মৃত মাকে নিয়ে স্ট্যাটাস

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস‌, উক্তি, ক্যাপশন ও কবিতা 

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস … “মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই ।” কবি কাজী কাদের নেওয়াজ এই কবিতাটি যথার্থই লিখেছেন। কবিতাটির প্রত্যেকটি শব্দ বুঝিয়ে দেয় মা এই ছোট্ট শব্দটি কতটা তাৎপর্যপূর্ণ।

 

পৃথিবীতে আমাদের সবচেয়ে আপনজন হলো মা। আদর স্নেহ দিয়ে তার সন্তানকে লালন পালন করে থাকে। যে সন্তানের মা হারায় তাদের জীবন সারা জীবনের জন্য দুর্বিসহ হয়ে যায়। আমি তোমায় জন্য সারা জীবন সেই সন্তানের মনে কষ্ট থেকে যায়। তোকে মন কান্দে ভালোবাসা দুনিয়া থেকে চলে গেলে কার দুঃখের শেষ থাকে না।

 

এমনি মা হারা সন্তানেরা মৃত মাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকে তাদের কষ্টগুলো প্রকাশ করার জন্য। স্ট্যাটাস দিয়ে তারা তাদের মনের ভাব কিছুটা হলেও প্রকাশ করতে পারে। মা তার সন্তানের জন্য নিজের জী বন ও উৎসর্গ করে থাকে। এমন অনেক সন্তান আছে যারা তাদের মাকে এতো বেশি ভালোবাসে যে মায়ের মৃত্যুর পর ও সারা জীবন মায়ের স্মরনে ভালো কাজ করে থাকে। সোশ্যাল মিডিয়াতে মৃত মাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকে।

 

যারা এমন ধরনের স্ট্যাটাস দিতে পছন্দ করেন তাদের জন্য এসেছি মাকে নিয়ে উক্তি স্ট্যাটাস ক্যাপশন ও কবিতা। তাহলে চলুন পড়ে নেওয়া যাক।

 

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস

 

প্রতিটা মা চায় তার আদরের সন্তানকে সারাজীবন আগলে রাখতে। কিন্তু অনেক মাই অকালে তার সন্তানকে রেখে মারা যায়। তখন তার সন্তান বুঝতে পারে মা না থাকলে জীবনটা কেমন হয়।

তোর মা বেঁচে থাকতে মায়ের গুরুত্ব অনুধাবন করুন এবং মায়ের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য পালন করুন।

তাহলে আপনার মা যখন থাকবে না তখন নিজেকে শান্তনা দিতে পারবেন যে আপনি আপনার মায়ের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। 

 

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস দিতে চাইলে আপনি আমাদের স্ট্যাটাসগুলো থেকে স্ট্যাটাস বাছাই করে নিতে পারেন।

 

✓ পৃথিবীতে সবকিছু ভোলা যায় সবাইকে ভোলা যায় এছাড়া হারানো দিনের সুখ খুঁজে পাওয়া যায় কিন্তু মা মারা গেলে খুঁজে পাওয়া যায় না আর মাকে কখনো ভুলে থাকা যায় না।

 

✓ যে সন্তানেরা মাকে হারিয়েছে তারাই কে বলছেন আমাকে ছাড়া এই সুন্দর পৃথিবীটা কেমন অন্ধকার হয়ে যায়। মা হারা সন্তানেরা মায়ের ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বেঁচে থেকে সারা জীবন।

 

✓ এই পৃথিবীতে সবচেয়ে বড় সুখ হলো সকালে ঘুম থেকে উঠে মায়ের মুখ দেখে নেয়া। যাদের মা মারা যায় তাদের এই সুখটা আর থাকে না।

 

✓ সন্তান তার মায়ের সাথে যতই কষ্ট দিয়ে কথা বলুক না কেন মা কখনই কষ্ট পায় না। তবে মা তখন কষ্ট পায় যখন তার সন্তান কোন কষ্টে থাকে। 

 

✓ না হলে পৃথিবীর সেরা অভিভাবক। একজন মায়ের সন্তান এই পৃথিবীতে আসার পর মা তার সব যত্ন ভালোবাসা দিয়ে সন্তানকে লালন পালন করে থাকে।

