিমান হতে পারে বকা সকাল হতে পারে দেখতে খারাপ খারাপ হতে পারে কিন্তু মায়ের কাছে সে তার প্রিয় সন্তান।

 

৭. মা কখনো হয় না পর যতই আসুক তুফান ঝড়।

 

৮. আমার মা যখন হাসে তখন আমার খুব ভালো লাগে। ভালো লাগে তখন যখন মা শুধু আমার জন্যই হাসে।

 

৯. যার মা আছে সে কখনোই গরিব নাই। আব্রাহাম লিংকন

 

১০. কোন একটা বিষয় মেয়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য আরেকবার নিজের জন্য। সোফিয়া লরেন।

 

১১. আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সব সময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হয়। মিসেল ওবামা।

 

১২. মা আমাদের সব সময় এটা বোঝাতে চাইছেন যে, জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়। নোরা আফরন।

 

১৩. আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম। মাইকেল জ্যাকসন

 

১৪. আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি। দিয়াগো ম্যারাডোনা।

 

১৫. মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমীয় মৈত্রীভাব পোষণ করবে. গৌতম বুদ্ধ

 

১৬. মায়ের অভিশাপ কখনও সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে। শের গায়ের পানির মতো অভিশাপ ঝরে পড়ে যায়।

 

১৭. মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যতের বুনিয়াদ হোসেন শিশুর সর্ব উৎকৃষ্ট বিদ্যাপীঠ।

 

১৮. না হলে পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নিয়েই বিনা সুদের অকৃত্রিম ভালোবাসা। হুমায়ূন আহমেদ

 

১৯. আমার মা কেবল একজন ফুল টাইম মাই ছিলেন। তার নিজের ক্যারিয়ার, নিজের অভিজ্ঞতা, নিজের জীবন সব ঢেলে দিয়েছেন সন্তানের জন্য। আমি কখনো আমার মায়ের মত হতে পারব না। তার মাধুর্য উদারতা ভালোবাসা আমার চেয়ে fঅনেক বড়। অ্যাঞ্জেলিনা জোলি।

 

২০. প্রচন্ড অভাবের সংসার ছিল আমাদের। তিন বেলা ভাতিজুটতো না ঠিকভাবে। কিন্তু সেই নীলারুন অভাবকে কি করে পাশ কাটিয়ে যেতে হয় তা আমার মায়ের কাছে থেকেই শিখেছিলাম। 

 

কখনোই মুখ ধার করে থাকতেন না মা। হাসিমুখে নীরব লড়াই চালিয়ে যেতেন অনটনের সঙ্গে। পেটে ভাত নেই কিন্তু সত্যি কথা বলছি মায়ের ভেতরের অমন শক্তি আমাদের মধ্যেও সঞ্চারিত হতো। উৎসাহ পেতাম জীবন যুদ্ধে টিকে থাকার। সিদ্দিকুর রহমান।

 

আরও পড়ুনঃ

৭০+ অপেক্ষা নিয়ে স্ট্যাটাস ভালবাসার মানুষের জন্য

৪০ টি বাছাই করা জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা উক্তি ও ক্যাপশন

৬০ টি বাছাই করা কুরআন হাদিসের বাণী চিরন্তনী

 

মাকে নিয়ে কবিতা

মাকে নিয়ে স্ট্যাটাস

 

মাকে নিয়ে স্ট্যাটাস অথবা মাকে নিয়ে কবিতা যাই বলুন না কেন মা তো মা। মাকে নিয়ে স্ট্যাটাস কবিতা উক্তি ইত্যাদি বিষয়গুলো আদি যুগ থেকেই মানুষ চর্চা করে আসছে। 

 

মায়ের আবেগ ভালোবাসা স্নেহ অনুভূতি সম্মান ইত্যাদি নিয়ে লেখা কবিতাগুলোকে বলা হয় মাকে নিয়ে কবিতা বা মা কবিতা। আজ তাহলে চলুন মাকে নিয়ে কবিতা গুলো পড়ে দেখি।

 

১. জননী জন্মভূমি

সুভাষ মুখোপাধ্যায়

 

আমি ভীষণ ভালবাসতাম আমার মাকে

কখনো মুখ ফুটে বলিনি।

টিফিনে পয়সা বাঁচিয়ে

কখনো কখনো কিনে আনতাম কমলালেবু

শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত

আমার ভালবাসার কথা

মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি।

 

