বিড়ালের বমি হলে করণীয়

বিড়ালের বমি হলে করণীয় ঘরোয়া চিকিৎসা 

বিড়ালের বমি হলে করণীয় হ্যাঁ বন্ধুরা আমরা যারা বিড়াল প্রেমি। তাদের পোষা বিড়ালটিকে দেখা যায় মাঝে মাঝেই বমি করতে। আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারবো বিড়ালের বমি হলে করণীয়, বিড়াল বমি করার কারণ। এর সাথে আরো জানতে পারবো বিড়ালের বমি হলে কি ধরনের ঔষধ খাওয়াতে হবে আর বিড়ালের বমির ঔষধ, বিড়ালের বমি হলে প্রতিরোধ ব্যবস্থা । 

তাই আজকের এই পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন। আপনার বাসায় যদি বিড়াল থাকে তাহলে আজকের এই পোস্টটি পড়ার মাধ্যমে বিড়ালের বমি হওয়ার সকল সমস্যা জানতে পারবেন। এখান থেকে এর কিছু প্রাথমিক চিকিৎসাও গ্রহণ করতে পারবেন।

বিড়াল বমি করার কারণ

বিড়াল বিভিন্ন কারণে বমি করতে পারে। বিড়ালের বমি করার একটা অন্যতম কারণ হলো অতিরিক্ত খাবার খাওয়া বা দ্রুত খাবার খেয়ে ফেলা। বিড়ালের বমি করার কারণ গুলোর মধ্যে অন্যতম হচ্ছে খাবার ছাড়া অন্য কিছু খেয়ে । ফেলাঅতিরিক্ত খাবার খেয়ে ফেলা, বিড়ালের যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রেও বমি করতে পারে ইত্যাদি।

তবে খেয়াল রাখবেন বিড়াল বিড়াল এক অথবা দুইবার বমি করার পর যদি স্বাভাবিক চলাফেরা করে তাহলে সমস্যা নেই। কিন্তু বিড়াল বমি করার সাথে সাথে যদি ডায়রিয়া পানি শূন্যতা তন্দ্রা ভাব রক্তভূমি ওজন কমে যাওয়া ।

ক্ষুধা এবং পানি পান করার পরিবর্তন ইত্যাদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে বিষয়টি জটিল। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরী।

বিড়াল নিয়ে আরও পড়তে চাইলে নিচের লিঙ্কগুলতে ভিজিট করুন 

বিড়ালের ঠান্ডার ঔষধ || বিড়ালের ঠান্ডা লাগলে করণীয়

বিড়াল নিয়ে ক্যাপশন বাংলা ও ইংরেজি

বিড়ালের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জানুন 

বিড়ালের বমি হলে করণীয়

বিড়ালের বমি হলে করণীয় জানুন। যদি আপনার পোষা বিড়াল বমি করে তাহলে এটা অবশ্যই একটি উদ্বেগের বিষয়। বিড়ালের বমি করা জটিল রোগের উপসর্গ হতে পারে। তাই বিড়ালের বমি হলে তার আচরণ খেয়াল করতে হবে। বিড়ালের বমির সাথে কি কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সেগুলো লক্ষ্য রাখতে হবে।

১. বিড়াল যেখানে বমি করছে সে জায়গাটা সাথে সাথেই পরিষ্কার করে ফেলুন। এতে করে অন্যান্য বিড়ালে রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থেকে বাঁচা যাবে।

২. বিড়ালের বমি যদি পরিষ্কার পানি যুক্ত হয় তাহলে এটি নিয়ে ভাবনার কিছু নেই তাই বিড়াল যেখানে বমি করছে তা খেয়াল করুন।

৩. বিড়ালের বমির সাথে রক্ত এবং বিড়ালের বমি একটু অস্বাভাবিক মনে হলে প্রাণী চিকিৎসকের সাথে যোগাযোগ করুন.