 

✓ মা তার সন্তানদের জন্য সারা জীবন কষ্ট করে যায় । নিজে না খেয়ে থাকলেও সন্তানদেরকে খাওয়ায় । সন্তানের ইচ্ছা পূরণের জন্য সারা দিনরাত থেকে যায়। মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না।

 

✓ মা হারানোর যন্ত্রণা কাউকে বোঝানো যায় না । শুধু সারা জীবন সহ্য করে যেতে হয়। 

 

✓ মা শব্দটা এতই ছোট মাত্র এক অক্ষরের। কিন্তু এর বিশালতা সমুদ্রের চেয়েও অনেক গভীর।

 

✓ কিছু কিছু মহিলা ছাড়া সব মেয়েই মা হতে পারে। কিন্তু সব না আদর্শ মা হতে পারে না। আদর্শ মা হতে গেলে তার মধ্যে কিছু কিছু বিশেষত্ব থাকা দরকার। যাদের মধ্যে রয়েছে তারাই আদর্শ মা।

 

✓ মা আজকে বুঝতে পারছি অনুভব করতে পারছি, তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। তুমি না থাকো তুমি যন্ত্রনআদআয়ক। এই পৃথিবীতে যার নামে তার ভালবাসার কেউ নেই।

 

আরও পড়ুনঃ

হাসি নিয়ে ক্যাপশন || একটু মিষ্টি হাসি সব দুঃখ ভুলিয়ে দিতে পারে

মাকে নিয়ে স্ট্যাটাস ক্যাপশন উক্তি কবিতা ইত্যাদি

30+জীবন সঙ্গিনী নিয়ে উক্তি এবং বানি

৩০+সৎ কাজ নিয়ে উক্তি ও সততা নিয়ে উক্তি 

 

মৃত মাকে নিয়ে উক্তি

 

মৃত মাকে নিয়ে উক্তি

 

মা আমাদের সকলের জীবনে একজন গুরুত্বপূর্ণ মানুষ। এইমাত্র নিয়ে মন তাদের বিখ্যাত উক্তি করে গেছেন। আপনাদের সাথে কিছু স্ট্যাটাস শেয়ার করব।

 

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস ও মৃত মাকে নিয়ে উক্তি গুলো পড়তে ও লিখতে আমাদের সকলেরই ভালো লাগে। কারণ মা হলো সকল এর জন্য ভালোবাসার মানুষ। 

 

তাই আর দেরি না করে উক্তি গুলো পড়ুন নিজের মায়ের জন্য স্ট্যাটাস দিন।

 

✓ মৃত্যুর যন্ত্রণা যতটুকু কষ্টকর হয়, তার চেয়ে অনেক বেশি কষ্টকর হয় ma হারানোর যন্ত্রণা।

 

✓ মায়ের ভালোবাসা কখনোই অন্য কারো সাথে তুলনা করা সম্ভব না।

 

✓ আমার জীবনের সব সকল অর্জন তাঁর কাছ থেকে পাওয়া । নৈতিকতা, বুদ্ধিমত্তাথার থেকে পাওয়া। 

— জর্জ ওয়াশিংটন ।

 

✓ কোন একটা বিষয়ে মেয়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য। 

— সোফিয়া লরেন ।

 

✓ মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত।

— হযরত মুহাম্মদ সাঃ ।

 

✓ মা হলেন পৃথিবীর একমাত্র ব্যাঙ্কে যেখানে আমরা আমাদের দুঃখ-কষ্ট রাখি, পারবিনিময়ে আমরা অসংখ্য ভালোবাসা পেয়ে থাকি।

— হুমায়ুন আহমেদ ।

 

✓ আমাদের পরিবারের মায়ের ভালোবাসা সব সময় সবচাইতে এবং শক্তিশালী।

— মিশেল ওবামা ।

 

✓ একজন মা সব সময় তো নিজের জীবন দিয়ে তার সন্তানকে রক্ষা করে।

— গৌতম বুদ্ধ ।

 