হে দেশ, হে আমার জননী-

কেমন করে তোমাকে আমি বলি!…

 

২. মা

কাজী কাদের নেওয়াজ

 

মা কথাটি ছোট্ট অতি

কিন্তু যেন ভাই

ইহার চেয়ে নাম যে মধুর

তিন ভুবনে নাই।

সত্য ন্যায়ের ধর্ম থাকুক

মাথার পরে আজি,

অন্তরে মা থাকুক মম

ঝরুক স্নেহ রাজি।

 

৩. আমার মা

রেদওয়ান মাসুদ

 

মায়া ভরা হৃদয়টি যার

সে আমার মা।

কত স্নেহ করত আমায়

মনে পড়ে তা।

মনে কোন কষ্ট থাকলেও

বুঝতে দিত না।

হাসি ভরা মুখটি তার

দেখলে জড়াতো গা।

হাতে গিয়ে বলতো আমায়

আয়রে কোলে খোকা।

 

৪. আমাদের মা

হুমায়ুন আজাদ

 

আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি।

আমাদের মা গরিব রোজার মত দাঁড়া তো বাবার সামনে,

কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতাম না।

আমাদের মাকে বাবার সামনে এমন তুচ্ছ দেখা তো যে

মাকে আপনি বলার কথা আমাদের কোনদিনই মনে হয়নি।

আমাদের মা আমাদের থেকে বড় ছিল, কিন্তু ছিল আমাদের সামন।

আমাদের মা ছিল আমাদের শ্রেণীর, আমাদের বর্ণের, আমাদের গোত্রের।

 

আরও পড়ুনঃ

১০০ টি সেরা শিক্ষনীয় স্ট্যাটাস যা আপনার জীবনকে বদলে দিতে পারে

সেরা ১৭৫ টি উক্তি যা আপনার জীবন বদলে দিতে পারে

৫০টি বাছাই করা বসন্তের রোমান্টিক স্ট্যাটাস ও বসন্ত নিয়ে উক্তি

 

 

৫. অন্য মা

রবীন্দ্রনাথ ঠাকুর

 

আমার মা না হয়ে তুমি

আরো কারো মা হলে

ভাবছো তোমায় চিনতাম না,

যেতেন না ওই কোলে?

মজা আরো হতো ভারী,

দুই জায়গায় থাকতো বাড়ি,

আমি থাকতে এই গাইতে,

তুমি পারের গাঁয়ে।

এইখানেতে দিনের বেলা

যা কিছু সব হতো খেলা

দিন ফুরুল এই তোমার কাছে

পেরিয়ে যেতাম নায়ে।

 

৬. লুকোচুরি

রবীন্দ্রনাথ ঠাকুর

 

আমি যদি দুষ্টুমি করে

চাপার গাছে চাপা হয়ে ফুটি,

ভোরের বেলা মাগো, ডালের পরে

কচি পাতায় করি লুটোপুটি,

তবে তুমি আমার কাছে হারো,

 

৭. অ বেলার ডাক

কাজী নজরুল ইসলাম

 

অনেক করে বসতে ভালো পারিনি মা তখন যারে,

আজ অবিলাই তারেই মনে পড়ছে কেন বারে বারে।।

আজ মনে হয় রোজ রাতে সে ঘুম পাড়া তো নয়ন চুমে,

ঝুমুর পরে চুমু দিয়ে ফের হাঁড়িতে আঘাত ভোরের ঘুমে।

ভাবতুম তখন এখন বালাই!

করত এ প্রাণ পালায় পালায়।

আসছে কথা মনে হয়ে ভাসি অঝোর নয়ন ঝরে।

অভাগিনীর সে গরম আজ ধুলোয় দুটোই ব্যথার ভারে।

 

আরও পড়ুনঃ

রোমান্টিক স্ট্যাটাস গুলো নিয়ে প্রেমে ভরপুর বাঙালি জীবন 

১০০+ Unique Bangla caption যা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য উপযোগী

100+ Bangla caption এবং স্ট্যাটাসের জন্য সেরা বাংলা উক্তির সমাহার

 

 

৮. অভিলাষী মা

নুরুদ্দিন আহম্মদ

 

ওই যে দেখো আকাশ তলে

বাবলাতলার গাঁ!

সেই সে গায়ে বসত করে 

পল্লীবালার মা।

পরনে যে তার নেই কোন যশ

 মনটা শুধু ফাঁকা!