৪. যদি আপনার বিড়ালের বমি হওয়ার পর তা বন্ধ হয় তাহলে তাকে অল্প কিছু খেতে দিন।

বিড়ালের বমি হলে করণীয় সম্পর্কে বলতে গেলে বমি পরিষ্কার এবং এটি লক্ষ রাখার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা অবশ্যই জরুরি।

৫. আপনার বিড়ালের বমি হওয়ার পর পরবর্তী ২৪ ঘন্টা চোখে চোখে রাখুন। বিড়ালের আচরণ অস্বাভাবিক মনে হলে প্রাণীর চিকিৎসকের সাথে যোগাযোগ করুন।

১. বিড়ালের বমি পরিস্কার করার সময় হাতে গ্লাভস পরে নিবেন। কিছু শক্ত কাপড় বা বেলচা দিয়ে বমি পরিস্কার করুন।

বিড়ালের বমি হলে করণীয় এবং ঘরোয়া চিকিৎসা

বিড়ালের বমি হলে করণীয় বিষয়গুলো খেয়াল করুন।

১. বিড়ালের বমি হওয়ার পর বিড়ালকে পানি পান করতে দিন। তার সামনে বরফের চিপ দিতে পারেন যেন সে চাটতে থাকে।

২ . বিড়াল শুধু পানি খেতে না চাইলে মুরগির মাংসের ঝোল দিন।

৩. বমি হওয়ার পরে এমন খাবার দিন যা সহজে হজম যোগ্য। যেমন সেদ্ধ মুরগি।

৪. বিড়ালকে বিশ্রাম নিতে দিন।

৫. বিশ্রাম নিলে বিড়াল আস্তে আস্তে তার শরীরের শক্তি ফিরে পাবে এবং সতেজ হয়ে উঠবে।

বিড়াল নিয়ে আরও পড়তে চাইলে নিচের লিঙ্কগুলতে ভিজিট করুন 

বিড়াল নিয়ে কবিতা

বিড়ালের পায়খানা না হলে করনীয় সম্পর্কে সঠিক তথ্য জানুন

বিড়ালের উকুন দূর করার উপায় সম্পর্কে সহজেই জেনে নিন

শীতকালে বিড়ালের যত্নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা

বিড়ালের বমি হলে করণীয় এবং প্রতিরোধ ব্যবস্থা

১. বিড়ালকে আবর্জনা এবং অন্যান্য অস্বাস্থ্যকর পরিবেশ থেকে দূরে রাখুন।

২. বিড়ালের পেটের সমস্যা থেকে পরিত্রাণ পেতে সহজে হজম যজ্ঞ খাবার খেতে দিন।

বিড়ালের বমির ঔষধ

বিড়ালের বমি হলে করণীয় এবং বিড়ালের বমির ঔষধ সম্পর্কে লেখা হল। অনেক ক্ষেত্রেই দেখা যায় বিড়ালকে স্বাভাবিক তরল খাবার বা অন্যান্য প্রাথমিক চিকিৎসা দিয়ে দিয়েও কাজ হচ্ছে না। তখন বিড়ালকে প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ দিতে হয়।

১.Emistat

Ondasetron USP 4mg/5ml

আপনার বিড়াল বমি করলে এই ওষুধটি যেকোন ফার্মেসি থেকে নিয়ে এসে খাওয়াবেন। যেকোনো ফার্মেসি বলছি এইজন্যেই যে এটি হচ্ছে বাচ্চাদের ঔষধ। এই ঔষধটি প্রায় সকল ফার্মেসিতেই পাওয়া যায়।

বিড়াল যদি একটু বেশি বমি করে তাহলে এই ঔষধটি খাওয়াবেন।

# বয়স কম হলে ১ মিলি এবং বয়স বেশি হলে ৫ মিলি খাওয়াতে হবে।

# বিড়ালের বয়স যদি পাঁচ মাসের কম হয় তাহলে ১ মিলি করে খাওয়াবেন।

# দিনে দুইবার খাওয়াবেন ।

# বিড়ালের বয়স যদি পাঁচ মাসের বেশি হয় তাহলে পাঁচ মিলি করে খাওয়াবেন।

২. Amodis

Metronidazole

বিড়ালের বমি হলে করণীয় অর্থাৎ আপনার বিড়ালটি যদি দিনে ১-২ বার বমি করে তাহলে উক্ত ঔষধটি খাওয়াবেন।

বিড়ালের বমির ঔষধ খাওয়ানোর নিয়ম

# পাঁচ মাসের কম হলে ১ মিলি. দিনে দুইবার।

# পাঁচ মাসের বেশি হলে পাঁচ মিলি দিনে দুইবার।

আমার পোষা বিড়ালটির এরকম বমি হওয়ার পরে আমি এই ঔষধ গুলো খাওয়ানোর পর উপকার পেয়েছি। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আরেকটা বিষয় খেয়াল করবেন যে বিড়াল বমি করবেই। তাই বিড়াল বমি করলে ভয় করার কিছু নেই। কিন্তু একটু চোখে চোখে রাখবেন।