✓ যার মা আছে সে কখনোই গরিব নয়।

— আব্রাহাম লিংকন ।

 

✓ তুমি আমাকে একটু শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। 

— নেপোলিয়ন বোনাপার্ট । 

 

আরও পড়ুনঃ

সফলতা নিয়ে স্ট্যাটাস, বানী এবং উক্তি যা মনের শক্তি বৃধি করে

৭০+ অপেক্ষা নিয়ে স্ট্যাটাস ভালবাসার মানুষের জন্য

৪০ টি বাছাই করা জুম্মা মোবারক স্ট্যাটাস বাংলা উক্তি ও ক্যাপশন

৬০ টি বাছাই করা কুরআন হাদিসের বাণী চিরন্তনী

 

মাকে নিয়ে সেরা উক্তি

 

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস

 

মা এমন একজন মানুষ যাকে নিয়ে লিখতে বসলে অনেক অনেক সময় পার হয়ে যেতে পারে। মায়ের অসীম ভালোবাসার কথা লিখে শেষ করা যাবে না।

 

মা এমন একজন মানুষ যিনি তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন, নিজের স্বপ্নগুলো সন্তানের স্বপ্ন পূরণ করেন, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারেন। তাই এই মায়ের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য গুলো সঠিক ভাবে পালন করা উচিত। মা বেঁচে থাকতে তার মর্ম বোঝা উচিত।

 

মাকে নিয়ে মনীষী গণ অনেক উক্তি করে গেছেন যা হয়তো সব লিখে শেষ করা যাবে না। এর মধ্যে থেকে বাছাই করে সেরা কিছু মাকে নিয়ে উক্তি ও মৃত মাকে নিয়ে স্ট্যাটাস এখানো দেয়া হলো।

 

✓ আমার দেখা সবচেয়ে সুন্দরী মেয়েরা হলেন আমার মা। আমার মায়ের কাছে আমি চিরঋণী।

— জর্জ ওয়াশিংটন ।

 

✓ আমার বসার ঘরের দেওয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ আমার মা আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।

— এলেন ডে জেনেরিস ।

 

✓ সম্ভবত আমার দেখা সবচেয়ে আবেদনময়ী আমার মা।

— শিয়া লাবেউফ ।

 

সন্তানেরা ধারালো চাকুর মতো। তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।

— জোয়ান হেরিস ।

 

✓ মা আমাদের সব সময় এটা বোঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মুহূর্তগুলো তোমাদের হাসির কোনো গল্পের অংশ হয়ে যাবে এক সময়।

— নোরা এফ্রন ।

 

✓ আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলে আমি সেরা হয়ে গড়ে উঠেছি।

— দিয়াগো ম্যারাডোনা ।

 

✓ মা যেমন পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রী ভাব পোষণ করবে।

— গৌতম বুদ্ধ ।

 

✓ মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের পানির মতো অভিশাপ ঝরে পড়ে যায়।

— হুমায়ূন আহমেদ ।

 

✓ যে গর্ভ তোমাকে ধারণ করেছে সে গর্ভধারণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো।

— আল কোরআন ।

 

✓ ব্যবহার করা টিপটার আঠা নষ্ট হয়ে গেলেও মেয়েরা সেটা যত্ন করে রেখে দেয়। এক জোড়া কানের দুলের একটা হারিয়ে গেলেও অন্যটা ফেলে দেয়না। পুরাতন শাড়িটা, ভাঙা চুড়িটা, নষ্ট হয়ে যাওয়া মোবাইল টা কাজে লাগবে না জেনেও তুলে রাখে সবকিছুর কারণ হলো মায়া। মেয়েরা মায়ার টানে ফেলনা জিনিস ও ফেলেনা।

— হুমায়ূন আহমেদ ।

 

আরও পড়ুনঃ

১০০ টি সেরা শিক্ষনীয় স্ট্যাটাস যা আপনার জীবনকে বদলে দিতে পারে

সেরা ১৭৫ টি উক্তি যা আপনার জীবন বদলে দিতে পারে

৫০টি বাছাই করা বসন্তের রোমান্টিক স্ট্যাটাস ও বসন্ত নিয়ে উক্তি

রোমান্টিক স্ট্যাটাস গুলো নিয়ে প্রেমে ভরপুর বাঙালি জীবন 

 