দুঃখের তলে ভাসছে স্মৃতি

 জীবন আঁকাবাঁকা।

গর্ভে যেথা আসলো শিশু 

সুখের ছোঁয়া মাখা!

হৃদয় ভোরে ডাকছ মাইয়া 

কইরে সোনা খোকা?

স্বপন আকি গগন ছোয়া

 দিচ্ছে সাগর পাড়ি!

রতন হীরা ভরবে সে পুরান ঘরের বাড়ি।

 

৯. মনে পড়া

রবীন্দ্রনাথ ঠাকুর

 

মাকে আমার পরেনা মনে। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারনে একটা কিসুর গুন গুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাই তো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে।

 

মা কি আমার পরে না মনে। শুধু যখন আসছি নিতে ভরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি পানতমা সেই ফুলের সাজি বয়ে পূজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে।

 

মাকে আমার পড়েনা মনে। শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানালা দিয়ে তাকাই দূরে নীল আকাশের দিকে-মনে হয় মা আমার পানি চাইছে অনি মেখে। কলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাওনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে।

 

১০. কখনো আমার মাকে

শামসুর রহমান

 

কখনো আমার মাকে কোন গান গাইতে শুনিনি। সেই কবে শিশুরাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। 

 

যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝরে আম কুড়িয়ে বেড়ানোর বয়সের কাছাকাছি হয়তো তখনো কোন গান লতিয়ে ওঠেনি মিড়েমিড়ে দুপুরে সন্ধ্যায় পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারেও এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ বড় বড় বেশি নেপ পথচারিনী।

 

আরও পড়ুনঃ

কষ্টের স্ট্যাটাস: আমাদের জীবনে দুঃখের সাথে সম্পর্ক ও সম্ভাবনা

বন্ধুত্বের সম্পর্ক: এক অমূল্য সম্পদ যা জীবনকে সুন্দর করে

বন্ধু নিয়ে স্ট্যাটাস: আমাদের অবিচ্ছিন্ন সম্পর্কের গল্প

 

মাকে নিয়ে কষ্টের কিছু কথা

মাকে নিয়ে কষ্টের কিছু কথা, মাকে নিয়ে স্ট্যাটাস  বলতে গিয়ে দুচোখ দিয়ে পানি চলে আসলো। আমি কিভাবে এই কন্টেন্ট টি লিখব আপনাদের কিভাবে বোঝাবো তার কোন কিছুই বুঝতে পারছিলাম না। আসলেই মা শুধু মাই মায়ের অভাব শুধু মা ই  পূরণ করতে পারে। 

 

একটি নবজাতকের জন্ম হলে সে সবচেয়ে অসহায় অবস্থায় থাকে আর নবজাতক্টি প্রথম যাকে দেখে সে হোলো তার মা । মা যদি পাশে না থাকতো তাহলে একটি নবজাতকের কখনো পূর্ণভাবে বেড়ে ওঠা সম্ভব হতো না। তাই সবার কাছেই মা সবচেয়ে আপন। 

 

তাইতো সবাই বাকে নিয়ে স্ট্যাটাস গুলো খুজে থাকে । মাকে নিয়ে স্ট্যাটাস গুলো নিয়ে লিখা হয়েছে আজকের এই পোস্ট । 

 

আজ আমাদের এই আর্টিকেলটিতে মাকে নিয়ে কষ্টের কিছু কথা বা মাকে নিয়ে কষ্টের স্ট্যাটাস তুলে ধরব।

 

১. সবার মা এমনই হয় যে নিজে না খেয়ে সন্তানের জন্য খাবার সংগ্রহ করে রাখে।

 

২. মায়া মনে হয় যে নিজের চাহিদা পূরণ করার আগে তার সন্তানের চাহিদা পূরণের কথা ভাবে।

 

৩. আজব আমাদের এই দুনিয়া য় যে মা তার সন্তানকে জন্ম দিয়েছে অথচ সেই মা একমাত্র খাবারের জন্য সারাদিন ঘুরে বেড়াচ্ছে দেশ দেশান্তরে।

 

৪. মাগো তুমি মহান পৃথিবীতে তুমি সর্বশ্রেষ্ঠ তুমি সবকিছু থেকে ধৈর্যশীল।

 

৫. হাজার কষ্টের মাঝেও মা কখনো বলে না ক্ষিদা পেয়েছে আমায় কিছু খেতে দে।

 

৬. না কখনো তা নিজের অভাবের কথা তার সন্তানের কাছে বলে না।

 