বিড়াল নিয়ে আরও পড়তে চাইলে নিচের লিঙ্কগুলতে ভিজিট করুন 

বিড়ালের বয়স বোঝার উপায় || ৬ টি সহজ উপায়ে

বিড়ালের জ্বর হলে করণীয় সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে

বিড়াল সম্পর্কে ১০টি বাক্য || বিড়াল নিয়ে উক্তি 

বিড়ালের খাবার তালিকা থেকে পুষ্টি চাহিদা পূরণের বিস্তারিত তথ্য

 

বিড়ালের বমির সাথে কৃমি 

বিড়ালের বমি হলে করণীয় অনেক সময় দেখা যায় বিড়ালের বমির সাথে কৃমি আসছে। তাহলে বুঝতে আর বাকি থাকে না যে বিড়াল ক্রিমি দ্বারা আক্রান্ত। বিড়ালের কৃমি রোগ থেকে রক্ষার জন্য তিন মাস পর পর কৃমির ঔষধ খাওয়াতে হবে। বিড়ালের কৃমি রোগ শীতের চেয়ে গরমে একটু বেশি হয়। তাই সারা বছরই তিন মাস পর পর কৃমির ঔষধ প্রয়োগ করলে বমি এবং কৃমি রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

নিচে বিড়ালের কিছু কৃমির ঔষধ নিয়ে আলোচনা করা হলো।

১.Alben

আলবেন একটি কৃমির ঔষধ। আপনি যে কোন ফার্মেসিতে গিয়ে বললেই পেয়ে যাবেন। সহজ ঔষধ গুলোর মধ্যে এটি খুবই ভালো ঔষধ।

  বিড়াল পাতলা পায়খানা এবং বমি হলে করণীয়

আপনার বাসার বিড়ালের বমি হলে টেনশনের কিছু নেই। দুইবার বমি হতেই পারে। তবে বিড়ালের বমি হলে করণীয় সাথে পাতলা পায়খানা হলে করণীয় সম্পর্কে এখানে আলোচনা করা হলো।

১. বমির সাথে পাতলা পায়খানা হলে তাকে ওষুধ খেতে দিন।

২. এক্ষেত্রে বিড়ালকে মুরগির মাংসের ঝোল দিন ।

৩. বিড়াল এসব খেতে না চাইলে ছোট বাচ্চাদের যে ড্রপার আছে সে ড্রপার দিয়ে অল্প অল্প করে খাইয়ে দিতে পারেন ।

৪. আপনি চাইলে মানুষের যেই স্যালাইন আছে সেটিও খাওয়াতে পারেন।

৫. বমি এবং পাতলা পায়খানা হলে তাকে মাছ খেতে দেবেন না । মাছ থেকে দূরে থাকুন ।

বিড়াল নিয়ে আরও পড়তে চাইলে নিচের লিঙ্কগুলতে ভিজিট করুন 

ইসলামিক বিড়ালের নাম || ছেলে ও মেয়ে বিড়ালের সুন্দর নাম ||

বিড়াল একটি প্রেমময় প্রাণী বিড়াল এর বৈশিষ্ট্য, খাদ্যাভাস, বাসস্থান ও অন্যান্য তথ্য

বিড়ালের চোখের সমস্যা ও তার প্রতিকার, সাথে ঘরোয়া কার্যকরী সমাধান

ইসলামে বিড়াল পালনের উপকারিতা সম্পর্কে যা বলা হয়েছে

শেষ কথা

বিড়ালের বমি হলে করণীয় বিষয়টি আলোচনা করতে গিয়ে এই পোস্টটিতে অনেক কিছু নিয়ে আলোচনা করা হলো। এই পোস্টটি পড়ে যাদের উপকার হয়েছে তারা অবশ্যই শেয়ার করবেন।

আপনি যদি মনে করেন এই উক্ত পোস্টটি আপনার কোন পোষা প্রাণী প্রিয় বন্ধুর জন্য উপকারী হতে পারে তাহলে শেয়ার করুন তার ফেসবুক ওয়ালে। আজ এ পর্যন্তই ‌। আল্লাহ হাফেজ।