মৃত মাকে নিয়ে ক্যাপশন

 

মৃত মাকে নিয়ে ক্যাপশন

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস … মায়ের মত আপনজন আর কে হবে। যাদের মা হারিয়ে গেছে তারা বুঝে পৃথিবীতে যারা কতটা অসহায় কতটা স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। অনেকের মা খুব ছোটবেলায় মারা যায় আবার অনেকের মা বৃদ্ধ বয়সে মারা যায়। সব সন্তানরে মাকে ভালোবাসি মায়ের মৃত্যুতে তারা কষ্ট পায়।

 

মৃত মাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে অনেকেই কিছুটা শান্তি অনুভব করি। অনেক ছবি তোমাকে নিয়ে কবিতা লিখে গেছে এখানে কিছু ক্যাপশন কবিতা উল্লেখ করা হলো।

 

প্রজন্মের অন্তরালে- কোথায় হারিয়ে গেলে

              আমার সে স্নেহময়ী মা।

তোমাকে যে মনে পরে-কতনা জীবন ঝড়ে

             মিটে যেত যত কিছু ঘা।

তোমার নিবিড় চোখে- স্নেহের মমতা দেখে

            সেই ঘুম কোথা গেল মা?

খুঁজে ফিরি সেই মাকে- যার শুধু এক ডাকে

            থেমে যেত মোর এই পা।

ক্লান্তিহীন তুমি ছিলে- জানিনাকো কোন বলে

            সাহস জোগাতে তুমি মা

সমস্যার আঙিনাতে- তুমি জেগে যেতে প্রাতে

            জাগিয়ে বলতে শুধু “যা”।

তোমার আশীষ নিয়ে- সুখ যে আনিনু লয়ে

             আঁচল যে ভরে দেবো মা।

আজ তুমি সাথে নাই- কোথায় রাখিব তাই

             খালি আছে কোন আঙিনা?

পাখার বাতাস হাতে- হাত দিয়ে দিতে মাথে

             কত রাত জেগেছিলে মা।

আজ শুধু মনে পরে- স্মৃতি হাসি ওই দ্বারে

             আজ আর কেউ ডাকে না।

নতুন যুগের তালে- যান্ত্রিকতার দাবানলে

             হারিয়ে গেছো যে তুমি মা।

নতুন মায়েরা আছে- ব্যথা যে পেয়োনা পাছে

             ওই মতো হতে পাবে না।

সুখের যে গোঁজা মিলে- খালি সামনে আর ছেলে

              ব্যস্ত বড় একালের মা।

সবাইকে নিয়ে চোলে- তুমিও তো ব্যস্ত ছিলে 

              তবু কোনো মিল পাইনা।

মনে পরে ছেলে বেলা- খাওয়া তে তো হেলাফেলা

              স্কুল কভূ যাওনিকো মা।

    এখন স্কুলের পথে- মা স্মার্টফোন সাথে

               মনে হয় তবু একেলা।

স্মৃতির এ ঘেরা টোপে- তোমাকে হারানো শোকে

              ভুলতে পারিনা কেন মা।

পুরানো বিচারধারা- লাগে বড় আনকোরা

              রোমন্থনে স্বর্ণযুগ তা।

জন্মান্তর যদি থাকে- নতুন জীবন বাঁকে

              ফের তুমি হয়ো মোর মা।

শিশুর জিজ্ঞাসু চোখে- তোমাকে যে ফের দেখে

              মনে পাবো বড় সান্তনা।

                              —শঙ্খচূড়

                              ২৪এ বৈশাখ ১৪২৭

 

আরও পড়ুনঃ

১০০+ Unique Bangla caption যা সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য উপযোগী

100+ Bangla caption এবং স্ট্যাটাসের জন্য সেরা বাংলা উক্তির সমাহার

কষ্টের স্ট্যাটাস: আমাদের জীবনে দুঃখের সাথে সম্পর্ক ও সম্ভাবনা

বন্ধুত্বের সম্পর্ক: এক অমূল্য সম্পদ যা জীবনকে সুন্দর করে

 

              “মা” — কাজী কাদের নেওয়াজ

  Posted on December 15, 2018 by বাংলা কবিতা

মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর তিন ভুবনে নাই। সত্য ন্যায়ের ধর্ম থাকুক মাথার পরে আজি, অন্তরে মা থাকুন মম ঝরুক স্নেহরাজি। রোগ বিছানায় শুয়ে শুয়ে…..