আরও পড়ুনঃ

জীবন নিয়ে উক্তি হলো অস্ত্বিত্বের প্রতিধ্বনি 

ইসলামিক স্ট্যাটাসঃ ইসলামের পথে শান্তি ও হেদায়াতের চাওয়া 

Facebook Status Bangla ||ফেসবুক স্ট্যাটাস বাংলা

 

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস

মায়ের সাথে কি কোন তুলনা হয়। না বন্ধুরা এটাও সম্ভব। আমি তোমাকে নিয়ে স্ট্যাটাস। আরে তুলনা হয় না এরকম কিছু যখন হারিয়ে যাই তখন মনের কি অবস্থাটা না হয় তা একবার ভেবে দেখুন। 

 

মা যদি পৃথিবী ছেড়ে চলে যায় তবে মনে রাখবেন আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসার একমাত্র মানুষ পৃথিবী থেকে চলে গেল। মা এমন এক ব্যক্তি যা অন্য কোন সম্পদ দিয়ে মেটানো সম্ভব না। 

 

মৃত মানুষ স্ট্যাটাস আজকের এই কনটেন্টটি তাদের জন্য লেখা যারা মাকে অনেক ভালোবাসি। আজকের এই পোস্টটিতে আমরা অসাধারণ কিছু স্ট্যাটাস তুলে ধরব যা মৃত মাকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার মতো।

 

১. আপনি কোন কিছু হারানোর পরে কিছুদিন পর তা ভুলে যাবেন। কিন্তু যে একবার মা হারিয়েছে সে কি কখনো মাকে ভুলতে পারবে। সে কি কখনো তার মাকে ফিরে পাবে।

 

২. এই পৃথিবীতে মানুষের সবচেয়ে প্রিয় এবং একদম কাছের মানুষ হলো না। মা চলে যাওয়ার পরে একজন মানুষের যে ভালোবাসা পূরণ করার মত আর কেউ থাকলো না।

 

৩. না না তোমাকে খুব মিস করতেছি তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে।

 

৪. না তোমাকে ভুলে থাকতে আমার অনেক কষ্ট হয়। এ কষ্ট মাখা কাতর মন নিয়ে তোমার জন্য দোয়া করি তুমি যেন ভালো থাকো।

 

৫. না তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছ এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত যে কষ্ট করেছ তার ঋণ আমার পক্ষে শোধ করা সম্ভব নয় তুমি আমাকে মাফ করে দিও মা।

 

৬. না তোমার শাসন আমার ভালো লাগতো কিন্তু এখন যখন বুঝতে শিখলাম তখন তুমি আর থাকলে না।

 

৭. তুমি তোমার ছেলের সফলতার জন্য কত শাসনই না করতে কিন্তু তোমার সন্তান সেটা কি খারাপ ভাবে আজ তোমার সন্তানের স্বপ্নগুলো পূরণ হচ্ছে কিন্তু তুমি তুমি কেন চলে গেলে মা?

 

৮. জানো না যখন দেখি আমার বন্ধুবান্ধবরা মা বলে ডাকে। মায়ের কাছ থেকে পরামর্শ সনে। তোমাকে বলে বোঝাতে পারবো না মা।

কতটা কষ্ট পাই ওই সময়। না তোমাকে কতটা ভালোবাসি তা বলা হয়নি কখনো তাই তো এত বেশি কাঁদায় আমাকে।।

 

৯. মাগো তোমাকে ছাড়া এই পৃথিবীটা শূন্য শূন্য লাগে নিজেকে কেমন অসহায় মনে হয়।

 

আরও পড়ুনঃ

বাংলাদেশের মানচিত্র: এক দেশ, অনেক গল্প

বাংলা সাহিত্যের ইতিহাস প্রবৃদ্ধি ও উন্নতি

Top 10 Freelancing in Bangladesh and marketplace list

 

শেষ কথা

মাকে নিয়ে স্ট্যাটাস লিখতে গিয়ে আবেগপ্রবণ হয়ে গেছিলাম। যারা মাকে নিয়ে ভালবাসেন তাদের কাছে অনুরোধ কন্টেনটি করে দেখুন একবার। 

 

যারা মাকে একটু কম ভালোবাসেন তারাও একবার পড়ে দেখুন। মাকে নিয়ে স্ট্যাটাস কন্টেনটি করতে গিয়ে হয়তো মায়ের ভালোবাসা খুঁজে পেতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।