 

            “আমাদের মা” — হুমায়ুন আজাদ

      Posted on June 8, 2017 by বাংলা কবিতা

আমাদের মাকে আমরা বলতাম তুমি, বাবাকে আপনি। আমাদের নাগরিক প্রজার মতো দাঁড়াতো বাবার সামনে, কথা বলতে গিয়ে কখনোই কথা শেষ করে উঠতে পারতোনা। আমাদের মাকে বাবার সঙ্গে আমার তুচ্ছ দেখাতো যে…..

 

             “আমার মা” — রেদোয়ান মাসুদ

  Posted on December 8, 2017 by বাংলা কবিতা

 

মায়া ভরা হৃদয়টি যার সে আমার মা। কত স্নেহ করতো আমায় মনে পড়ে তা। মনে কোন কষ্ট থাকলেও বুঝতে দিত না। হাসি ভরা মুখটি তার দেখলে জুড়াতো গা। হাতে এগিয়ে বলতো আমায়….

 

             “দুঃখবতী মা” — তসলিমা নাসরিন

       Posted on June 8, 2017 by বাংলা কবিতা

 

মার দুঃখ গুলোর উপর গোলাপ জল ছিটিয়ে দেওয়ার ইচ্ছে ছিল, যেন দুঃখগুলো সব অন্ধ পেতে পেতে ঘুমিয়ে পড়ে কোথাও ঘুমটি ঘরের বারান্দায়, কুমোর পাড়ে কিংবা কড়ইতলায়। সন্ধ্যাবেলায় আলতো করে তুলে বাড়ির ছাদে রেখে এলে দুঃখগুলো….

 

        “জননী জন্মভূমি” — সুভাষ মুখোপাধ্যায়

  Posted on December 15, 2017 by বাংলা কবিতা

 

আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলালেবু, শুয়ে শুয়ে মার চোখে জল ভরে উঠত।  আমার ভালোবাসার কথা কখনো মুখ ফুটে বলিনি মাকে….

 

আরও পড়ুনঃ

বাংলাদেশের মানচিত্র: এক দেশ, অনেক গল্প

বাংলা সাহিত্যের ইতিহাস প্রবৃদ্ধি ও উন্নতি

শেষ কথা

আজকের এই লেখাটি সাজানো হয়েছে মৃত মাকে নিয়ে স্ট্যাটাস, মৃত মাকে নিয়ে উক্তি, মৃত মাকে নিয়ে কবিতা, মৃত মাকে নিয়ে ক্যাপশন ও মাকে নিয়ে সেরা উক্তি দিয়ে।

আমরা সবাই মাকে খুব ভালোবাসি। মা আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মা মরে গেলে আমাদের জীবনে কষ্টের থাকে না। তাই অনেকে আছেন যারা মৃত মাকে নিয়ে স্ট্যাটাস‌  দিয়ে মায়ের প্রতি নিজেদের ভালোবাসা প্রকাশ করতে চাই। 

যারা এরকম স্ট্যাটাস দিতে চাই আমরা তাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা মৃত মাকে নিয়ে স্ট্যাটাস। আপনারা আপনাদের পছন্দ মত স্ট্যাটাস গুলো বাছাই করে স্ট্যাটাস দিতে পারেন। 

পোস্টটি পুরোটাই পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন নতুন পোস্ট আপডেট পেতে আমাদের সাথে থাকুন। পোস্ট সম্পর্কে কোন কিছু বলার থাকলে ইনবক্স করুন। ভালো থাকুন সুস্থ থাকুন।